ক্রীড়া ডেস্ক
সাবেক আর্সেনাল ও ঘানার জাতীয় দলের মিডফিল্ডার থমাস পার্টে ধর্ষণ ও যৌন নিপীড়নের একাধিক অভিযোগে জামিন পেয়েছেন। আজ লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হাজির হলে আদালত তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দেন।
৩২ বছর বয়সী পার্টের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২১ ও ২০২২ সালের মধ্যে দুই নারীকে পাঁচবার ধর্ষণ এবং তৃতীয় এক নারীকে যৌন নিপীড়ন করেন। অভিযোগ অনুযায়ী, এসব ঘটনার সময় তিনি ইংলিশ লিগের ক্লাব আর্সেনালের হয়ে খেলছিলেন।
এ বছরের জুন শেষে আর্সেনালের সঙ্গে থমাসের চুক্তির মেয়াদ শেষ হয়। এর চার দিন পরেই তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। আদালতে হাজিরার সময় থমাসের পরনে ছিল কালো জিপ-আপ সোয়েটার ও হাতে ছিল নেভি ব্লেজার। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নিজের নাম নিশ্চিত করেন এবং জামিনের শর্তগুলো বুঝেছেন বলেও জানান।
শর্ত অনুযায়ী, তিনি অভিযোগকারী তিন নারীর কারও সঙ্গেই কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না। এ ছাড়া যদি তিনি স্থায়ী ঠিকানা পরিবর্তন করেন কিংবা বিদেশ ভ্রমণে যান, তাহলে তা পুলিশকে জানাতে হবে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে একটি ধর্ষণের অভিযোগ পাওয়ার পর থেকে এ বিষয়ে তদন্ত শুরু হয়। দীর্ঘ তদন্তের পর এসব অভিযোগ আনা হয়েছে।
থমাসের আইনজীবী জেনি উইল্টশায়ার এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁর মক্কেল (অভিযুক্ত) সব অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বিশ্বাস করেন, আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ তাঁর হয়ে উঠবে সত্য প্রতিষ্ঠার মাধ্যমে। মামলার পরবর্তী শুনানি আগামী ২ সেপ্টেম্বর। ওল্ড বেইলি আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
সাবেক আর্সেনাল ও ঘানার জাতীয় দলের মিডফিল্ডার থমাস পার্টে ধর্ষণ ও যৌন নিপীড়নের একাধিক অভিযোগে জামিন পেয়েছেন। আজ লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হাজির হলে আদালত তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দেন।
৩২ বছর বয়সী পার্টের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২১ ও ২০২২ সালের মধ্যে দুই নারীকে পাঁচবার ধর্ষণ এবং তৃতীয় এক নারীকে যৌন নিপীড়ন করেন। অভিযোগ অনুযায়ী, এসব ঘটনার সময় তিনি ইংলিশ লিগের ক্লাব আর্সেনালের হয়ে খেলছিলেন।
এ বছরের জুন শেষে আর্সেনালের সঙ্গে থমাসের চুক্তির মেয়াদ শেষ হয়। এর চার দিন পরেই তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। আদালতে হাজিরার সময় থমাসের পরনে ছিল কালো জিপ-আপ সোয়েটার ও হাতে ছিল নেভি ব্লেজার। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নিজের নাম নিশ্চিত করেন এবং জামিনের শর্তগুলো বুঝেছেন বলেও জানান।
শর্ত অনুযায়ী, তিনি অভিযোগকারী তিন নারীর কারও সঙ্গেই কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না। এ ছাড়া যদি তিনি স্থায়ী ঠিকানা পরিবর্তন করেন কিংবা বিদেশ ভ্রমণে যান, তাহলে তা পুলিশকে জানাতে হবে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে একটি ধর্ষণের অভিযোগ পাওয়ার পর থেকে এ বিষয়ে তদন্ত শুরু হয়। দীর্ঘ তদন্তের পর এসব অভিযোগ আনা হয়েছে।
থমাসের আইনজীবী জেনি উইল্টশায়ার এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁর মক্কেল (অভিযুক্ত) সব অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বিশ্বাস করেন, আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ তাঁর হয়ে উঠবে সত্য প্রতিষ্ঠার মাধ্যমে। মামলার পরবর্তী শুনানি আগামী ২ সেপ্টেম্বর। ওল্ড বেইলি আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে