রোমাঞ্চকর জয়ে বছর শেষ করল চেলসি। প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থেকেও স্বস্তিতে থাকতে পারেনি ব্লুজরা। লুটন টাউন ঘরের সমর্থকদের সামনে যেভাবে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিল, শেষদিকে দুশ্চিন্তা পেয়ে বসে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের।
শেষ মুহূর্তে ৭ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করতে বসেছিল চেলসি। তবে বাকি সময় রক্ষণ আগলে রেখে তিন পয়েন্ট আদায় করে নিয়েছে তারা। কোল পালমারের জোড়া গোলে পচেত্তিনোর দল জিতেছে ৩-২ গোলে। প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা দুই জয় পাওয়া চেলসির পয়েন্ট ২০ ম্যাচে ২৮, তালিকায় আছে ১০ নম্বরে। লুটন ১৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে।
নতুন বছরে চেলসি প্রথম ম্যাচ খেলবে নিজেদের মাঠ ৬ জানুয়ারি স্টামফোর্ড ব্রিজে, প্রিস্টনের সঙ্গে। তবে সেটি লিগে নয়; এফএ কাপের তৃতীয় রাউন্ডে। আর লিগে খেলবে ফুলহামের বিপক্ষে, ১৩ জানুয়ারি।
আজ কেনিলওর্থ রোডে চেলসি এগিয়ে যায় ১২ মিনিটে। লুটনের ইসা কাবোরে বল ক্লিয়ার করতে গিয়ে দিয়ে বসেন পালমারকে। বল পেয়ে চেলসি উইঙ্গার গোলরক্ষরক টমাস কামিনস্কিকে পরাস্ত করে এগিয়ে দেন দলকে। ৭০ মিনিটে নিকোলাস জ্যাকসনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ২১ বছর বয়সী পালমার। তার আগে ইংলিশ উইঙ্গার ৩৭ মিনিটে ননি মাদুয়েকে দিয়ে করান দলের দ্বিতীয় গোল।
বিরতির পরও নিজেদের দাপট দেখাচ্ছিল পচেত্তিনোর দল। তবে সব ভণ্ডুল হয়ে যেতে বসে শেষ মুহূর্তে। ৮০ মিনিটে আলফি ডটির কর্নার থেকে হেডে একটি গোল শোধ দেন রস বার্কলে। লুটন দ্বিতীয় গোলটি পায় এর ৭ মিনিট পর। এলিজা আদেবাউয়ের গোলে সমতায় ফেরার স্বপ্নও দেখতে থাকে তারা। হঠাৎ দুই গোল খেয়ে হতভম্ব হয়ে পড়েছিল চেলসি। তবে যোগ করা সময়ে আর কোনো গোল করতে পারেনি লুটন।
রোমাঞ্চকর জয়ে বছর শেষ করল চেলসি। প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থেকেও স্বস্তিতে থাকতে পারেনি ব্লুজরা। লুটন টাউন ঘরের সমর্থকদের সামনে যেভাবে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিল, শেষদিকে দুশ্চিন্তা পেয়ে বসে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের।
শেষ মুহূর্তে ৭ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করতে বসেছিল চেলসি। তবে বাকি সময় রক্ষণ আগলে রেখে তিন পয়েন্ট আদায় করে নিয়েছে তারা। কোল পালমারের জোড়া গোলে পচেত্তিনোর দল জিতেছে ৩-২ গোলে। প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা দুই জয় পাওয়া চেলসির পয়েন্ট ২০ ম্যাচে ২৮, তালিকায় আছে ১০ নম্বরে। লুটন ১৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে।
নতুন বছরে চেলসি প্রথম ম্যাচ খেলবে নিজেদের মাঠ ৬ জানুয়ারি স্টামফোর্ড ব্রিজে, প্রিস্টনের সঙ্গে। তবে সেটি লিগে নয়; এফএ কাপের তৃতীয় রাউন্ডে। আর লিগে খেলবে ফুলহামের বিপক্ষে, ১৩ জানুয়ারি।
আজ কেনিলওর্থ রোডে চেলসি এগিয়ে যায় ১২ মিনিটে। লুটনের ইসা কাবোরে বল ক্লিয়ার করতে গিয়ে দিয়ে বসেন পালমারকে। বল পেয়ে চেলসি উইঙ্গার গোলরক্ষরক টমাস কামিনস্কিকে পরাস্ত করে এগিয়ে দেন দলকে। ৭০ মিনিটে নিকোলাস জ্যাকসনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ২১ বছর বয়সী পালমার। তার আগে ইংলিশ উইঙ্গার ৩৭ মিনিটে ননি মাদুয়েকে দিয়ে করান দলের দ্বিতীয় গোল।
বিরতির পরও নিজেদের দাপট দেখাচ্ছিল পচেত্তিনোর দল। তবে সব ভণ্ডুল হয়ে যেতে বসে শেষ মুহূর্তে। ৮০ মিনিটে আলফি ডটির কর্নার থেকে হেডে একটি গোল শোধ দেন রস বার্কলে। লুটন দ্বিতীয় গোলটি পায় এর ৭ মিনিট পর। এলিজা আদেবাউয়ের গোলে সমতায় ফেরার স্বপ্নও দেখতে থাকে তারা। হঠাৎ দুই গোল খেয়ে হতভম্ব হয়ে পড়েছিল চেলসি। তবে যোগ করা সময়ে আর কোনো গোল করতে পারেনি লুটন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে