ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আগেই বলেছিলেন, চিলির বিপক্ষে সুযোগ দেবেন নতুনদের। যেই কথা, সেই কাজ। অভিষেক করালেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর। ১৭ বছর বয়সী এই মিডফিল্ডার অভিষেকে গড়লেন কীর্তি, একইসঙ্গে তাঁর দুয়ারে কড়া নাড়ছে রিয়াল মাদ্রিদও।
চিলির বিপক্ষে আজ ১-০ গোলে জয়ের ম্যাচে ৮৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ফ্রাঙ্কো। প্রতিযোগিতামূলক ম্যাচে তাঁর চেয়ে কম বয়সে (১৭ বছর ২৯৫ দিন) অভিষেক হয়নি আর কোনো আর্জেন্টাইন ফুটবলারের। সাড়ে ৪ কোটি ডলারে ৬ বছরের চুক্তিতে তাঁকে দলে ভেড়াচ্ছে রিয়াল। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন ফ্রাঙ্কোর বর্তমান ক্লাব রিভার প্লেটের এক মুখপাত্র।
গত বছরের জানুয়ারিতে রিভার প্লেটের জার্সিতে অভিষেক হয় ফ্রাঙ্কোর। প্রতিভা বিচ্ছুরণ ঘটিয়ে দেখাতে থাকেন ভবিষ্যতের স্বপ্ন। মূল একাদশেও জায়গা পাকা করেন দ্রুতই। বাঁ পায়ে সৌরভ ছড়ানো এই ফুটবলারকে নিয়ে রিভার প্লেটের মুখপাত্র বলেন, ‘চুক্তি প্রায় চূড়ান্ত। এখন শুধু কয়েকটি বিষয়ে সমঝোতা বাকি আছে।’
গত এপ্রিলে সুপারক্লাসিকোতে বোকা জুনিয়র্সের বিপক্ষে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করে আলোড়ন ফেলে দেন ফ্রাঙ্কো। রিয়াল তো বটেই ম্যানচেস্টার ইউনাইটেড ও সদ্য চ্যাম্পিয়নস লিগ জেতা পিএসজিও তাঁর পিছু নিতে শুরু করে। তবে দিনশেষে সফল হলো রিয়ালই।
২০১৪ সালে আনহেল দি মারিয়া চলে যাওয়ার পর রিয়াল আর কোনো আর্জেন্টাইন ফুটবলার দলে ভেড়ায়নি। ফ্রাঙ্কোকে দিয়ে কাটতে যাচ্ছে সেই খরা। তবে ১৭ বছর বয়সী ফরোয়ার্ড কবে যোগ দেবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর মতে, রিভার প্লেট ফ্রাঙ্কোকে ডিসেম্বর পর্যন্ত ধারে রেখে দিতে চায়, যাতে সে ক্লাবের হয়ে কোপা লিবার্তাদোরেস খেলতে পারে।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আগেই বলেছিলেন, চিলির বিপক্ষে সুযোগ দেবেন নতুনদের। যেই কথা, সেই কাজ। অভিষেক করালেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর। ১৭ বছর বয়সী এই মিডফিল্ডার অভিষেকে গড়লেন কীর্তি, একইসঙ্গে তাঁর দুয়ারে কড়া নাড়ছে রিয়াল মাদ্রিদও।
চিলির বিপক্ষে আজ ১-০ গোলে জয়ের ম্যাচে ৮৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ফ্রাঙ্কো। প্রতিযোগিতামূলক ম্যাচে তাঁর চেয়ে কম বয়সে (১৭ বছর ২৯৫ দিন) অভিষেক হয়নি আর কোনো আর্জেন্টাইন ফুটবলারের। সাড়ে ৪ কোটি ডলারে ৬ বছরের চুক্তিতে তাঁকে দলে ভেড়াচ্ছে রিয়াল। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন ফ্রাঙ্কোর বর্তমান ক্লাব রিভার প্লেটের এক মুখপাত্র।
গত বছরের জানুয়ারিতে রিভার প্লেটের জার্সিতে অভিষেক হয় ফ্রাঙ্কোর। প্রতিভা বিচ্ছুরণ ঘটিয়ে দেখাতে থাকেন ভবিষ্যতের স্বপ্ন। মূল একাদশেও জায়গা পাকা করেন দ্রুতই। বাঁ পায়ে সৌরভ ছড়ানো এই ফুটবলারকে নিয়ে রিভার প্লেটের মুখপাত্র বলেন, ‘চুক্তি প্রায় চূড়ান্ত। এখন শুধু কয়েকটি বিষয়ে সমঝোতা বাকি আছে।’
গত এপ্রিলে সুপারক্লাসিকোতে বোকা জুনিয়র্সের বিপক্ষে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করে আলোড়ন ফেলে দেন ফ্রাঙ্কো। রিয়াল তো বটেই ম্যানচেস্টার ইউনাইটেড ও সদ্য চ্যাম্পিয়নস লিগ জেতা পিএসজিও তাঁর পিছু নিতে শুরু করে। তবে দিনশেষে সফল হলো রিয়ালই।
২০১৪ সালে আনহেল দি মারিয়া চলে যাওয়ার পর রিয়াল আর কোনো আর্জেন্টাইন ফুটবলার দলে ভেড়ায়নি। ফ্রাঙ্কোকে দিয়ে কাটতে যাচ্ছে সেই খরা। তবে ১৭ বছর বয়সী ফরোয়ার্ড কবে যোগ দেবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর মতে, রিভার প্লেট ফ্রাঙ্কোকে ডিসেম্বর পর্যন্ত ধারে রেখে দিতে চায়, যাতে সে ক্লাবের হয়ে কোপা লিবার্তাদোরেস খেলতে পারে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫