নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ-নেপাল ম্যাচের মধ্য বিরতি চলছে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারিতে তখন একজনকে ঘিরে সাংবাদিকদের একপ্রস্থ জটলা। সেই জটলার মাঝখানে বসে খেলা দেখতে বেশ বেগ পেতে হলো গোলাম রব্বানী ছোটনের।
কমলাপুর স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারিতে বসে খেলা দেখা পুরোনো শখ ছোটনের। আজও সেই প্রিয় জায়গায় বসে দেখলেন বাংলাদেশ-নেপাল ম্যাচ। অতীতের সেই দেখা আর আজকের দেখার মাঝে আকাশ-পাতাল পার্থক্য। নিজের সাবেক শিষ্যদের খেলা সম্ভবত এবারই প্রথম দর্শক হয়ে দেখতে হলো দীর্ঘ ১৪ বছর নারী দলের কোচ থাকা ছোটনকে।
গত সেপ্টেম্বরে মেয়েদের প্রথম সাফ জিতিয়েছিলেন ছোটন। মাস দুই আগেও ছিলেন নারী দলের কোচ। ১৪ বছরের সম্পর্কের সুতো গত মে মাসে ছিঁড়ে ফেলেছেন নিজেই। দুই মাসের ব্যবধানে ছোটন এখন নারী ফুটবলে শুধুই অতীত।
হতে পারেন অতীত, যাঁদের নিজ হাতে আন্তর্জাতিক ফুটবলে এনেছেন—সেই সাবেক শিষ্যদের খেলা দেখে কী মনের ভুলে একবারও আক্ষেপ হয় না ছোটনের?—প্রশ্নটা যখন করা হচ্ছে তখন নেপালের সঙ্গে প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ। প্রশ্নটা শুনে একটা শুকনো হাসিই দিলেন ছোটন।
নেপালের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে নামা বাংলাদেশকে। প্রথমার্ধে সাবিনা খাতুনদের ফুটবল ছিল বেশ রকম এলোমেলো। কেন এমন এলোপাতাড়ি ফুটবল খেলছেন সাবিনারা—সেই প্রশ্নের জবাবে ছোটন বললেন, ‘সাফে আমরা কাদা মাঠেও নেপালকে হারিয়েছিলাম। যেহেতু আমরা ১০ মাস পর খেলছি ওই জায়গায় একটু...’
ছোটন যেমন বিদায় বলেছেন বাংলাদেশের ডাগআউটকে, তেমনি মাঠের খেলাকে বিদায় বলেছেন সিরাত জাহান স্বপ্না। ডিফেন্ডার আঁখি খাতুন চীনে। শামসুন্নাহার জুনিয়রের ডেঙ্গু জ্বর। নেপাল ম্যাচে এই তিনজনের না থাকাটা খুব প্রভাব ফেলেছে বলে মনে করেন ছোটন, ‘স্বপ্নার জায়গাটা আমরা মিস করছি। আঁখি থাকলে লং বলে সুযোগ তৈরি হতো। শামসুন্নাহার এক্সক্লুসিভলি খেলে। ও থাকলে নেপালের রক্ষণে অনেক বড় সমস্যা হতো।’
গ্যালারিতে বসা ছোটনকে একটা প্রশ্ন শুনতেই হতো এবং শুনলেনও। মাঠের খেলা মিস করছেন কি না শুনেই বললেন, ‘এখন পার্থক্যটা হলো যে আগে আমি ডাগআউটে থাকতাম, আজ গ্যালারিতে। একজন দর্শক হিসেবে খেলা দেখতে এসেছি। আমার এখনো কোনো অনুভূতি নেই। অতীতের সব স্মৃতি আমি ভুলে যেতে চাই। এখন খুব আরামে আছি। এই যে বাদাম খেতে খেতে খেলা দেখছি।’
চাইলে স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসেও খেলা দেখতে পারতেন ছোটন। সেই সুযোগটা থাকার পরও কেন নিলেন না তিনি? উত্তরটা ছোটনের মুখ থেকেই শোনা যাক, ‘এগুলো আমার কাছে শুধুই আনুষ্ঠানিকতা। সেখানে তো আমাকে বসেই থাকতে হতো। ছোটবেলা থেকে আমি গ্যালারিতে বসে খেলা দেখি। মোহামেডান গ্যালারিতে বসে বন্ধুদের সঙ্গে খেতে খেতে খেলা দেখতাম। এখনো তা-ই করি।’
ম্যাচের আগে ফুটবলারদের কাছ থেকে ফোন পেয়েছেন ছোটন। সাবেক শিষ্যদের জন্য একটাই বার্তা ছিল তাঁর, ‘তোমরা সাফ চ্যাম্পিয়ন। তোমরা ভালো ফুটবল খেলেছ। দর্শকেরা তোমাদের পা থেকে ভালো খেলা দেখতে চায়। তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়েই খেলবা।’
ছোটন যখন কথা বলছিলেন তখন তাঁকে ঘিরে এক ঝাঁক সাধারণ দর্শক। কেউ একজন বলে উঠলেন, ‘আমরা ছোটন স্যারকে ফিরে পেতে চাই।’ হাসিমুখে তাঁদের ভালোবাসা নিয়ে শুধু একটা কথাই বললেন সাফজয়ী কোচ, ‘বাংলাদেশের বেশির ভাগ মানুষই আমাকে ভালোবাসে। আমি আর জাতীয় দলে ফিরতে চাই না।’
বাংলাদেশ-নেপাল ম্যাচের মধ্য বিরতি চলছে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারিতে তখন একজনকে ঘিরে সাংবাদিকদের একপ্রস্থ জটলা। সেই জটলার মাঝখানে বসে খেলা দেখতে বেশ বেগ পেতে হলো গোলাম রব্বানী ছোটনের।
কমলাপুর স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারিতে বসে খেলা দেখা পুরোনো শখ ছোটনের। আজও সেই প্রিয় জায়গায় বসে দেখলেন বাংলাদেশ-নেপাল ম্যাচ। অতীতের সেই দেখা আর আজকের দেখার মাঝে আকাশ-পাতাল পার্থক্য। নিজের সাবেক শিষ্যদের খেলা সম্ভবত এবারই প্রথম দর্শক হয়ে দেখতে হলো দীর্ঘ ১৪ বছর নারী দলের কোচ থাকা ছোটনকে।
গত সেপ্টেম্বরে মেয়েদের প্রথম সাফ জিতিয়েছিলেন ছোটন। মাস দুই আগেও ছিলেন নারী দলের কোচ। ১৪ বছরের সম্পর্কের সুতো গত মে মাসে ছিঁড়ে ফেলেছেন নিজেই। দুই মাসের ব্যবধানে ছোটন এখন নারী ফুটবলে শুধুই অতীত।
হতে পারেন অতীত, যাঁদের নিজ হাতে আন্তর্জাতিক ফুটবলে এনেছেন—সেই সাবেক শিষ্যদের খেলা দেখে কী মনের ভুলে একবারও আক্ষেপ হয় না ছোটনের?—প্রশ্নটা যখন করা হচ্ছে তখন নেপালের সঙ্গে প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ। প্রশ্নটা শুনে একটা শুকনো হাসিই দিলেন ছোটন।
নেপালের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে নামা বাংলাদেশকে। প্রথমার্ধে সাবিনা খাতুনদের ফুটবল ছিল বেশ রকম এলোমেলো। কেন এমন এলোপাতাড়ি ফুটবল খেলছেন সাবিনারা—সেই প্রশ্নের জবাবে ছোটন বললেন, ‘সাফে আমরা কাদা মাঠেও নেপালকে হারিয়েছিলাম। যেহেতু আমরা ১০ মাস পর খেলছি ওই জায়গায় একটু...’
ছোটন যেমন বিদায় বলেছেন বাংলাদেশের ডাগআউটকে, তেমনি মাঠের খেলাকে বিদায় বলেছেন সিরাত জাহান স্বপ্না। ডিফেন্ডার আঁখি খাতুন চীনে। শামসুন্নাহার জুনিয়রের ডেঙ্গু জ্বর। নেপাল ম্যাচে এই তিনজনের না থাকাটা খুব প্রভাব ফেলেছে বলে মনে করেন ছোটন, ‘স্বপ্নার জায়গাটা আমরা মিস করছি। আঁখি থাকলে লং বলে সুযোগ তৈরি হতো। শামসুন্নাহার এক্সক্লুসিভলি খেলে। ও থাকলে নেপালের রক্ষণে অনেক বড় সমস্যা হতো।’
গ্যালারিতে বসা ছোটনকে একটা প্রশ্ন শুনতেই হতো এবং শুনলেনও। মাঠের খেলা মিস করছেন কি না শুনেই বললেন, ‘এখন পার্থক্যটা হলো যে আগে আমি ডাগআউটে থাকতাম, আজ গ্যালারিতে। একজন দর্শক হিসেবে খেলা দেখতে এসেছি। আমার এখনো কোনো অনুভূতি নেই। অতীতের সব স্মৃতি আমি ভুলে যেতে চাই। এখন খুব আরামে আছি। এই যে বাদাম খেতে খেতে খেলা দেখছি।’
চাইলে স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসেও খেলা দেখতে পারতেন ছোটন। সেই সুযোগটা থাকার পরও কেন নিলেন না তিনি? উত্তরটা ছোটনের মুখ থেকেই শোনা যাক, ‘এগুলো আমার কাছে শুধুই আনুষ্ঠানিকতা। সেখানে তো আমাকে বসেই থাকতে হতো। ছোটবেলা থেকে আমি গ্যালারিতে বসে খেলা দেখি। মোহামেডান গ্যালারিতে বসে বন্ধুদের সঙ্গে খেতে খেতে খেলা দেখতাম। এখনো তা-ই করি।’
ম্যাচের আগে ফুটবলারদের কাছ থেকে ফোন পেয়েছেন ছোটন। সাবেক শিষ্যদের জন্য একটাই বার্তা ছিল তাঁর, ‘তোমরা সাফ চ্যাম্পিয়ন। তোমরা ভালো ফুটবল খেলেছ। দর্শকেরা তোমাদের পা থেকে ভালো খেলা দেখতে চায়। তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়েই খেলবা।’
ছোটন যখন কথা বলছিলেন তখন তাঁকে ঘিরে এক ঝাঁক সাধারণ দর্শক। কেউ একজন বলে উঠলেন, ‘আমরা ছোটন স্যারকে ফিরে পেতে চাই।’ হাসিমুখে তাঁদের ভালোবাসা নিয়ে শুধু একটা কথাই বললেন সাফজয়ী কোচ, ‘বাংলাদেশের বেশির ভাগ মানুষই আমাকে ভালোবাসে। আমি আর জাতীয় দলে ফিরতে চাই না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫