খেলার মাঠে ভক্ত-সমর্থকদের হুটহাট ঢুকে পড়াটা নতুন কিছু নয়। খেলোয়াড়দের সঙ্গে তাদের (ভক্ত-সমর্থক) খুনসুটিও দারুণ জমে ওঠে। এমন ঘটনায় এবার ইরানের এক ফুটবলার ধরা খেয়েছেন।
ইরানের এক সংবাদপত্র ‘দৈনিক খবর ভারজেশি’ গত রাতে সংবাদ প্রকাশ করেছে, ইরানিয়ান ক্লাব এসতেগলালের গোলরক্ষক হোসেইন হোসেইনিকে নিষিদ্ধ করা হয়েছে। ১২ এপ্রিলের এক ঘটনার কারণেই মূলত তিনি নিষিদ্ধ। ইমাম খোমেইনি স্টেডিয়ামে সেদিন পারসিয়ান গালফ প্রো লিগে মুখোমুখি হয় অ্যালুমিনিয়াম আরাক ও এস্তেগলাল। সেই ম্যাচে এসতেগলালের এক নারী ভক্ত মাঠে ঢুকে পড়েন। তাঁকে (নারী ভক্ত) আটকানোর চেষ্টা করেন নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তাকর্মীদের হাত থেকে বাঁচাতে নারী ভক্তকে জড়িয়ে ধরেন হোসেইনি। নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাজে আচরণের কারণে হোসেইনিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ইরান ফুটবল ফেডারেশন। পাশাপাশি তাঁকে ৪ হাজার ৭০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ৫ লাখ ১৫ হাজার টাকা।
হোসেইনির নিষিদ্ধ হওয়ার ম্যাচে এসতেগলাল জিতেছে ১-০ গোলে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১ মিনিটে এসতেগলালের ফরোয়ার্ড গুস্তাভো ব্লাঙ্কো লেসচুক গোলটি করেন। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ইরান প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে এসতেগলাল। ক্লাবটির জার্সিতে এখনো পর্যন্ত হোসেইনি খেলেছেন ১৯৩ ম্যাচ। ক্লিনশিট রাখতে পেরেছেন ৮৯ ম্যাচে।
১৯৭৯ সালের পর দীর্ঘ এক সময় ইরানে নারী ভক্তদের মাঠে খেলা দেখতে যাওয়া নিষিদ্ধ ছিল। তবে ৪০ বছরেরও বেশি সময় ২০২২ সালে এক চ্যাম্পিয়নশিপ ম্যাচে তাঁরা (নারী ভক্ত) মাঠে বসে খেলা দেখার অনুমতি পান।
খেলার মাঠে ভক্ত-সমর্থকদের হুটহাট ঢুকে পড়াটা নতুন কিছু নয়। খেলোয়াড়দের সঙ্গে তাদের (ভক্ত-সমর্থক) খুনসুটিও দারুণ জমে ওঠে। এমন ঘটনায় এবার ইরানের এক ফুটবলার ধরা খেয়েছেন।
ইরানের এক সংবাদপত্র ‘দৈনিক খবর ভারজেশি’ গত রাতে সংবাদ প্রকাশ করেছে, ইরানিয়ান ক্লাব এসতেগলালের গোলরক্ষক হোসেইন হোসেইনিকে নিষিদ্ধ করা হয়েছে। ১২ এপ্রিলের এক ঘটনার কারণেই মূলত তিনি নিষিদ্ধ। ইমাম খোমেইনি স্টেডিয়ামে সেদিন পারসিয়ান গালফ প্রো লিগে মুখোমুখি হয় অ্যালুমিনিয়াম আরাক ও এস্তেগলাল। সেই ম্যাচে এসতেগলালের এক নারী ভক্ত মাঠে ঢুকে পড়েন। তাঁকে (নারী ভক্ত) আটকানোর চেষ্টা করেন নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তাকর্মীদের হাত থেকে বাঁচাতে নারী ভক্তকে জড়িয়ে ধরেন হোসেইনি। নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাজে আচরণের কারণে হোসেইনিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ইরান ফুটবল ফেডারেশন। পাশাপাশি তাঁকে ৪ হাজার ৭০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ৫ লাখ ১৫ হাজার টাকা।
হোসেইনির নিষিদ্ধ হওয়ার ম্যাচে এসতেগলাল জিতেছে ১-০ গোলে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১ মিনিটে এসতেগলালের ফরোয়ার্ড গুস্তাভো ব্লাঙ্কো লেসচুক গোলটি করেন। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ইরান প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে এসতেগলাল। ক্লাবটির জার্সিতে এখনো পর্যন্ত হোসেইনি খেলেছেন ১৯৩ ম্যাচ। ক্লিনশিট রাখতে পেরেছেন ৮৯ ম্যাচে।
১৯৭৯ সালের পর দীর্ঘ এক সময় ইরানে নারী ভক্তদের মাঠে খেলা দেখতে যাওয়া নিষিদ্ধ ছিল। তবে ৪০ বছরেরও বেশি সময় ২০২২ সালে এক চ্যাম্পিয়নশিপ ম্যাচে তাঁরা (নারী ভক্ত) মাঠে বসে খেলা দেখার অনুমতি পান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে