নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় দলের ক্যাম্পের কারণেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের চারটি ম্যাচের সূচি এগিয়ে আনা হয়। শিরোপা মোহামেডান স্পোর্টিং ক্লাব নিশ্চিত করে ফেললেও রানার্সআপের লড়াইটি ঝুলে ছিল। শেষ রাউন্ডে গিয়ে বসুন্ধরা কিংসকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকেই লিগ শেষ করেছে আবাহনী লিমিটেড। একইসঙ্গে খুলে গেল এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সম্ভাবনাও। মোহামেডান কোনো কারণে এএফসি ক্লাব লাইসেন্স করতে না পারলে সেই টুর্নামেন্টে খেলবে তারা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়েছে আবাহনী। ২৪ মিনিটে আকাশী-নীলদের এগিয়ে দেন আসাদুজ্জামান বাবলু। বিরতির পর ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল অগুস্তো। ৮৬ মিনিটে তৃতীয় গোলটি আসে মিরাজুল ইসলামের কাছ থেকে। ১৮ ম্যাচ শেষে ১০ জয়ে মারুফুল হকের দলের সংগ্রহ ৩৫ পয়েন্ট।
আবাহনী হারলে অবশ্য লিগ রানার্সআপ হওয়ার সুযোগ ছিল বসুন্ধরা কিংসের। তবে ঘরের মাঠে আজ ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-৩ গোলে হারিয়ে ৩২ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন শেখ মোরসালিন। এছাড়া গোলের দেখা পেয়েছেন রাকিব হোসেনও। ১১ গোল নিয়ে স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোল নিয়ে লিগ শেষ করেন এই ফরোয়ার্ড। তাঁকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল আল-আমিনের সামনে। শেষ রাউন্ডের আগে ১০ গোল ছিল তাঁরও। কিন্তু পুলিশ এফসির এই ফরোয়ার্ড শেষ ম্যাচে পেলেন না গোলের দেখা।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পুলিশকে ৪-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। হ্যাটট্রিক করে লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন স্যামুয়েল বোয়াটেং। তাঁর সমান ১৯ গোল করে যৌথভাবে শীর্ষে আছেন সুলেমান দিয়াবাতে। যদিও বোয়াটেংকে ছোঁয়াটা সহজ ছিল না। ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে একাই ৫ গোল করেন এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন মোহামেডানও লিগ শেষ করে ৬-১ গোলের দারুণ জয়ে।
জাতীয় দলের ক্যাম্পের কারণেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের চারটি ম্যাচের সূচি এগিয়ে আনা হয়। শিরোপা মোহামেডান স্পোর্টিং ক্লাব নিশ্চিত করে ফেললেও রানার্সআপের লড়াইটি ঝুলে ছিল। শেষ রাউন্ডে গিয়ে বসুন্ধরা কিংসকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকেই লিগ শেষ করেছে আবাহনী লিমিটেড। একইসঙ্গে খুলে গেল এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সম্ভাবনাও। মোহামেডান কোনো কারণে এএফসি ক্লাব লাইসেন্স করতে না পারলে সেই টুর্নামেন্টে খেলবে তারা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়েছে আবাহনী। ২৪ মিনিটে আকাশী-নীলদের এগিয়ে দেন আসাদুজ্জামান বাবলু। বিরতির পর ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল অগুস্তো। ৮৬ মিনিটে তৃতীয় গোলটি আসে মিরাজুল ইসলামের কাছ থেকে। ১৮ ম্যাচ শেষে ১০ জয়ে মারুফুল হকের দলের সংগ্রহ ৩৫ পয়েন্ট।
আবাহনী হারলে অবশ্য লিগ রানার্সআপ হওয়ার সুযোগ ছিল বসুন্ধরা কিংসের। তবে ঘরের মাঠে আজ ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-৩ গোলে হারিয়ে ৩২ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন শেখ মোরসালিন। এছাড়া গোলের দেখা পেয়েছেন রাকিব হোসেনও। ১১ গোল নিয়ে স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোল নিয়ে লিগ শেষ করেন এই ফরোয়ার্ড। তাঁকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল আল-আমিনের সামনে। শেষ রাউন্ডের আগে ১০ গোল ছিল তাঁরও। কিন্তু পুলিশ এফসির এই ফরোয়ার্ড শেষ ম্যাচে পেলেন না গোলের দেখা।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পুলিশকে ৪-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। হ্যাটট্রিক করে লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন স্যামুয়েল বোয়াটেং। তাঁর সমান ১৯ গোল করে যৌথভাবে শীর্ষে আছেন সুলেমান দিয়াবাতে। যদিও বোয়াটেংকে ছোঁয়াটা সহজ ছিল না। ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে একাই ৫ গোল করেন এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন মোহামেডানও লিগ শেষ করে ৬-১ গোলের দারুণ জয়ে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫