আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে আন্তোনিও মাতেও লাহোজ যেন কার্ড দেখানোর রেকর্ড গড়তে নেমেছিলেন। লুসাইলে গতকাল একটু পরপরই তিনি পকেট থেকে উঠিয়ে কার্ড বের করছিলেন। স্প্যানিশ এই রেফারিকে নিয়ে ক্ষোভ ঝেড়েছেন লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্তিনেজ।
লোহাজ গতকাল কোয়ার্টার ফাইনালে যেন নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। ফুটবলারদের একটু অসতর্কতা, ডাগআউট থেকে কোচিং স্টাফ, বদলি খেলোয়াড় সবাইকে কার্ড দেখাচ্ছিলেন। যাচ্ছিলেন না কেউই। ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন স্প্যানিশ এই রেফারি, যার মধ্যে আছেন আর্জেন্টাইন কোচিং স্টাফ ওয়াল্টার সামুয়েল এবং কোচ স্কালোনি। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস দুই দলকেই আটটি করে হলুদ কার্ড দেখিয়েছেন, যেখানে টাইব্রেকারের সময় দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন ডেনজেল ডামফ্রিস। পেনাল্টি শ্যুটআউটের সময় হলুদ কার্ড দেখেন ডাচ ফরোয়ার্ড নোয়া ল্যাং।
এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে লোহাজকে রেফারির দায়িত্ব দেওয়ায় ক্ষেপেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘সবাই দেখেছে কী হয়েছে। ফিফার এ ব্যাপারে ভেবে দেখা উচিত। গুরুত্বপূর্ণ ম্যাচে এমন রেফারি তারা রাখতে পারে না। রেফারি তাঁর কাজে ব্যর্থ হলে তো হবে না।’
মেসির মতো এমিলিয়ানো মার্তিনেজও রেফারি লাহোজের কঠোর সমালোচনা করেছেন। মার্তিনেজ স্প্যানিশ এই রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ‘রেফারি সবকিছু তাদের (নেদারল্যান্ডস) পক্ষে দিচ্ছিলেন। কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ১০ মিনিট দিয়েছেন। দুই থেকে তিনবার বক্সের বাইরে থেকে তাদের ফ্রিকিক নিতে দিয়েছিলেন। তাদেরই গোল করতে দিতে চেয়েছিলেন। তিনি ব্যর্থ রেফারি। তাঁর মতো রেফারি আমরা আর চাই না।’
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে আন্তোনিও মাতেও লাহোজ যেন কার্ড দেখানোর রেকর্ড গড়তে নেমেছিলেন। লুসাইলে গতকাল একটু পরপরই তিনি পকেট থেকে উঠিয়ে কার্ড বের করছিলেন। স্প্যানিশ এই রেফারিকে নিয়ে ক্ষোভ ঝেড়েছেন লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্তিনেজ।
লোহাজ গতকাল কোয়ার্টার ফাইনালে যেন নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। ফুটবলারদের একটু অসতর্কতা, ডাগআউট থেকে কোচিং স্টাফ, বদলি খেলোয়াড় সবাইকে কার্ড দেখাচ্ছিলেন। যাচ্ছিলেন না কেউই। ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন স্প্যানিশ এই রেফারি, যার মধ্যে আছেন আর্জেন্টাইন কোচিং স্টাফ ওয়াল্টার সামুয়েল এবং কোচ স্কালোনি। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস দুই দলকেই আটটি করে হলুদ কার্ড দেখিয়েছেন, যেখানে টাইব্রেকারের সময় দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন ডেনজেল ডামফ্রিস। পেনাল্টি শ্যুটআউটের সময় হলুদ কার্ড দেখেন ডাচ ফরোয়ার্ড নোয়া ল্যাং।
এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে লোহাজকে রেফারির দায়িত্ব দেওয়ায় ক্ষেপেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘সবাই দেখেছে কী হয়েছে। ফিফার এ ব্যাপারে ভেবে দেখা উচিত। গুরুত্বপূর্ণ ম্যাচে এমন রেফারি তারা রাখতে পারে না। রেফারি তাঁর কাজে ব্যর্থ হলে তো হবে না।’
মেসির মতো এমিলিয়ানো মার্তিনেজও রেফারি লাহোজের কঠোর সমালোচনা করেছেন। মার্তিনেজ স্প্যানিশ এই রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ‘রেফারি সবকিছু তাদের (নেদারল্যান্ডস) পক্ষে দিচ্ছিলেন। কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ১০ মিনিট দিয়েছেন। দুই থেকে তিনবার বক্সের বাইরে থেকে তাদের ফ্রিকিক নিতে দিয়েছিলেন। তাদেরই গোল করতে দিতে চেয়েছিলেন। তিনি ব্যর্থ রেফারি। তাঁর মতো রেফারি আমরা আর চাই না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে