বিশ্ব ফুটবলকে অসংখ্য তারকা ফুটবলার উপহার দিয়েছে ব্রাজিল। প্রতিভা তৈরিতেও অন্যদের থেকে যোজন যোজন এগিয়ে সেলেসাওরা। প্রায়ই নতুন নতুন প্রতিভা বের করে এনে ফুটবল বিশ্বকে চমকে দেয় দেশটি। যার প্রমাণ ফুটবল সম্রাট পেলে থেকে শুরু করে হালের ভিনিসিয়াস জুনিয়রের দিকে তাকালে পাওয়া যাবে। তবে সাম্প্রতিক অতীতে ব্রাজিল দল অতিমাত্রায় নেইমার নির্ভর হয়ে পড়েছিল। সেই ধারা থেকে এখন ব্রাজিল বেরিয়ে এসেছে বলে দাবি করেছেন কোচ তিতে। জানিয়েছেন, নতুন প্রজন্মের ওপর নির্ভরতার কথাও।
২০১৪ বিশ্বকাপ ছিল ব্রাজিলের ঘরের মাটিতেই। অনেক আশা নিয়ে তাঁরা বিশ্বকাপ শুরু করেছিল। কিন্তু নেইমারের ইনজুরি বিশ্বকাপের চিত্রপট পাল্টে দিয়েছিল। জার্মানির বিপক্ষে ৭-০ গোলে হারের পেছনে তাঁর না খেলার বিষয়টি সামনে এনেছিল ব্রাজিল। নেইমারের ওপর দল কতটা নির্ভর ছিল সেই প্রমাণ ছিল ওই ম্যাচটি।
এখন ব্রাজিলের মূল স্কোয়াডের বাইরেও অনেক মেধাবী তরুণ খেলোয়াড় দলের আশপাশে আছে। যাঁরা সুযোগ পেলেই নিজেদের প্রতিভার ছাপ রাখছেন। ভিনিসিয়াস, রদ্রিগো, অ্যান্টনি, গ্যাব্রিয়েল মার্টিন এই উদীয়মান তারকাদের মধ্যে অন্যতম। ফলে নেইমারদের গুরুকে এখন আর কোনো একক খেলোয়াড়ের ওপর আস্থা রাখতে হচ্ছে না।
কোচ তিতে জাপানের মুখোমুখি হওয়ার আগে স্পষ্ট করে বলেছেন, ‘আমাদের হাতে নতুন প্রজন্ম আছে। তাঁরা দলে সুযোগ পেলেই ভালো করছে। তাই ব্রাজিল এখন আর নেইমারের ওপর নির্ভরশীল নয়। তাঁকে ছাড়াও দল ম্যাচ জিততে পারে’।
এ সময় নিজের দায়িত্ব নিয়ে তিতে বলেছেন, ‘আমি অনেক দিন ধরে ব্রাজিল দলের দায়িত্বে আছি। এই সময় আমি যেমন অনেক কিছু ভুল করেছি, তেমনি অনেক ভালো কাজও করেছি’।
বিশ্ব ফুটবলকে অসংখ্য তারকা ফুটবলার উপহার দিয়েছে ব্রাজিল। প্রতিভা তৈরিতেও অন্যদের থেকে যোজন যোজন এগিয়ে সেলেসাওরা। প্রায়ই নতুন নতুন প্রতিভা বের করে এনে ফুটবল বিশ্বকে চমকে দেয় দেশটি। যার প্রমাণ ফুটবল সম্রাট পেলে থেকে শুরু করে হালের ভিনিসিয়াস জুনিয়রের দিকে তাকালে পাওয়া যাবে। তবে সাম্প্রতিক অতীতে ব্রাজিল দল অতিমাত্রায় নেইমার নির্ভর হয়ে পড়েছিল। সেই ধারা থেকে এখন ব্রাজিল বেরিয়ে এসেছে বলে দাবি করেছেন কোচ তিতে। জানিয়েছেন, নতুন প্রজন্মের ওপর নির্ভরতার কথাও।
২০১৪ বিশ্বকাপ ছিল ব্রাজিলের ঘরের মাটিতেই। অনেক আশা নিয়ে তাঁরা বিশ্বকাপ শুরু করেছিল। কিন্তু নেইমারের ইনজুরি বিশ্বকাপের চিত্রপট পাল্টে দিয়েছিল। জার্মানির বিপক্ষে ৭-০ গোলে হারের পেছনে তাঁর না খেলার বিষয়টি সামনে এনেছিল ব্রাজিল। নেইমারের ওপর দল কতটা নির্ভর ছিল সেই প্রমাণ ছিল ওই ম্যাচটি।
এখন ব্রাজিলের মূল স্কোয়াডের বাইরেও অনেক মেধাবী তরুণ খেলোয়াড় দলের আশপাশে আছে। যাঁরা সুযোগ পেলেই নিজেদের প্রতিভার ছাপ রাখছেন। ভিনিসিয়াস, রদ্রিগো, অ্যান্টনি, গ্যাব্রিয়েল মার্টিন এই উদীয়মান তারকাদের মধ্যে অন্যতম। ফলে নেইমারদের গুরুকে এখন আর কোনো একক খেলোয়াড়ের ওপর আস্থা রাখতে হচ্ছে না।
কোচ তিতে জাপানের মুখোমুখি হওয়ার আগে স্পষ্ট করে বলেছেন, ‘আমাদের হাতে নতুন প্রজন্ম আছে। তাঁরা দলে সুযোগ পেলেই ভালো করছে। তাই ব্রাজিল এখন আর নেইমারের ওপর নির্ভরশীল নয়। তাঁকে ছাড়াও দল ম্যাচ জিততে পারে’।
এ সময় নিজের দায়িত্ব নিয়ে তিতে বলেছেন, ‘আমি অনেক দিন ধরে ব্রাজিল দলের দায়িত্বে আছি। এই সময় আমি যেমন অনেক কিছু ভুল করেছি, তেমনি অনেক ভালো কাজও করেছি’।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫