প্রতি দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন করতে চায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নিজেদের এই সিদ্ধান্তে এখনো অনড় আছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
পরশু সোমবার ভার্চুয়াল গ্লোবাল সামিটে যুক্ত হয়ে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের যৌক্তিকতা তুলে ধরেন ইনফান্তিনো। এ বিষয়ে এক বৈঠকে বসেন তিনি। সেখানে ২১১ জন সদস্যের মধ্যে ২০৭ জনই উপস্থিত ছিলেন।
এমন আয়োজনে ফিফার আয় বেড়ে যাওয়ার কথাও জানানো হয়েছে। ইনফান্তিনোর দাবি, ৭ বিলিয়ন ডলার থেকে আয় বেড়ে প্রায় সাড়ে ১১ বিলিয়ন ডলার হবে। তার মানে, ফিফার রাজস্ব আয় বাড়বে আরও ৩৮ হাজার কোটি টাকা।
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির এক সমীক্ষা অনুযায়ী, দুই বছর পর পর বিশ্বকাপ হলে ফুটবলের অর্থনীতিই পাল্টে যাবে। তখন সব সদস্য দেশ একই রকম সুযোগ-সুবিধা পাবে।
ইনফান্তিনো বলেছেন, ‘ইউরোপিয়ান সুপার লিগের (বিদ্রোহী লিগ) পরিকল্পনা ভেস্তে দিতে এটা হবে কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে সবাই সুযোগ পাবে। এটাই আমাদের প্রকল্পের মূলনীতি।’
যদিও এমন পরিকল্পনার বিরোধিতা করছে দক্ষিণ আমেরিকা ও ইউরোপের সদস্য দেশগুলো। এ জন্য এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছেন না ফুটবলের নীতিনির্ধারকেরা। জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফিলিপ লাম বলেছেন, ‘বড় ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে সময় ও ধৈর্য ধারণ জরুরি। দুই বছর অন্তর বিশ্বকাপ ফুটবলের সোনালি সময়কে হত্যা করে ফেলবে।’
আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার বর্তমানে ফিফার উন্নয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতি দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা তাঁর মাথা থেকে আসে।
গত সেপ্টেম্বরে ফরাসি এক পত্রিকায় ওয়েঙ্গার বলেছিলেন, ‘এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশগুলো আগের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে। এর মাধ্যমে ফুটবলের মান ও প্রতিযোগিতা অনেকাংশেই বৃদ্ধি পাবে। এখানে অর্থের বিষয়টি মোটেই মুখ্য নয়।’
প্রতি দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন করতে চায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নিজেদের এই সিদ্ধান্তে এখনো অনড় আছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
পরশু সোমবার ভার্চুয়াল গ্লোবাল সামিটে যুক্ত হয়ে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের যৌক্তিকতা তুলে ধরেন ইনফান্তিনো। এ বিষয়ে এক বৈঠকে বসেন তিনি। সেখানে ২১১ জন সদস্যের মধ্যে ২০৭ জনই উপস্থিত ছিলেন।
এমন আয়োজনে ফিফার আয় বেড়ে যাওয়ার কথাও জানানো হয়েছে। ইনফান্তিনোর দাবি, ৭ বিলিয়ন ডলার থেকে আয় বেড়ে প্রায় সাড়ে ১১ বিলিয়ন ডলার হবে। তার মানে, ফিফার রাজস্ব আয় বাড়বে আরও ৩৮ হাজার কোটি টাকা।
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির এক সমীক্ষা অনুযায়ী, দুই বছর পর পর বিশ্বকাপ হলে ফুটবলের অর্থনীতিই পাল্টে যাবে। তখন সব সদস্য দেশ একই রকম সুযোগ-সুবিধা পাবে।
ইনফান্তিনো বলেছেন, ‘ইউরোপিয়ান সুপার লিগের (বিদ্রোহী লিগ) পরিকল্পনা ভেস্তে দিতে এটা হবে কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে সবাই সুযোগ পাবে। এটাই আমাদের প্রকল্পের মূলনীতি।’
যদিও এমন পরিকল্পনার বিরোধিতা করছে দক্ষিণ আমেরিকা ও ইউরোপের সদস্য দেশগুলো। এ জন্য এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছেন না ফুটবলের নীতিনির্ধারকেরা। জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফিলিপ লাম বলেছেন, ‘বড় ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে সময় ও ধৈর্য ধারণ জরুরি। দুই বছর অন্তর বিশ্বকাপ ফুটবলের সোনালি সময়কে হত্যা করে ফেলবে।’
আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার বর্তমানে ফিফার উন্নয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতি দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা তাঁর মাথা থেকে আসে।
গত সেপ্টেম্বরে ফরাসি এক পত্রিকায় ওয়েঙ্গার বলেছিলেন, ‘এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশগুলো আগের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে। এর মাধ্যমে ফুটবলের মান ও প্রতিযোগিতা অনেকাংশেই বৃদ্ধি পাবে। এখানে অর্থের বিষয়টি মোটেই মুখ্য নয়।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫