বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের পারফরম্যান্সে যে প্রভাব পড়ে তা সত্যি। সেটা তরুণ থেকে পরিণত বয়সের ক্ষেত্রেই হোক আর ক্যারিয়ারের শেষ লগ্নেই। খেলার পারফরম্যান্সে ছাপ থাকবেই। লিওনেল মেসিও এর ব্যতিক্রম নন।
তাই বলে মেসির মতো একজন কিংবদন্তিকে সাধারণ খেলোয়াড়ের সঙ্গে তুলনা! জি, এই তুলনাই করেছেন ক্রুজ আজুলের কোচ রিকার্দো ফেরাত্তি। দলটির ডিফেন্সিভ মিডফিল্ডার এরিক লিরা এমনটিই জানিয়েছেন।
ফেরাত্তির কথা উদ্ধৃত করে লিরা বলেছেন, ‘যেহেতু তার দুটি পা ও চোখ রয়েছে, সেহেতু সেও সাধারণ একজন খেলোয়াড়ের মতোই। এটি একটি দুর্দান্ত সুযোগ। এটি একটি নতুন টুর্নামেন্ট, আমাদের জয়ের লক্ষ্যে লড়াই করতে হবে। কিন্তু সত্য হচ্ছে, এটা আমাদের জন্য আরেকটি ম্যাচ। ফেরাত্তি আমাদের বলেছেন যে সাধারণ একজন খেলোয়াড়ের মতো মেসিও। স্পষ্টত সে কিছুটা প্রভাবশালী, তবে আমরা জিততে যাচ্ছি।’
ইন্টার মিয়ামির সঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিক চুক্তি হয়নি মেসির। জানা যাচ্ছে, ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচের আগেই চুক্তির কাজ সম্পন্ন করবে দুই পক্ষই। ২১ জুলাইয়ের ম্যাচ দিয়েই অভিষেক হওয়ার কথা আলবিসেলেস্তাদের অধিনায়কের। লিগ কাপের ম্যাচটি ডিভিআর পিএনকে স্টেডিয়ামে হবে।
ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছানোয় আগের মতো হয়তো গতি ও ড্রিবলিং দেখা যায় না মেসির পায়েও। তবে মাঝে মাঝে যা দেখান তা অবিশ্বাস্য। এমনি এমনি তো আর কিংবদন্তি হননি তিনি। খেলায় কিছুটা ছাপ পড়লেও ভুলে গেলে চলবে না, শেষের সময়ই আজন্ম স্বপ্ন পূরণ করেছেন তিনি। সামনে থেকে নেতৃত্ব দিয়েই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার প্রহরের ইতি টেনেছেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী।
মহাদেশ পরিবর্তন করলেই খেলার মান নিম্নগামী হবে এমনটা ভাবারও কোনো কারণ নেই। তবে পরিবেশ, কৌশল এবং নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগতে পারে। তাই বলে শেষ হয়ে গেছেন এমনটা নয়। কিংবা অন্য কোনো সাধারণ ফুটবলারের মতো মেসির পারফরম্যান্স হবে, এটা বলাটা একটু বেশিই বাড়াবাড়ি। এখনো আর্জেন্টাইন জাদুকরকে আটকাতে প্রতিপক্ষ কোচদের কৌশল সাজাতে গিয়ে ঘাম ছুটে যায়। আর সেখানে সাবেক বার্সেলোনা প্লেমেকারকে সাধারণ একজন খেলোয়াড়ের সঙ্গেই তুলনা করলেন ক্রুজ আজুলের কোচ ফেরাত্তি।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের পারফরম্যান্সে যে প্রভাব পড়ে তা সত্যি। সেটা তরুণ থেকে পরিণত বয়সের ক্ষেত্রেই হোক আর ক্যারিয়ারের শেষ লগ্নেই। খেলার পারফরম্যান্সে ছাপ থাকবেই। লিওনেল মেসিও এর ব্যতিক্রম নন।
তাই বলে মেসির মতো একজন কিংবদন্তিকে সাধারণ খেলোয়াড়ের সঙ্গে তুলনা! জি, এই তুলনাই করেছেন ক্রুজ আজুলের কোচ রিকার্দো ফেরাত্তি। দলটির ডিফেন্সিভ মিডফিল্ডার এরিক লিরা এমনটিই জানিয়েছেন।
ফেরাত্তির কথা উদ্ধৃত করে লিরা বলেছেন, ‘যেহেতু তার দুটি পা ও চোখ রয়েছে, সেহেতু সেও সাধারণ একজন খেলোয়াড়ের মতোই। এটি একটি দুর্দান্ত সুযোগ। এটি একটি নতুন টুর্নামেন্ট, আমাদের জয়ের লক্ষ্যে লড়াই করতে হবে। কিন্তু সত্য হচ্ছে, এটা আমাদের জন্য আরেকটি ম্যাচ। ফেরাত্তি আমাদের বলেছেন যে সাধারণ একজন খেলোয়াড়ের মতো মেসিও। স্পষ্টত সে কিছুটা প্রভাবশালী, তবে আমরা জিততে যাচ্ছি।’
ইন্টার মিয়ামির সঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিক চুক্তি হয়নি মেসির। জানা যাচ্ছে, ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচের আগেই চুক্তির কাজ সম্পন্ন করবে দুই পক্ষই। ২১ জুলাইয়ের ম্যাচ দিয়েই অভিষেক হওয়ার কথা আলবিসেলেস্তাদের অধিনায়কের। লিগ কাপের ম্যাচটি ডিভিআর পিএনকে স্টেডিয়ামে হবে।
ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছানোয় আগের মতো হয়তো গতি ও ড্রিবলিং দেখা যায় না মেসির পায়েও। তবে মাঝে মাঝে যা দেখান তা অবিশ্বাস্য। এমনি এমনি তো আর কিংবদন্তি হননি তিনি। খেলায় কিছুটা ছাপ পড়লেও ভুলে গেলে চলবে না, শেষের সময়ই আজন্ম স্বপ্ন পূরণ করেছেন তিনি। সামনে থেকে নেতৃত্ব দিয়েই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার প্রহরের ইতি টেনেছেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী।
মহাদেশ পরিবর্তন করলেই খেলার মান নিম্নগামী হবে এমনটা ভাবারও কোনো কারণ নেই। তবে পরিবেশ, কৌশল এবং নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগতে পারে। তাই বলে শেষ হয়ে গেছেন এমনটা নয়। কিংবা অন্য কোনো সাধারণ ফুটবলারের মতো মেসির পারফরম্যান্স হবে, এটা বলাটা একটু বেশিই বাড়াবাড়ি। এখনো আর্জেন্টাইন জাদুকরকে আটকাতে প্রতিপক্ষ কোচদের কৌশল সাজাতে গিয়ে ঘাম ছুটে যায়। আর সেখানে সাবেক বার্সেলোনা প্লেমেকারকে সাধারণ একজন খেলোয়াড়ের সঙ্গেই তুলনা করলেন ক্রুজ আজুলের কোচ ফেরাত্তি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫