ক্রীড়া ডেস্ক
২০২১ কোপা আমেরিকা থেকে বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার রাজত্ব শুরু। ফুটবল বিশ্বকাপ, কোপা আমেরিকার মতো মেজর শিরোপা জয়ের পাশাপাশি প্রীতি ম্যাচ, বাছাইপর্বের ম্যাচগুলো জিতে চলেছে আলবিসেলেস্তেরা। তাতে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকের সংখ্যা বেড়ে গেছে কয়েক গুণ। এমন সময়ে আর্জেন্টাইনদের দুঃসংবাদ দিল প্যারাগুয়ে।
আর্জেন্টিনার ম্যাচ বিশ্বের যে মাঠেই হোক না কেন, গ্যালারি কীভাবে আকাশী-নীল জার্সিতে ছেয়ে যায় সেটা সবারই জানা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এ মাসে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শুক্রবার মাঠে নামছে আকাশী নীলরা। প্যারাগুয়ের আসুন সিওনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হচ্ছে আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ। এই ম্যাচে আর্জেন্টিনার জার্সি পরে কেউ স্টেডিয়ামে ঢুকতে পারবেন না বলে জানিয়েছেন প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া। স্পেনের সংবাদমাধ্যম ইএফইকে ভিলাসবোয়া বলেন, ‘স্থানীয় পর্যায়ে এরই মধ্যে সতর্কবার্তা দিয়েছি। প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া কাউকে গ্যালারিতে ঢোকার অনুমতি দেব না। যাঁরা প্রতিপক্ষের জার্সি পরবেন, থাকতে পারবেন না তাঁরা।’
আর্জেন্টিনার ‘প্রাণভোমরা’ লিওনেল মেসির বিশ্বজুড়ে কত ভক্ত-সমর্থক, তা গুণে বের করা কঠিন। গ্যালারিতে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের বেশির ভাগই তাই মেসির ১০ নম্বর জার্সি পরে খেলা দেখেন। মেসির এই আইকনিক জার্সি পরেও খেলা দেখা যাবে না বলে জানিয়েছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। তবে মেসির জন্যই কি এমন নিষেধাজ্ঞা, সেটা অবশ্য বলেননি ভিলাসবোয়া। প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার বলেন,‘নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে এটা হচ্ছে না। ফুটবলারদের ক্যারিয়ারকে আমরা অনেক সম্মান করি। এটা শুধু ঘরের মাঠে সুবিধা পেতে জরুরিভাবে আমরা নিয়েছি।’
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা রয়েছে দারুণ ছন্দে। ২২ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আকাশী নীলরা। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তিন ও চারে থাকা উরুগুয়ে, ব্রাজিল দুই দলেরই সমান ১৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে উরুগুয়ে। এই চারটি দলই খেলেছে ১০টি করে ম্যাচ। প্যারাগুয়ের পর আর্জেন্টিনা খেলবে পেরুর বিপক্ষে। ২০ নভেম্বর আর্জেন্টিনা-পেরু ম্যাচ হবে লা বম্বনেরায়। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।
২০২১ কোপা আমেরিকা থেকে বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার রাজত্ব শুরু। ফুটবল বিশ্বকাপ, কোপা আমেরিকার মতো মেজর শিরোপা জয়ের পাশাপাশি প্রীতি ম্যাচ, বাছাইপর্বের ম্যাচগুলো জিতে চলেছে আলবিসেলেস্তেরা। তাতে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকের সংখ্যা বেড়ে গেছে কয়েক গুণ। এমন সময়ে আর্জেন্টাইনদের দুঃসংবাদ দিল প্যারাগুয়ে।
আর্জেন্টিনার ম্যাচ বিশ্বের যে মাঠেই হোক না কেন, গ্যালারি কীভাবে আকাশী-নীল জার্সিতে ছেয়ে যায় সেটা সবারই জানা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এ মাসে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শুক্রবার মাঠে নামছে আকাশী নীলরা। প্যারাগুয়ের আসুন সিওনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হচ্ছে আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ। এই ম্যাচে আর্জেন্টিনার জার্সি পরে কেউ স্টেডিয়ামে ঢুকতে পারবেন না বলে জানিয়েছেন প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া। স্পেনের সংবাদমাধ্যম ইএফইকে ভিলাসবোয়া বলেন, ‘স্থানীয় পর্যায়ে এরই মধ্যে সতর্কবার্তা দিয়েছি। প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া কাউকে গ্যালারিতে ঢোকার অনুমতি দেব না। যাঁরা প্রতিপক্ষের জার্সি পরবেন, থাকতে পারবেন না তাঁরা।’
আর্জেন্টিনার ‘প্রাণভোমরা’ লিওনেল মেসির বিশ্বজুড়ে কত ভক্ত-সমর্থক, তা গুণে বের করা কঠিন। গ্যালারিতে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের বেশির ভাগই তাই মেসির ১০ নম্বর জার্সি পরে খেলা দেখেন। মেসির এই আইকনিক জার্সি পরেও খেলা দেখা যাবে না বলে জানিয়েছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। তবে মেসির জন্যই কি এমন নিষেধাজ্ঞা, সেটা অবশ্য বলেননি ভিলাসবোয়া। প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার বলেন,‘নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে এটা হচ্ছে না। ফুটবলারদের ক্যারিয়ারকে আমরা অনেক সম্মান করি। এটা শুধু ঘরের মাঠে সুবিধা পেতে জরুরিভাবে আমরা নিয়েছি।’
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা রয়েছে দারুণ ছন্দে। ২২ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আকাশী নীলরা। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তিন ও চারে থাকা উরুগুয়ে, ব্রাজিল দুই দলেরই সমান ১৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে উরুগুয়ে। এই চারটি দলই খেলেছে ১০টি করে ম্যাচ। প্যারাগুয়ের পর আর্জেন্টিনা খেলবে পেরুর বিপক্ষে। ২০ নভেম্বর আর্জেন্টিনা-পেরু ম্যাচ হবে লা বম্বনেরায়। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে