সুপারম্যান, বাজপাখি—এমিলিয়ানো মার্তিনেজকে এসব উপাধি দিলেও তা বাড়াবাড়ি মনে হবে না। আর্জেন্টিনার গোলপোস্টের সামনে তিনি যে অতন্দ্র প্রহরী। দলের বিপদে তিনি আবিভূর্ত হয়ে যান ত্রাতা হিসেবে। লিওনেল মেসির চোখে মার্তিনেজ শুধু আর্জেন্টিনারই নন, পুরো বিশ্বের মধ্যে সেরা গোলরক্ষক।
টাইব্রেকারে যাওয়া মানেই আর্জেন্টিনার জয়—গত কয়েক বছর ধরে এটা বেশ পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ ফুটবল বিশ্বকাপের পর ২০২৪ কোপা আমেরিকাতেও মার্তিনেজ তাঁর খেল দেখাচ্ছেন। নকআউট পর্বে এমন ‘চীনের মহাপ্রাচীর’ ভেদ করে প্রতিপক্ষ দলগুলো গোল করতে রীতিমতো হিমশিম খাচ্ছে। বাজপাখি মার্তিনেজের ডানায় ভর করে আর্জেন্টিনা পার হচ্ছে একের পর এক বৈতরণী। সবশেষ উদাহরণ গতকাল হিউস্টনের এন আর জি স্টেডিয়ামে আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ। মূল ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর চলে যায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনা জিতেছে ৪-২ গোলে। যার মধ্যে মার্তিনেজ বাজপাখির মতো উড়ে নিশ্চিত দুটি গোল বাঁচিয়েছেন।
দলীয় পারফরম্যান্সেই আর্জেন্টিনা সেমিফাইনালে উঠতে পেরেছে বলে মনে করেন মেসি। দলের একত্রিত উদযাপনের ছবি আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। ক্যাপশন দিয়েছেন, ‘আরও এক ধাপ বাকি। কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে আমরা ভুগেছি। সেমিতে আমরা উঠেছি প্রত্যেকের পারফরম্যান্সের সুবাদেই। তার চেয়েও বড় কথা আমাদের দলে বিশ্বের সেরা গোলরক্ষক এমি মার্তিনেজ আছে। এগিয়ে যাও আর্জেন্টিনা।’
মেসি অবশ্য এবারের কোপা আমেরিকায় তেমন একটা উজ্জ্বল নন। ৩ ম্যাচে অ্যাসিস্ট করেছেন এক গোলে। তবে কোনো গোল করতে পারেননি। গোলরক্ষককে একা পেয়ে গোলের সুযোগ হারিয়েছেন। গোলপোস্ট, গোলবারে তাঁর শট আটকে গিয়েছিল। এমনকি চিলির বিপক্ষে মেসিকে ম্যাচের ২৪ মিনিটে চিকিৎসক লা পুলগার থেকে চিকিৎসা নিতে দেখা গেছে।
গ্রুপ পর্বে পেরুর বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। হিউস্টনে গতকাল পেনাল্টি শুটআউটে পানেনকা নিতে গিয়ে শট মিস করেছেন। ১০ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় কানাডার বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিষ্প্রভ মেসি যেন জ্বলে ওঠেন সেমিতে, ভক্ত-সমর্থকদের চাওয়া নিশ্চয় এমনটাই।
আরও পড়ুন:
সুপারম্যান, বাজপাখি—এমিলিয়ানো মার্তিনেজকে এসব উপাধি দিলেও তা বাড়াবাড়ি মনে হবে না। আর্জেন্টিনার গোলপোস্টের সামনে তিনি যে অতন্দ্র প্রহরী। দলের বিপদে তিনি আবিভূর্ত হয়ে যান ত্রাতা হিসেবে। লিওনেল মেসির চোখে মার্তিনেজ শুধু আর্জেন্টিনারই নন, পুরো বিশ্বের মধ্যে সেরা গোলরক্ষক।
টাইব্রেকারে যাওয়া মানেই আর্জেন্টিনার জয়—গত কয়েক বছর ধরে এটা বেশ পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ ফুটবল বিশ্বকাপের পর ২০২৪ কোপা আমেরিকাতেও মার্তিনেজ তাঁর খেল দেখাচ্ছেন। নকআউট পর্বে এমন ‘চীনের মহাপ্রাচীর’ ভেদ করে প্রতিপক্ষ দলগুলো গোল করতে রীতিমতো হিমশিম খাচ্ছে। বাজপাখি মার্তিনেজের ডানায় ভর করে আর্জেন্টিনা পার হচ্ছে একের পর এক বৈতরণী। সবশেষ উদাহরণ গতকাল হিউস্টনের এন আর জি স্টেডিয়ামে আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ। মূল ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর চলে যায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনা জিতেছে ৪-২ গোলে। যার মধ্যে মার্তিনেজ বাজপাখির মতো উড়ে নিশ্চিত দুটি গোল বাঁচিয়েছেন।
দলীয় পারফরম্যান্সেই আর্জেন্টিনা সেমিফাইনালে উঠতে পেরেছে বলে মনে করেন মেসি। দলের একত্রিত উদযাপনের ছবি আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। ক্যাপশন দিয়েছেন, ‘আরও এক ধাপ বাকি। কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে আমরা ভুগেছি। সেমিতে আমরা উঠেছি প্রত্যেকের পারফরম্যান্সের সুবাদেই। তার চেয়েও বড় কথা আমাদের দলে বিশ্বের সেরা গোলরক্ষক এমি মার্তিনেজ আছে। এগিয়ে যাও আর্জেন্টিনা।’
মেসি অবশ্য এবারের কোপা আমেরিকায় তেমন একটা উজ্জ্বল নন। ৩ ম্যাচে অ্যাসিস্ট করেছেন এক গোলে। তবে কোনো গোল করতে পারেননি। গোলরক্ষককে একা পেয়ে গোলের সুযোগ হারিয়েছেন। গোলপোস্ট, গোলবারে তাঁর শট আটকে গিয়েছিল। এমনকি চিলির বিপক্ষে মেসিকে ম্যাচের ২৪ মিনিটে চিকিৎসক লা পুলগার থেকে চিকিৎসা নিতে দেখা গেছে।
গ্রুপ পর্বে পেরুর বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। হিউস্টনে গতকাল পেনাল্টি শুটআউটে পানেনকা নিতে গিয়ে শট মিস করেছেন। ১০ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় কানাডার বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিষ্প্রভ মেসি যেন জ্বলে ওঠেন সেমিতে, ভক্ত-সমর্থকদের চাওয়া নিশ্চয় এমনটাই।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে