দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই। গতকাল লুসাইলে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে প্রথম কাজ সেরে রেখেছে আর্জেন্টিনা। বুধবার পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আকাশী-নীলরা। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে তাই ফাইনাল ম্যাচ মনে করছেন লিওনেল মেসি।
লুসাইলে গতকাল আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচটি ছিল ‘মেসিময়’। ৬৪ মিনিটে ডান প্রান্ত থেকে আনহেল ডি মারিয়ার কাট ব্যাকে বক্সের বাইরে বল পান মেসি। এরপর বক্সের বাইরে নেওয়া তাঁর মাটি কামড়ানো শট ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি মেক্সিকো গোলরক্ষক গিলের্মো ওচোয়া। এরপর ৮৭ মিনিটে এনজো ফার্নান্দেজকে দিয়ে গোল করিয়েছেন মেসি। দুটো গোলে অবদান রেখে ম্যাচসেরা হয়েছেন মেসি। এই ম্যাচ জয়ের পর আগামী ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। পোল্যান্ডকে হারালেই সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠবে আকাশি-নীলরা। ড্র করলে তাকিয়ে থাকতে হবে মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ফলের দিকে।
পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মেসি। ম্যাচ শেষে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘জয় আমাদের দরকার ছিল এবং আমরা জিতেছি। বুধবার আরেকটা ফাইনাল আসছে বুধবার এবং আমরা একসঙ্গে লড়ব। এগিয়ে যাও আর্জেন্টিনা।’
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
মেসি নিজেও বেশ কিছু রেকর্ড করেছেন এবং রেকর্ডগুলোতে দিয়েগো ম্যারাডোনার সঙ্গী হয়েছেন। বিশ্বকাপে নিজের ২১ তম ম্যাচ গতকাল খেলেছেন মেসি। তাতে ম্যারাডোনার সঙ্গে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন। ৬৩ মিনিটের সময় গোল করে বিশ্বকাপে তাঁর অষ্টম গোলটি করলেন মেসি। বিশ্বকাপে ম্যারাডোনাও করেছিলেন ৮ গোল। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন মেসি ও ম্যারাডোনা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ আকাশি-নীলদের হয়ে সর্বোচ্চ ১০ গোল করেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১৬৭ ম্যাচ খেলেছেন মেসি। করেছেন ৯৩ গোল আর অ্যাসিস্ট করেছেন ৫৩ গোলে।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই। গতকাল লুসাইলে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে প্রথম কাজ সেরে রেখেছে আর্জেন্টিনা। বুধবার পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আকাশী-নীলরা। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে তাই ফাইনাল ম্যাচ মনে করছেন লিওনেল মেসি।
লুসাইলে গতকাল আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচটি ছিল ‘মেসিময়’। ৬৪ মিনিটে ডান প্রান্ত থেকে আনহেল ডি মারিয়ার কাট ব্যাকে বক্সের বাইরে বল পান মেসি। এরপর বক্সের বাইরে নেওয়া তাঁর মাটি কামড়ানো শট ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি মেক্সিকো গোলরক্ষক গিলের্মো ওচোয়া। এরপর ৮৭ মিনিটে এনজো ফার্নান্দেজকে দিয়ে গোল করিয়েছেন মেসি। দুটো গোলে অবদান রেখে ম্যাচসেরা হয়েছেন মেসি। এই ম্যাচ জয়ের পর আগামী ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। পোল্যান্ডকে হারালেই সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠবে আকাশি-নীলরা। ড্র করলে তাকিয়ে থাকতে হবে মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ফলের দিকে।
পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মেসি। ম্যাচ শেষে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘জয় আমাদের দরকার ছিল এবং আমরা জিতেছি। বুধবার আরেকটা ফাইনাল আসছে বুধবার এবং আমরা একসঙ্গে লড়ব। এগিয়ে যাও আর্জেন্টিনা।’
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
মেসি নিজেও বেশ কিছু রেকর্ড করেছেন এবং রেকর্ডগুলোতে দিয়েগো ম্যারাডোনার সঙ্গী হয়েছেন। বিশ্বকাপে নিজের ২১ তম ম্যাচ গতকাল খেলেছেন মেসি। তাতে ম্যারাডোনার সঙ্গে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন। ৬৩ মিনিটের সময় গোল করে বিশ্বকাপে তাঁর অষ্টম গোলটি করলেন মেসি। বিশ্বকাপে ম্যারাডোনাও করেছিলেন ৮ গোল। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন মেসি ও ম্যারাডোনা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ আকাশি-নীলদের হয়ে সর্বোচ্চ ১০ গোল করেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১৬৭ ম্যাচ খেলেছেন মেসি। করেছেন ৯৩ গোল আর অ্যাসিস্ট করেছেন ৫৩ গোলে।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে