লিওনেল মেসি মানেই তো রেকর্ডের বন্যা। আন্তর্জাতিক ফুটবল তো রয়েছেই, বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে গড়েছেন অসংখ্য রেকর্ড। এবার নতুন ক্লাব ইন্টার মিয়ামিতেও মেসির ইতিহাস গড়ার সম্ভাবনা দেখছেন তাঁর এক সাবেক সতীর্থ।
বার্সেলোনা থেকে ২০২১ সালে পিএসজিতে যান মেসি। বার্সার জার্সিতে জিতেছেন ৩৪ শিরোপা। লা লিগা জিতেছেন ১০ বার এবং চারবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। এরপর পিএসজিতে এসে জিতেছেন তিনটি শিরোপা। আর্জেন্টিনার জার্সিতে ২০২২ ফুটবল বিশ্বকাপসহ জিতেছেন তিন শিরোপা। আর গত শনিবার পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। আর্জেন্টাইন তারকার এখন নতুন গন্তব্য ইন্টার মিয়ামি। আনুষ্ঠানিক চুক্তি না হলেও তিনি নিজেই মিয়ামিতে যাওয়ার কথা জানিয়েছেন। আর্জেন্টাইন তারকা ফুটবলারের আগ্রহের কথা জানিয়েছেন মিয়ামির মালিক ডেভিড বেকহাম।
মেসির পিএসজি সতীর্থ আন্দের হেরেরা হয়তো পরিসংখ্যানেই বিশ্বাস করেন। হেরেরার মতে, নতুন ক্লাবে (ইন্টার মিয়ামি) ইতিহাস গড়তে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। টিওয়াইসি স্পোর্টসকে হেরেরা বলেন, ‘আমি তার (মেসি) জন্য ভীষণ খুশি। মিয়ামি তার ও তার পরিবারের জন্য খুব পছন্দের এক জায়গা। এই লিগটা দ্রুত এগোচ্ছে। আমার মনে হচ্ছে, মিয়ামিতে সে ইতিহাস গড়তে যাচ্ছে। তার সর্বোচ্চ সফলতা চাইছি।’
মিয়ামিতে এরই মধ্যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে মেসি একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। অ্যাপার্টমেন্ট কিনতে তাঁর খরচ হয়েছে ৯০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। পোর্শ ডিজাইন টাওয়ারের এই বাড়ি তৈরি হয়েছে ২০১৭ সালে। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। আর ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। মেসির নতুন বাড়িতে রয়েছে সিনেমা, গলফ, রেসিং সিমুলেটরস এবং ঘরোয়া পর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থা।
লিওনেল মেসি মানেই তো রেকর্ডের বন্যা। আন্তর্জাতিক ফুটবল তো রয়েছেই, বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে গড়েছেন অসংখ্য রেকর্ড। এবার নতুন ক্লাব ইন্টার মিয়ামিতেও মেসির ইতিহাস গড়ার সম্ভাবনা দেখছেন তাঁর এক সাবেক সতীর্থ।
বার্সেলোনা থেকে ২০২১ সালে পিএসজিতে যান মেসি। বার্সার জার্সিতে জিতেছেন ৩৪ শিরোপা। লা লিগা জিতেছেন ১০ বার এবং চারবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। এরপর পিএসজিতে এসে জিতেছেন তিনটি শিরোপা। আর্জেন্টিনার জার্সিতে ২০২২ ফুটবল বিশ্বকাপসহ জিতেছেন তিন শিরোপা। আর গত শনিবার পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। আর্জেন্টাইন তারকার এখন নতুন গন্তব্য ইন্টার মিয়ামি। আনুষ্ঠানিক চুক্তি না হলেও তিনি নিজেই মিয়ামিতে যাওয়ার কথা জানিয়েছেন। আর্জেন্টাইন তারকা ফুটবলারের আগ্রহের কথা জানিয়েছেন মিয়ামির মালিক ডেভিড বেকহাম।
মেসির পিএসজি সতীর্থ আন্দের হেরেরা হয়তো পরিসংখ্যানেই বিশ্বাস করেন। হেরেরার মতে, নতুন ক্লাবে (ইন্টার মিয়ামি) ইতিহাস গড়তে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। টিওয়াইসি স্পোর্টসকে হেরেরা বলেন, ‘আমি তার (মেসি) জন্য ভীষণ খুশি। মিয়ামি তার ও তার পরিবারের জন্য খুব পছন্দের এক জায়গা। এই লিগটা দ্রুত এগোচ্ছে। আমার মনে হচ্ছে, মিয়ামিতে সে ইতিহাস গড়তে যাচ্ছে। তার সর্বোচ্চ সফলতা চাইছি।’
মিয়ামিতে এরই মধ্যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে মেসি একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। অ্যাপার্টমেন্ট কিনতে তাঁর খরচ হয়েছে ৯০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। পোর্শ ডিজাইন টাওয়ারের এই বাড়ি তৈরি হয়েছে ২০১৭ সালে। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। আর ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। মেসির নতুন বাড়িতে রয়েছে সিনেমা, গলফ, রেসিং সিমুলেটরস এবং ঘরোয়া পর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৪ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৪ দিন আগে