নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হকি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হয়েছে গত ২৮ অক্টোবর। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এত দিন যেন বেশ ঝিমিয়েই ছিল এই টুর্নামেন্ট।
হঠাৎই টুর্নামেন্টে ফিরল প্রাণ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের গেটের সামনে আজ অপেক্ষায় হাজার হাজার মানুষ। এসব মানুষ হকির স্টেডিয়ামে এসেছিলেন কোনো খেলোয়াড় দেখতে নয়, বাংলাদেশের চিত্রনায়িকা পরীমনিকে এক নজর দেখার জন্য। এমনকি দর্শকের চাপে ফটকে ভেঙে যাওয়ার কানাঘুষা শোনা গেল এ সময়!
আজ ওয়ালটন ঢাকা ও সাইফ পাওয়ার গ্রুপ খুলনা ম্যাচের আগে মওলানা ভাসানী স্টেডিয়ামে আসেন পরীমনি ও তাঁর স্বামী চিত্রনায়ক শরীফুল রাজ। চিত্র জগতের এই জনপ্রিয় দম্পতিকে দেখতে হকির মাঠে জড়ো হোন অসংখ্য উৎসুক জনতা। পরি-রাজ এসেছেন। দর্শকদের ভালোবাসা নিয়েছেন। বিনোদন দিয়েছেন হকির স্টিকে গোল করে। স্টেডিয়ামে বিদ্যুৎ না থাকলেও চিত্রতারকা দম্পতির আলোয় আলোকিত হয়েছে হকির টার্ফ। পরীর আগে হকির মাঠে এসেছিলেন আরেক জনপ্রিয় নায়িকা নাজিফা তুষি।
বরিশালে নানি বাড়ি পরীর। তিনি মাঠে আসার আগে রূপায়ণ সিটি কুমিল্লার কাছে হেরে যায় মেট্রো এক্সপ্রেস বরিশাল। সেই হারে অবশ্য আক্ষেপ নেই। জানালেন হকির খেলা দেখতে এসেই খুশি তিনি, ‘যখন জানলাম হকির মাঠে তখন থেকেই একটা রোমাঞ্চ কাজ করছিল। এত দর্শক দেখে আসলেই ভালো লাগছিল।’
স্বামী-স্ত্রী মিলে মাঠে খেলেছেন। রাজ গোল করতে না পারলেও পরী পেরেছেন। রাজের কৌতুক, ‘ও সব সময় গোল দেয়।’ হকি স্টিক হাতে আরও বললেন, ‘পরান সিনেমায় কিন্তু আমার হাতে হকি ছিল। হকি দিয়ে মারামারি হয়। একটা বল আরেকটা মানুষ।’
কৌতুক থামিয়ে দেশের হকি নিয়ে স্বপ্নই দেখছেন বলে জানালেন রাজ, ‘৯০ 'এর দশকে হকি ভীষণ জনপ্রিয় ছিল। এই চ্যাম্পিয়নস ট্রফির কারণে হকি আবারও জনপ্রিয় হয়ে উঠুক। আমি বাংলাদেশকে দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে।’ স্বামীর কথার সুরে কণ্ঠ মিলিয়ে পরী বললেন, ‘সুযোগ পেলে আবারও খেলা দেখতে আসতে চাই।’
বাংলাদেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হকি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হয়েছে গত ২৮ অক্টোবর। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এত দিন যেন বেশ ঝিমিয়েই ছিল এই টুর্নামেন্ট।
হঠাৎই টুর্নামেন্টে ফিরল প্রাণ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের গেটের সামনে আজ অপেক্ষায় হাজার হাজার মানুষ। এসব মানুষ হকির স্টেডিয়ামে এসেছিলেন কোনো খেলোয়াড় দেখতে নয়, বাংলাদেশের চিত্রনায়িকা পরীমনিকে এক নজর দেখার জন্য। এমনকি দর্শকের চাপে ফটকে ভেঙে যাওয়ার কানাঘুষা শোনা গেল এ সময়!
আজ ওয়ালটন ঢাকা ও সাইফ পাওয়ার গ্রুপ খুলনা ম্যাচের আগে মওলানা ভাসানী স্টেডিয়ামে আসেন পরীমনি ও তাঁর স্বামী চিত্রনায়ক শরীফুল রাজ। চিত্র জগতের এই জনপ্রিয় দম্পতিকে দেখতে হকির মাঠে জড়ো হোন অসংখ্য উৎসুক জনতা। পরি-রাজ এসেছেন। দর্শকদের ভালোবাসা নিয়েছেন। বিনোদন দিয়েছেন হকির স্টিকে গোল করে। স্টেডিয়ামে বিদ্যুৎ না থাকলেও চিত্রতারকা দম্পতির আলোয় আলোকিত হয়েছে হকির টার্ফ। পরীর আগে হকির মাঠে এসেছিলেন আরেক জনপ্রিয় নায়িকা নাজিফা তুষি।
বরিশালে নানি বাড়ি পরীর। তিনি মাঠে আসার আগে রূপায়ণ সিটি কুমিল্লার কাছে হেরে যায় মেট্রো এক্সপ্রেস বরিশাল। সেই হারে অবশ্য আক্ষেপ নেই। জানালেন হকির খেলা দেখতে এসেই খুশি তিনি, ‘যখন জানলাম হকির মাঠে তখন থেকেই একটা রোমাঞ্চ কাজ করছিল। এত দর্শক দেখে আসলেই ভালো লাগছিল।’
স্বামী-স্ত্রী মিলে মাঠে খেলেছেন। রাজ গোল করতে না পারলেও পরী পেরেছেন। রাজের কৌতুক, ‘ও সব সময় গোল দেয়।’ হকি স্টিক হাতে আরও বললেন, ‘পরান সিনেমায় কিন্তু আমার হাতে হকি ছিল। হকি দিয়ে মারামারি হয়। একটা বল আরেকটা মানুষ।’
কৌতুক থামিয়ে দেশের হকি নিয়ে স্বপ্নই দেখছেন বলে জানালেন রাজ, ‘৯০ 'এর দশকে হকি ভীষণ জনপ্রিয় ছিল। এই চ্যাম্পিয়নস ট্রফির কারণে হকি আবারও জনপ্রিয় হয়ে উঠুক। আমি বাংলাদেশকে দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে।’ স্বামীর কথার সুরে কণ্ঠ মিলিয়ে পরী বললেন, ‘সুযোগ পেলে আবারও খেলা দেখতে আসতে চাই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে