দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান, সেঞ্চুরির রেকর্ড তাঁর। তবু ১২ হাজার রান পূর্ণ না করতে পারার আফসোস নিয়ে আজ ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন তুষার ইমরান। বিদায়বেলায় ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এ ব্যাটার আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ফিরে দেখলেন দুই দশকের ক্যারিয়ারটা। সাক্ষাৎকার নিয়েছেন রানা আব্বাস।
রানা আব্বাস
প্রশ্ন: অবসরের ঘোষণা দিয়েছেন। বিদায়বেলায় যেটা হয়, নিশ্চয়ই আবেগতাড়িত হয়ে পড়ছেন?
তুষার ইমরান: এত বছরের ক্যারিয়ারের সমাপ্তি টানতে যাচ্ছি, আবেগ তো আছেই। বিদায়বেলায় একজনকে মিস করছি—প্রয়াত জালাল আহমেদ চৌধুরী স্যার। মনেপ্রাণে চেয়েছিলাম, তিনি যত অসুস্থই থাকুন না কেন, স্যারকে আমার বিদায়ের দিনে মাঠে নিয়ে যাব। সেটা আর সম্ভব হচ্ছে না। আমার ক্যারিয়ারে সবচেয়ে বড় অবদান স্যারের। না হলে হয়তো ক্রিকেটার না হয়ে হকি খেলোয়াড় হতাম। এক সময় ক্রিকেট ও হকি দুটিই খেলতাম।
প্রশ্ন: প্রায় দুই যুগের ক্যারিয়ার যদি ফিরে দেখেন, যাত্রাটা কেমন ছিল?
তুষার: ঘরোয়া ক্রিকেটে নিজেকে সফলই বলব। তবে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার নিয়ে অনেক অতৃপ্তি আছে। অল্প বয়সেই টেস্ট খেলে ফেলেছি। এখন যতটা টেস্ট বা বড় দৈর্ঘ্যের ক্রিকেট বুঝি, তখন ততটা আসলে বুঝতামও না। ঘরোয়া ক্রিকেটে কয়েকটা ম্যাচ ভালো খেলেই টেস্ট ক্রিকেটে সুযোগ পেয়েছিলাম। না বুঝেই খেলতে গিয়ে যেটা হয়েছে, ক্যারিয়ারই শেষ হয়ে গেছে! এখন যদিও এটা কমই হয়। একজন ভালো না করতে পারলে আবারও ফিরে আসার সুযোগ পায়। আমার ওই সময়ে এ সুযোগটা কমই ছিল। এখন রিপ্লেসমেন্ট তুলনামূলক অনেক কম, ঘুরেফিরে একই মুখ দেখা যায়।
প্রশ্ন: আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত না হতে পারায় নিজের দায় কতটা?
তুষার: তখন বছরে আন্তর্জাতিক সিরিজ কম হতো। দ্রুত কোচ পরিবর্তন হতো। একেক কোচের একেক পছন্দ। কেউ পছন্দ করতেন, কেউ করতেন না। নিজের ভেতর একটা ভাবনা কাজ করত, কোচ যদি পছন্দ না করেন, তাহলে আমার কী হবে? নিজেরও দোষ ছিল, ধারাবাহিক ভালো খেলতে পারিনি।
প্রশ্ন: গত পাঁচ-ছয় বছরে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলছিলেন। ২০১৭-১৮ সালের দিকে আপনার জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল। আপনার কি মনে হয়, তখন একটা সুযোগ পাওনা ছিল?
তুষার: হ্যাঁ, অবশ্যই। ২০০২ থেকে ২০০৭, এই সময়ে আমি যতবার বাদ পড়েছি, ততবার ভালো খেলে ফিরে এসেছি। ২০০৭ সালের পর এই সুযোগও আর পাইনি। ২০১৪-২০১৫ সালের পর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলেছি। ফেরার আশা, ইচ্ছাশক্তিও ছিল। পরে মনে হয়েছে, দেরি হয়ে গেছে। তারাও (নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট) আমাকে নিয়ে আর ভাবেনি।
প্রশ্ন: ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক ভালো করেও যখন নির্বাচকদের বিবেচনায় আসছিলেন না, তখন ঘরোয়া ক্রিকেটের মান নিয়েও প্রশ্ন হচ্ছিল। দেশের ঘরোয়া ক্রিকেট আসলে কতটা এগিয়েছে?
তুষার: ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা জিতছি উইকেটের সহায়তা নিয়ে। দেশের বাইরে গেলে বোঝা যায় আমাদের ঘরোয়া ক্রিকেট কতটা ভালো। এখানে উন্নতির অনেক জায়গা আছে। এখন উইকেটে একটু পরিবর্তন এসেছে বলে অনেক (প্রথম শ্রেণির) ম্যাচের ফল আসছে। আর আমাদের বোলারদের মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ঘণ্টায় কজন বোলার ১৪০ কিলোমিটারের গতিতে বোলিং করতে পারে? এখানে উন্নতি করতে হলে আরেকটু সময় দিতে হবে।
প্রশ্ন: ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য থাকবেই। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য একটু বেশিই। এটি কমাতে করণীয় কী?
তুষার: জাতীয় দলের খেলোয়াড়েরা সবাই খেললে মানটা বাড়বে। প্রতিদ্বন্দ্বিতা, পরিবেশ সবই বদলে যাবে। সাকিব, তামিম, মুশফিক, মোস্তাফিজেরা যদি নিয়মিত প্রথম শ্রেণির ম্যাচ খেলে, তখন বড় দৈর্ঘ্যের ক্রিকেটের চেহারা অন্যরকম হয়ে যাবে। ওরা লংগার ভার্সন খেলতেই চায় না। ওদের বোঝাতে হবে। দেশের ক্রিকেটের উন্নতিতেই ওদের খেলা খুব জরুরি। এখানে তাদেরও দায়িত্ব আছে। আর জাতীয় লিগ, বিসিএলের সূচিটাও সেভাবে করা উচিত যেন ওরা খেলতে পারে।
প্রশ্ন: খেলোয়াড়ি জীবন শেষ হচ্ছে। আপাতত পরিকল্পনা কী?
তুষার: কোচিংয়ের সঙ্গে যুক্ত আছি। খেলা ছাড়লেও ক্রিকেটের সঙ্গেই থাকছি।
প্রশ্ন: অবসরের ঘোষণা দিয়েছেন। বিদায়বেলায় যেটা হয়, নিশ্চয়ই আবেগতাড়িত হয়ে পড়ছেন?
তুষার ইমরান: এত বছরের ক্যারিয়ারের সমাপ্তি টানতে যাচ্ছি, আবেগ তো আছেই। বিদায়বেলায় একজনকে মিস করছি—প্রয়াত জালাল আহমেদ চৌধুরী স্যার। মনেপ্রাণে চেয়েছিলাম, তিনি যত অসুস্থই থাকুন না কেন, স্যারকে আমার বিদায়ের দিনে মাঠে নিয়ে যাব। সেটা আর সম্ভব হচ্ছে না। আমার ক্যারিয়ারে সবচেয়ে বড় অবদান স্যারের। না হলে হয়তো ক্রিকেটার না হয়ে হকি খেলোয়াড় হতাম। এক সময় ক্রিকেট ও হকি দুটিই খেলতাম।
প্রশ্ন: প্রায় দুই যুগের ক্যারিয়ার যদি ফিরে দেখেন, যাত্রাটা কেমন ছিল?
তুষার: ঘরোয়া ক্রিকেটে নিজেকে সফলই বলব। তবে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার নিয়ে অনেক অতৃপ্তি আছে। অল্প বয়সেই টেস্ট খেলে ফেলেছি। এখন যতটা টেস্ট বা বড় দৈর্ঘ্যের ক্রিকেট বুঝি, তখন ততটা আসলে বুঝতামও না। ঘরোয়া ক্রিকেটে কয়েকটা ম্যাচ ভালো খেলেই টেস্ট ক্রিকেটে সুযোগ পেয়েছিলাম। না বুঝেই খেলতে গিয়ে যেটা হয়েছে, ক্যারিয়ারই শেষ হয়ে গেছে! এখন যদিও এটা কমই হয়। একজন ভালো না করতে পারলে আবারও ফিরে আসার সুযোগ পায়। আমার ওই সময়ে এ সুযোগটা কমই ছিল। এখন রিপ্লেসমেন্ট তুলনামূলক অনেক কম, ঘুরেফিরে একই মুখ দেখা যায়।
প্রশ্ন: আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত না হতে পারায় নিজের দায় কতটা?
তুষার: তখন বছরে আন্তর্জাতিক সিরিজ কম হতো। দ্রুত কোচ পরিবর্তন হতো। একেক কোচের একেক পছন্দ। কেউ পছন্দ করতেন, কেউ করতেন না। নিজের ভেতর একটা ভাবনা কাজ করত, কোচ যদি পছন্দ না করেন, তাহলে আমার কী হবে? নিজেরও দোষ ছিল, ধারাবাহিক ভালো খেলতে পারিনি।
প্রশ্ন: গত পাঁচ-ছয় বছরে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলছিলেন। ২০১৭-১৮ সালের দিকে আপনার জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল। আপনার কি মনে হয়, তখন একটা সুযোগ পাওনা ছিল?
তুষার: হ্যাঁ, অবশ্যই। ২০০২ থেকে ২০০৭, এই সময়ে আমি যতবার বাদ পড়েছি, ততবার ভালো খেলে ফিরে এসেছি। ২০০৭ সালের পর এই সুযোগও আর পাইনি। ২০১৪-২০১৫ সালের পর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলেছি। ফেরার আশা, ইচ্ছাশক্তিও ছিল। পরে মনে হয়েছে, দেরি হয়ে গেছে। তারাও (নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট) আমাকে নিয়ে আর ভাবেনি।
প্রশ্ন: ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক ভালো করেও যখন নির্বাচকদের বিবেচনায় আসছিলেন না, তখন ঘরোয়া ক্রিকেটের মান নিয়েও প্রশ্ন হচ্ছিল। দেশের ঘরোয়া ক্রিকেট আসলে কতটা এগিয়েছে?
তুষার: ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা জিতছি উইকেটের সহায়তা নিয়ে। দেশের বাইরে গেলে বোঝা যায় আমাদের ঘরোয়া ক্রিকেট কতটা ভালো। এখানে উন্নতির অনেক জায়গা আছে। এখন উইকেটে একটু পরিবর্তন এসেছে বলে অনেক (প্রথম শ্রেণির) ম্যাচের ফল আসছে। আর আমাদের বোলারদের মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ঘণ্টায় কজন বোলার ১৪০ কিলোমিটারের গতিতে বোলিং করতে পারে? এখানে উন্নতি করতে হলে আরেকটু সময় দিতে হবে।
প্রশ্ন: ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য থাকবেই। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য একটু বেশিই। এটি কমাতে করণীয় কী?
তুষার: জাতীয় দলের খেলোয়াড়েরা সবাই খেললে মানটা বাড়বে। প্রতিদ্বন্দ্বিতা, পরিবেশ সবই বদলে যাবে। সাকিব, তামিম, মুশফিক, মোস্তাফিজেরা যদি নিয়মিত প্রথম শ্রেণির ম্যাচ খেলে, তখন বড় দৈর্ঘ্যের ক্রিকেটের চেহারা অন্যরকম হয়ে যাবে। ওরা লংগার ভার্সন খেলতেই চায় না। ওদের বোঝাতে হবে। দেশের ক্রিকেটের উন্নতিতেই ওদের খেলা খুব জরুরি। এখানে তাদেরও দায়িত্ব আছে। আর জাতীয় লিগ, বিসিএলের সূচিটাও সেভাবে করা উচিত যেন ওরা খেলতে পারে।
প্রশ্ন: খেলোয়াড়ি জীবন শেষ হচ্ছে। আপাতত পরিকল্পনা কী?
তুষার: কোচিংয়ের সঙ্গে যুক্ত আছি। খেলা ছাড়লেও ক্রিকেটের সঙ্গেই থাকছি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫