প্রথম দুই ম্যাচ জিতে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত করে ফেলেছিল ব্রাজিল। গতকাল লুসাইলে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল তাই আনুষ্ঠানিকতার। এই ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় সেলেসাওরা। ব্রাজিলের এই পরাজয়কে তিতে ‘অশনিসংকেত’ হিসেবে দেখছেন।
সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ব্রাজিল। এরপর সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে সেলেসাওরা নিশ্চিত করে শেষ ষোলো। কোচ তিতে গতকাল তাই ক্যামেরুনের বিপক্ষে সাইড বেঞ্চের শক্তি পরীক্ষা করেছিলেন। আর এই ম্যাচেই ব্রাজিল হেরে যায় ১-০ গোলে। হেরেও ‘জি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সোমবার ৯৭৪ স্টেডিয়ামে শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপ রানারআপ দক্ষিণ কোরিয়া।
তিতে মনে করেন, বিশ্বকাপে কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ব্রাজিলের কোচ বলেন, ‘প্রতিটি ম্যাচ কঠিন। আমরা কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছি না। বিশ্বকাপ আপনাকে দ্বিতীয় সুযোগ দেয় না। এই ম্যাচের ফল আমাদের ২৪ ঘণ্টা হতাশায় পোড়াবে। আমরা পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেব।’
ক্যামেরুনের জালে অনেকবার বল জড়ানোর চেষ্টা করেছিলেন ব্রাজিলের ফুটবলাররা। তবে ক্যামেরুন গোলরক্ষক ডেফিস এপাসি দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন ব্রাজিলিয়ানদের সামনে। আর নির্ধারিত সময়ের যোগ করা মিনিটে ভিনসেন্ট আবুবকরের গোলে জিতে যায় ক্যামেরুন। ক্যামেরুন দলকে যেমন প্রশংসায় ভাসিয়েছেন, তেমনি এই ম্যাচ হারার জন্য নিজেদেরও দায় দেখছেন তিতে। ব্রাজিলের কোচ বলেন, ‘তারা যোগ্য দল হিসেবেই জিতেছে। তারা দারুণ খেলেছে। আমরা ম্যাচে ভালো খেলতে পারিনি। হেরেছে কারা? আমরা সবাই হেরেছি। সবকিছুর জন্য আমি দায়ী।’
প্রথম দুই ম্যাচ জিতে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত করে ফেলেছিল ব্রাজিল। গতকাল লুসাইলে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল তাই আনুষ্ঠানিকতার। এই ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় সেলেসাওরা। ব্রাজিলের এই পরাজয়কে তিতে ‘অশনিসংকেত’ হিসেবে দেখছেন।
সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ব্রাজিল। এরপর সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে সেলেসাওরা নিশ্চিত করে শেষ ষোলো। কোচ তিতে গতকাল তাই ক্যামেরুনের বিপক্ষে সাইড বেঞ্চের শক্তি পরীক্ষা করেছিলেন। আর এই ম্যাচেই ব্রাজিল হেরে যায় ১-০ গোলে। হেরেও ‘জি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সোমবার ৯৭৪ স্টেডিয়ামে শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপ রানারআপ দক্ষিণ কোরিয়া।
তিতে মনে করেন, বিশ্বকাপে কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ব্রাজিলের কোচ বলেন, ‘প্রতিটি ম্যাচ কঠিন। আমরা কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছি না। বিশ্বকাপ আপনাকে দ্বিতীয় সুযোগ দেয় না। এই ম্যাচের ফল আমাদের ২৪ ঘণ্টা হতাশায় পোড়াবে। আমরা পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেব।’
ক্যামেরুনের জালে অনেকবার বল জড়ানোর চেষ্টা করেছিলেন ব্রাজিলের ফুটবলাররা। তবে ক্যামেরুন গোলরক্ষক ডেফিস এপাসি দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন ব্রাজিলিয়ানদের সামনে। আর নির্ধারিত সময়ের যোগ করা মিনিটে ভিনসেন্ট আবুবকরের গোলে জিতে যায় ক্যামেরুন। ক্যামেরুন দলকে যেমন প্রশংসায় ভাসিয়েছেন, তেমনি এই ম্যাচ হারার জন্য নিজেদেরও দায় দেখছেন তিতে। ব্রাজিলের কোচ বলেন, ‘তারা যোগ্য দল হিসেবেই জিতেছে। তারা দারুণ খেলেছে। আমরা ম্যাচে ভালো খেলতে পারিনি। হেরেছে কারা? আমরা সবাই হেরেছি। সবকিছুর জন্য আমি দায়ী।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫