লিওনেল মেসি, আর্লিং হালান্ড—এ দুই তারকা ফুটবলারের কাছে গত এক বছর কেটেছে স্বপ্নের মতো। সবচেয়ে আরাধ্য ট্রফি বিশ্বকাপ গত ডিসেম্বরে জিতেছেন মেসি। এর পরই একের পর এক পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। অন্যদিকে ক্যারিয়ারে প্রথমবারের মতো ট্রেবল জিতেছেন হালান্ড। তাঁরা দুজনই ২০২৩ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন।
২০২৩ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা গত রাতে প্রকাশ করা হয়েছে। ছেলেদের মধ্যে ৩০ জন ফুটবলার আছেন এই তালিকায়। তার মধ্যে এগিয়ে আছেন মেসি ও হালান্ড। কাতারে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার জার্সিতে তিনটি শিরোপাজয়ের রেকর্ড গড়েন মেসি। পিএসজির হয়ে ২০২২-২৩ মৌসুমের লিগ ওয়ান জিতেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী এখন খেলছেন ইন্টার মায়ামির হয়ে। আর হালান্ড ২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটিতে এসেই রেকর্ডের পর রেকর্ড গড়েছেন। গত মৌসুমে ৫৩ ম্যাচ খেলে করেছেন ৫২ গোল। ম্যানচেস্টার সিটিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতাতে অবদান রেখেছেন নরওয়ের এই স্ট্রাইকার।
হালান্ডের সঙ্গে কেভিন ডি ব্রুইন, হুলিয়ান আলভারেজ, রুবেন দিয়াস, বার্নার্দো সিলভা, জোস্কো গাভারদিওল—ম্যান সিটির এই ছয় ফুটবলার মনোনয়ন পেয়েছেন ২০২৩ ব্যালন ডি’অর। জার্মানির আরবি লাইপজিগ থেকে এবার সিটিতে এসেছেন তিনি। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করা রদ্রি সিটি থেকে চলে গেছেন বার্সেলোনায়। এই তালিকায় আছেন নাপোলিকে ৩৩ বছর সিরি ‘আ’ জেতানো ভিক্টর ওসিমেন। গত মৌসুমের সিরি ‘আ’তে সর্বোচ্চ ২৬ গোল করেন তিনি। গত মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা (২৩) রবার্ট লেভানডফস্কি আছেন এই তালিকায়। চার বছর পর লা লিগা জয়ের স্বাদ পেয়েছিল বার্সা। কাতার বিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ী কিলিয়ান এমবাপ্পেও আছেন এই সংক্ষিপ্ত তালিকায়।
অন্যদিকে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের মতো দুই তারকা ফুটবলার। রোনালদো এ বছর থেকে খেলছেন আল নাসরে। তাছাড়া সম্পর্কে ফাটল ধরায় ম্যানচেস্টার ইউনাইটেড তাঁর চুক্তিও বাতিল করেছিল। সেই ম্যান ইউনাইটেড ২০২২-২৩ মৌসুমের কারাবাও কাপ জিতেছে। অন্যদিকে পিএসজি লিগ ওয়ান জিতলেও নেইমারের জায়গা হয়নি। চোটে পড়ায় অধিকাংশ ম্যাচ মিস করেছেন তিনি।
লিওনেল মেসি, আর্লিং হালান্ড—এ দুই তারকা ফুটবলারের কাছে গত এক বছর কেটেছে স্বপ্নের মতো। সবচেয়ে আরাধ্য ট্রফি বিশ্বকাপ গত ডিসেম্বরে জিতেছেন মেসি। এর পরই একের পর এক পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। অন্যদিকে ক্যারিয়ারে প্রথমবারের মতো ট্রেবল জিতেছেন হালান্ড। তাঁরা দুজনই ২০২৩ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন।
২০২৩ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা গত রাতে প্রকাশ করা হয়েছে। ছেলেদের মধ্যে ৩০ জন ফুটবলার আছেন এই তালিকায়। তার মধ্যে এগিয়ে আছেন মেসি ও হালান্ড। কাতারে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার জার্সিতে তিনটি শিরোপাজয়ের রেকর্ড গড়েন মেসি। পিএসজির হয়ে ২০২২-২৩ মৌসুমের লিগ ওয়ান জিতেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী এখন খেলছেন ইন্টার মায়ামির হয়ে। আর হালান্ড ২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটিতে এসেই রেকর্ডের পর রেকর্ড গড়েছেন। গত মৌসুমে ৫৩ ম্যাচ খেলে করেছেন ৫২ গোল। ম্যানচেস্টার সিটিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতাতে অবদান রেখেছেন নরওয়ের এই স্ট্রাইকার।
হালান্ডের সঙ্গে কেভিন ডি ব্রুইন, হুলিয়ান আলভারেজ, রুবেন দিয়াস, বার্নার্দো সিলভা, জোস্কো গাভারদিওল—ম্যান সিটির এই ছয় ফুটবলার মনোনয়ন পেয়েছেন ২০২৩ ব্যালন ডি’অর। জার্মানির আরবি লাইপজিগ থেকে এবার সিটিতে এসেছেন তিনি। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করা রদ্রি সিটি থেকে চলে গেছেন বার্সেলোনায়। এই তালিকায় আছেন নাপোলিকে ৩৩ বছর সিরি ‘আ’ জেতানো ভিক্টর ওসিমেন। গত মৌসুমের সিরি ‘আ’তে সর্বোচ্চ ২৬ গোল করেন তিনি। গত মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা (২৩) রবার্ট লেভানডফস্কি আছেন এই তালিকায়। চার বছর পর লা লিগা জয়ের স্বাদ পেয়েছিল বার্সা। কাতার বিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ী কিলিয়ান এমবাপ্পেও আছেন এই সংক্ষিপ্ত তালিকায়।
অন্যদিকে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের মতো দুই তারকা ফুটবলার। রোনালদো এ বছর থেকে খেলছেন আল নাসরে। তাছাড়া সম্পর্কে ফাটল ধরায় ম্যানচেস্টার ইউনাইটেড তাঁর চুক্তিও বাতিল করেছিল। সেই ম্যান ইউনাইটেড ২০২২-২৩ মৌসুমের কারাবাও কাপ জিতেছে। অন্যদিকে পিএসজি লিগ ওয়ান জিতলেও নেইমারের জায়গা হয়নি। চোটে পড়ায় অধিকাংশ ম্যাচ মিস করেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫