নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টোকিও অলিম্পিকে অংশ নিতে পরশু সন্ধ্যায় রওনা দিচ্ছেন বাংলাদেশের অ্যাথলেটরা। কোচরা তো যাবেনই, যাচ্ছেন একদল কর্মকর্তাও। কোভিড ‘রেড জোনে’ থাকায় অলিম্পিক ভিলেজে তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ, ভারত, নেপালের মতো উপমহাদেশ থেকে যাওয়া অ্যাথলেটদের। এমনটাই আজকের পত্রিকাকে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সদস্য এবং অলিম্পিকে বাংলাদেশ দলের টিম লিডার এম বি সাইফ।
এবারের টোকিও অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ছয় অ্যাথলেট। আর্চারি থেকে রোমান সানা, দিয়া সিদ্দিকী; সাঁতারে আরিফুল ইসলাম ও লন্ডনপ্রবাসী জুনাইনা আহমেদ; অ্যাথলেটিকসে জহির রায়হান এবং শুটিংয়ের একমাত্র প্রতিনিধি হয়ে অলিম্পিকে খেলবেন কমনওয়েলথ গেমসে দুই রুপাজয়ী শুটার আব্দুল্লাহ হেল বাকি।
অলিম্পিকে যাওয়ার আগে করোনার টিকা নিয়েছেন অংশগ্রহণকারী অ্যাথলেটরা। তবু রেড জোনে থাকায় উপমহাদেশের অ্যাথলেটদের ওপর বাড়তি নজর থাকবে আয়োজকদের। তিন দিনের কোয়ারেন্টিনের পাশাপাশি প্রতিদিনই করোনা পরীক্ষা করা হবে খেলোয়াড়দের। সাঁতারু আরিফুল ইসলাম আছেন প্যারিসে। লন্ডন থেকে জুনাইনা টোকিও যাবেন ২৫ জুলাই। সাঁতারের ইভেন্ট শুরু হবে ৩০ জুলাই। ১৯ জুলাই রওনা দেওয়ার কথা থাকলেও আরিফ আগেই যেতে পারেন টোকিওতে।
দিয়ার আছে স্বপ্ন
অলিম্পিক-স্বপ্নে বাংলাদেশের তিরন্দাজদের অনুশীলনে ব্যাঘাত ঘটিয়েছে বর্ষা মৌসুম। ভরা বর্ষার সঙ্গে যোগ হয়েছে তীব্র গরম। বৈরী আবহাওয়ার সঙ্গে লড়াই করে অনুশীলন চালিয়ে গেছেন অলিম্পিকে অংশ নিতে যাওয়া দুই তিরন্দাজ রোমান ও দিয়া।
নিজ দেশের বৈরী আবহাওয়ায় অনুশীলনে একদিক দিয়ে লাভও দেখছেন দিয়া। গরম একটু বেশি হলেও টোকিওর আবহাওয়া অনেকটাই বাংলাদেশের মতো বলে জানিয়েছেন লোজান বিশ্বকাপে রুপাজয়ী এই তিরন্দাজ। দেশের হয়ে প্রথম অলিম্পিক পদক জয়ের স্বপ্ন থাকলেও মাটিতেই পা রাখছেন দিয়া, ‘লক্ষ্য অবশ্যই বড়। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে অলিম্পিকে বিশ্বের সেরা তিরন্দাজরা অংশ নেন। মোট ১৬৮ তিরন্দাজ খেলবেন অলিম্পিকে। পদক জেতা সেখানে কিন্তু বেশ কঠিন একটা কাজ হবে।’
বাকির মনোবিদ শরণ
২০১৪ ও ২০১৮ কমনওয়েলথ গেমসে টানা দুবার অল্পের জন্য সোনা জয়ের সুযোগ হাতছাড়া করেছিলেন শুটার আবদুল্লাহ হেল বাকি। অলিম্পিকে গিয়ে এবার যেন মনঃসংযোগ না হারান, সে লক্ষ্যে সপ্তাহে দুই দিন মনোবিদের সঙ্গে কাজ করেছেন দেশসেরা শুটার। প্রস্তুতি নিতে জার্মানি যেতে না পারার আক্ষেপ থাকলেও দেশে যেভাবে প্রস্তুতি নিয়েছেন তাতে খুশি বাকি, ‘১০ মিটার রাইফেলে বিশ্বরেকর্ড ৬৩১। অনুশীলনে করেছি ৬৩১.৭। অলিম্পিকে যদি ৬২৭ স্কোর করতে পারি, তাহলে আমার ফাইনালে খেলার সুযোগ থাকবে। মানসিকভাবে যদি ঠিক থাকি, তাহলে অবশ্যই ভালো কিছুর প্রত্যাশা আছে।’ অলিম্পিক যাত্রা নিয়ে আজ সংবাদ সম্মেলন করার কথা বিওএর।
টোকিও অলিম্পিকে অংশ নিতে পরশু সন্ধ্যায় রওনা দিচ্ছেন বাংলাদেশের অ্যাথলেটরা। কোচরা তো যাবেনই, যাচ্ছেন একদল কর্মকর্তাও। কোভিড ‘রেড জোনে’ থাকায় অলিম্পিক ভিলেজে তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ, ভারত, নেপালের মতো উপমহাদেশ থেকে যাওয়া অ্যাথলেটদের। এমনটাই আজকের পত্রিকাকে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সদস্য এবং অলিম্পিকে বাংলাদেশ দলের টিম লিডার এম বি সাইফ।
এবারের টোকিও অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ছয় অ্যাথলেট। আর্চারি থেকে রোমান সানা, দিয়া সিদ্দিকী; সাঁতারে আরিফুল ইসলাম ও লন্ডনপ্রবাসী জুনাইনা আহমেদ; অ্যাথলেটিকসে জহির রায়হান এবং শুটিংয়ের একমাত্র প্রতিনিধি হয়ে অলিম্পিকে খেলবেন কমনওয়েলথ গেমসে দুই রুপাজয়ী শুটার আব্দুল্লাহ হেল বাকি।
অলিম্পিকে যাওয়ার আগে করোনার টিকা নিয়েছেন অংশগ্রহণকারী অ্যাথলেটরা। তবু রেড জোনে থাকায় উপমহাদেশের অ্যাথলেটদের ওপর বাড়তি নজর থাকবে আয়োজকদের। তিন দিনের কোয়ারেন্টিনের পাশাপাশি প্রতিদিনই করোনা পরীক্ষা করা হবে খেলোয়াড়দের। সাঁতারু আরিফুল ইসলাম আছেন প্যারিসে। লন্ডন থেকে জুনাইনা টোকিও যাবেন ২৫ জুলাই। সাঁতারের ইভেন্ট শুরু হবে ৩০ জুলাই। ১৯ জুলাই রওনা দেওয়ার কথা থাকলেও আরিফ আগেই যেতে পারেন টোকিওতে।
দিয়ার আছে স্বপ্ন
অলিম্পিক-স্বপ্নে বাংলাদেশের তিরন্দাজদের অনুশীলনে ব্যাঘাত ঘটিয়েছে বর্ষা মৌসুম। ভরা বর্ষার সঙ্গে যোগ হয়েছে তীব্র গরম। বৈরী আবহাওয়ার সঙ্গে লড়াই করে অনুশীলন চালিয়ে গেছেন অলিম্পিকে অংশ নিতে যাওয়া দুই তিরন্দাজ রোমান ও দিয়া।
নিজ দেশের বৈরী আবহাওয়ায় অনুশীলনে একদিক দিয়ে লাভও দেখছেন দিয়া। গরম একটু বেশি হলেও টোকিওর আবহাওয়া অনেকটাই বাংলাদেশের মতো বলে জানিয়েছেন লোজান বিশ্বকাপে রুপাজয়ী এই তিরন্দাজ। দেশের হয়ে প্রথম অলিম্পিক পদক জয়ের স্বপ্ন থাকলেও মাটিতেই পা রাখছেন দিয়া, ‘লক্ষ্য অবশ্যই বড়। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে অলিম্পিকে বিশ্বের সেরা তিরন্দাজরা অংশ নেন। মোট ১৬৮ তিরন্দাজ খেলবেন অলিম্পিকে। পদক জেতা সেখানে কিন্তু বেশ কঠিন একটা কাজ হবে।’
বাকির মনোবিদ শরণ
২০১৪ ও ২০১৮ কমনওয়েলথ গেমসে টানা দুবার অল্পের জন্য সোনা জয়ের সুযোগ হাতছাড়া করেছিলেন শুটার আবদুল্লাহ হেল বাকি। অলিম্পিকে গিয়ে এবার যেন মনঃসংযোগ না হারান, সে লক্ষ্যে সপ্তাহে দুই দিন মনোবিদের সঙ্গে কাজ করেছেন দেশসেরা শুটার। প্রস্তুতি নিতে জার্মানি যেতে না পারার আক্ষেপ থাকলেও দেশে যেভাবে প্রস্তুতি নিয়েছেন তাতে খুশি বাকি, ‘১০ মিটার রাইফেলে বিশ্বরেকর্ড ৬৩১। অনুশীলনে করেছি ৬৩১.৭। অলিম্পিকে যদি ৬২৭ স্কোর করতে পারি, তাহলে আমার ফাইনালে খেলার সুযোগ থাকবে। মানসিকভাবে যদি ঠিক থাকি, তাহলে অবশ্যই ভালো কিছুর প্রত্যাশা আছে।’ অলিম্পিক যাত্রা নিয়ে আজ সংবাদ সম্মেলন করার কথা বিওএর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে