গোল, পাল্টা গোল, দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচে ফেরা, অফসাইডে বাতিল হওয়ার পর গোল হওয়া-একের পর এক নাটক হয়েছে সার্বিয়া-ক্যামেরুন ম্যাচে। সব ছাপিয়ে ম্যাচটা ভরপুর বিনোদন উপহার দিয়েছে মাঠে খেলা দেখতে আসা দর্শকদের। ৬ গোলের রোমাঞ্চে কেউ কাউকে হারাতে পারেনি দুই দল।
যার যার প্রথম ম্যাচে হার দেখেছিল সার্বিয়া ও ক্যামেরুন। ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছিল সার্বরা। ক্যামেরুন সুইজারল্যান্ডের কাছে হেরেছিল ১-০ গোলে। বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে আল জানুব স্টেডিয়ামে জয়টা বড় দরকার ছিল দুই দলেরই। হার না মানা লড়াই উপহার দিয়ে ৩-৩ গোলে ড্র হয়েছে সার্বিয়া-ক্যামেরুন ম্যাচ। ড্র হলেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ আছে দুই দলের সামনেই। তবে শেষ ম্যাচটা জিততেই হবে তাদের।
রোমাঞ্চে ভরা ম্যাচ, শুরুতেই হয়েছে একদফা নাটক। ম্যাচের আগে শৃঙ্খলাজনিত কারণে নিয়মিত গোলরক্ষক আন্দ্রে ওনানাকে দলের বাইরে রাখেন ক্যামেরুন কোচ রিগোবার্ট সং। ক্যামেরুন খেলেছে তাদের দ্বিতীয় গোলরক্ষক ডেভিস এপাসিকে নিয়ে।
নিয়মিত গোলরক্ষক না থাকায় শুরু থেকেই সার্বদের আক্রমণের মুখে পড়ে ক্যামেরুন। ১০ মিনিটে বক্সের ভেতর আলেক্সান্ডার মিত্রোভিচের শট ফেরে পোস্টে লেগে। ১৭ মিনিটে এই মিত্রোভিচই করেছেন গোলের দারুণ সুযোগ নষ্ট। একবারে পোস্টের মুখে বল পেয়ে শট নিয়েছেন পোস্টের বাইরে।
ক্যামেরুন তাদের প্রথম সুযোগ নষ্ট করে ১৯ মিনিটে। ডান প্রান্ত থেকে ব্রায়ান এমবেউমোর শট ফেরান সার্ব গোলরক্ষক মিলিনকোভিচ-সাভিচ।
সার্বিয়া যখন গোলের সুযোগ নষ্টে ব্যস্ত তখন ২৯ মিনিটে ক্যামেরুনকে এগিয়ে দেন চার্লস কাস্তেলেত্তো। কর্নার থেকে উড়ে আসা বলে একেবারেই অরক্ষিত ছিলেন এই ডিফেন্ডার। সতীর্থরা হেড নিতে না পারলেও প্রথম সুযোগেই ভলিতে বল জালে জড়ান তিনি। ২০১৪ বিশ্বকাপের পর ম্যাচে এই প্রথম গোল পেল ক্যামেরুন।
গোল দিয়েই যেন সার্বিয়ান খেলোয়াড়দের তাঁতিয়ে দেয় ক্যামেরুন। দুই মিনিটের ঝড়ে দুই গোল তুলে নেয় সার্বরা। প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথম গোল তাদের। দুসান তাদিচের ফ্রি–কিক থেকে হেডে স্ত্রাহিনিয়া পাভলোভিচ হার মানান ডেভিস এপাসিকে। দুই মিনিট পরই ব্যবধান বড় করেন সের্গেই মিলিনকোভিচ-সাভিচ। ক্যামেরুনের রক্ষণের ফাঁক খুঁজে নিয়ে বক্সের বাইরে শট নেন সাভিচ। নিখুঁত মাপের সেই শট ফেরাতে পারেননি এপাসি।
দ্বিতীয়ার্ধে আবারও গোল সার্বিয়ার। এবার ক্যামেরুন রক্ষণকে একপ্রকার তাচ্ছিল্য করেই গোল তুলে নেন আলেক্সান্ডার মিত্রোভিচ। ক্যামেরুন ডিফেন্ডারদের দর্শক বানিয়ে ৫৩ মিনিটে নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে জায়গা বের করে নেন সার্ব ফরোয়ার্ডরা। গোলপোস্টে এমনভাবে দাঁড়িয়ে ছিলেন মিত্রোভিচ যে তাঁকে খেয়ালই করেননি ক্যামেরুনের দুই ডিফেন্ডার। আন্দ্রিয়া জিভকোভিচের পাস খুঁজে নেয় মিত্রোভিচকে। ধীরেসুস্থে বল জালে জড়ান ফুলহ্যাম তারকা।
সার্বিয়ানদের মতো দুই মিনিটের ঝড়ে ম্যাচে সমতায় ফেরে ক্যামেরুন। মাঝমাঠ থেকে চার্লস কাস্তেলেত্তোর বাড়ানো বলে ৬৪ মিনিটে বল জালে জড়ান ভিনসেন্ট আবুবকর। সামনে এগিয়ে এসেছিলেন সার্ব গোলরক্ষক মিলিনকোভিচ-সাভিচ। তাঁর মাথার ওপর দিয়ে লবে গোল করেন আবুবকর। গোল করার পর অফসাইড ভেবে নিজেই উদ্যাপন করা থামিয়ে দেন তিনি। রেফারিও দিয়েছিলেন অফসাইডের সিদ্ধান্ত। পরে ভিএআরে আবুবকরের অবস্থান নিয়ে ধোঁয়াশা থাকলেও গোলের সিদ্ধান্ত দেন রেফারি। অফসাইডের পর গোল হওয়ার ঘটনা এবারই প্রথম।
দুই মিনিট পরই সার্ব শিবিরকে চমকে দেয় ক্যামেরুন। গোলদাতা আবুবকর এবার সহযোগীর ভূমিকায়। এবারও মাঝ মাঠ থেকে বল পেয়েছিলেন আবুবকর। তাঁর পাসেই বক্সের সামনে বল পান ম্যাক্সিম চুপো-মোতিং। হার মানান মিলিনকোভিচ-সাভিচকে। সার্বিয়ানরা আবেদন জানিয়েছিল অফসাইডের। তবে এবারও প্রযুক্তির সুবিধা পেয়েছে ক্যামেরুন।
৮৯ মিনিটে আবারও ভালো সুযোগ পেয়েছিলেন মিত্রোভিচ। বক্সের ভেতর বল পেয়েও শট নিয়েছেন সার্ব স্ট্রাইকার। ম্যাচে মিত্রোভিচের একাধিক সুযোগ নষ্ট করাটাই শেষ পর্যন্ত গড়ে দিয়েছে পার্থক্য।
গোল, পাল্টা গোল, দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচে ফেরা, অফসাইডে বাতিল হওয়ার পর গোল হওয়া-একের পর এক নাটক হয়েছে সার্বিয়া-ক্যামেরুন ম্যাচে। সব ছাপিয়ে ম্যাচটা ভরপুর বিনোদন উপহার দিয়েছে মাঠে খেলা দেখতে আসা দর্শকদের। ৬ গোলের রোমাঞ্চে কেউ কাউকে হারাতে পারেনি দুই দল।
যার যার প্রথম ম্যাচে হার দেখেছিল সার্বিয়া ও ক্যামেরুন। ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছিল সার্বরা। ক্যামেরুন সুইজারল্যান্ডের কাছে হেরেছিল ১-০ গোলে। বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে আল জানুব স্টেডিয়ামে জয়টা বড় দরকার ছিল দুই দলেরই। হার না মানা লড়াই উপহার দিয়ে ৩-৩ গোলে ড্র হয়েছে সার্বিয়া-ক্যামেরুন ম্যাচ। ড্র হলেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ আছে দুই দলের সামনেই। তবে শেষ ম্যাচটা জিততেই হবে তাদের।
রোমাঞ্চে ভরা ম্যাচ, শুরুতেই হয়েছে একদফা নাটক। ম্যাচের আগে শৃঙ্খলাজনিত কারণে নিয়মিত গোলরক্ষক আন্দ্রে ওনানাকে দলের বাইরে রাখেন ক্যামেরুন কোচ রিগোবার্ট সং। ক্যামেরুন খেলেছে তাদের দ্বিতীয় গোলরক্ষক ডেভিস এপাসিকে নিয়ে।
নিয়মিত গোলরক্ষক না থাকায় শুরু থেকেই সার্বদের আক্রমণের মুখে পড়ে ক্যামেরুন। ১০ মিনিটে বক্সের ভেতর আলেক্সান্ডার মিত্রোভিচের শট ফেরে পোস্টে লেগে। ১৭ মিনিটে এই মিত্রোভিচই করেছেন গোলের দারুণ সুযোগ নষ্ট। একবারে পোস্টের মুখে বল পেয়ে শট নিয়েছেন পোস্টের বাইরে।
ক্যামেরুন তাদের প্রথম সুযোগ নষ্ট করে ১৯ মিনিটে। ডান প্রান্ত থেকে ব্রায়ান এমবেউমোর শট ফেরান সার্ব গোলরক্ষক মিলিনকোভিচ-সাভিচ।
সার্বিয়া যখন গোলের সুযোগ নষ্টে ব্যস্ত তখন ২৯ মিনিটে ক্যামেরুনকে এগিয়ে দেন চার্লস কাস্তেলেত্তো। কর্নার থেকে উড়ে আসা বলে একেবারেই অরক্ষিত ছিলেন এই ডিফেন্ডার। সতীর্থরা হেড নিতে না পারলেও প্রথম সুযোগেই ভলিতে বল জালে জড়ান তিনি। ২০১৪ বিশ্বকাপের পর ম্যাচে এই প্রথম গোল পেল ক্যামেরুন।
গোল দিয়েই যেন সার্বিয়ান খেলোয়াড়দের তাঁতিয়ে দেয় ক্যামেরুন। দুই মিনিটের ঝড়ে দুই গোল তুলে নেয় সার্বরা। প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথম গোল তাদের। দুসান তাদিচের ফ্রি–কিক থেকে হেডে স্ত্রাহিনিয়া পাভলোভিচ হার মানান ডেভিস এপাসিকে। দুই মিনিট পরই ব্যবধান বড় করেন সের্গেই মিলিনকোভিচ-সাভিচ। ক্যামেরুনের রক্ষণের ফাঁক খুঁজে নিয়ে বক্সের বাইরে শট নেন সাভিচ। নিখুঁত মাপের সেই শট ফেরাতে পারেননি এপাসি।
দ্বিতীয়ার্ধে আবারও গোল সার্বিয়ার। এবার ক্যামেরুন রক্ষণকে একপ্রকার তাচ্ছিল্য করেই গোল তুলে নেন আলেক্সান্ডার মিত্রোভিচ। ক্যামেরুন ডিফেন্ডারদের দর্শক বানিয়ে ৫৩ মিনিটে নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে জায়গা বের করে নেন সার্ব ফরোয়ার্ডরা। গোলপোস্টে এমনভাবে দাঁড়িয়ে ছিলেন মিত্রোভিচ যে তাঁকে খেয়ালই করেননি ক্যামেরুনের দুই ডিফেন্ডার। আন্দ্রিয়া জিভকোভিচের পাস খুঁজে নেয় মিত্রোভিচকে। ধীরেসুস্থে বল জালে জড়ান ফুলহ্যাম তারকা।
সার্বিয়ানদের মতো দুই মিনিটের ঝড়ে ম্যাচে সমতায় ফেরে ক্যামেরুন। মাঝমাঠ থেকে চার্লস কাস্তেলেত্তোর বাড়ানো বলে ৬৪ মিনিটে বল জালে জড়ান ভিনসেন্ট আবুবকর। সামনে এগিয়ে এসেছিলেন সার্ব গোলরক্ষক মিলিনকোভিচ-সাভিচ। তাঁর মাথার ওপর দিয়ে লবে গোল করেন আবুবকর। গোল করার পর অফসাইড ভেবে নিজেই উদ্যাপন করা থামিয়ে দেন তিনি। রেফারিও দিয়েছিলেন অফসাইডের সিদ্ধান্ত। পরে ভিএআরে আবুবকরের অবস্থান নিয়ে ধোঁয়াশা থাকলেও গোলের সিদ্ধান্ত দেন রেফারি। অফসাইডের পর গোল হওয়ার ঘটনা এবারই প্রথম।
দুই মিনিট পরই সার্ব শিবিরকে চমকে দেয় ক্যামেরুন। গোলদাতা আবুবকর এবার সহযোগীর ভূমিকায়। এবারও মাঝ মাঠ থেকে বল পেয়েছিলেন আবুবকর। তাঁর পাসেই বক্সের সামনে বল পান ম্যাক্সিম চুপো-মোতিং। হার মানান মিলিনকোভিচ-সাভিচকে। সার্বিয়ানরা আবেদন জানিয়েছিল অফসাইডের। তবে এবারও প্রযুক্তির সুবিধা পেয়েছে ক্যামেরুন।
৮৯ মিনিটে আবারও ভালো সুযোগ পেয়েছিলেন মিত্রোভিচ। বক্সের ভেতর বল পেয়েও শট নিয়েছেন সার্ব স্ট্রাইকার। ম্যাচে মিত্রোভিচের একাধিক সুযোগ নষ্ট করাটাই শেষ পর্যন্ত গড়ে দিয়েছে পার্থক্য।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে