এবারের মৌসুম শেষে বার্সেলোনা ছেড়েছেন জর্দি আলবা। আর লিওনেল মেসি বার্সা ছেড়েছেন প্রায় দুই বছর আগে। আরও একবার দুজনে একসঙ্গে খেলার সম্ভাবনা রয়েছে।
মেসি-আলবার সম্ভাব্য পুনর্মিলনীর কথা জানিয়েছে মুন্দো দেপোর্তিভো। স্প্যানিশ এই সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, টোটাল অ্যালোকেশন মানি (ট্যাম) প্রক্রিয়ার মাধ্যমে মেসি, সার্জিও বুসকেতস, আলবার মতো ফুটবলারদের নেওয়ার চেষ্টা করছে মেজর লিগ সকার (এমএলএস)। বেতনের সীমাবদ্ধতা সংক্রান্ত ঝামেলা এড়াতেই এগোচ্ছে এমএলএস। ট্যাম প্রক্রিয়ায় প্রতি ফুটবলারকে গড়ে দেওয়া হতে পারে ২০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ২১ কোটি ৬০ লাখ টাকা। আর ফ্রী এজেন্ট আলবা এরই মধ্যে ইন্টার মিয়ামিতে যাওয়ার কাজ অনেকটাই সেরে ফেলেছেন। স্প্যানিশ এই সংবাদমাধ্যম আরও জানিয়েছে, আলবাকে ইউরোপে রাখতে ইন্টার মিলান ও আতলেতিকো মাদ্রিদ তাঁকে (আলবা) নেওয়ার আগ্রহ দেখিয়েছে। সৌদি আরবের ক্লাব ফুটবল থেকেও স্প্যানিশ এই লেফট ব্যাককে নেওয়ার আগ্রহ দেখানো হয়েছে।
২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যান মেসি। এবারের মৌসুম শেষে আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে পিএসজির পথচলা শেষ হয়। আনুষ্ঠানিক চুক্তি না হলেও ফ্রী এজেন্ট মেসির ইন্টার মিয়ামিতে যাওয়া অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে তিনি মিয়ামিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার কদিন আগে জানিয়েছে, ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে মেসি ৯০ লাখ মার্কিন ডলারে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন (বাংলাদেশি ৯৭ কোটি ৩৯ লাখ টাকা)। ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। আর ২০১২ থেকে ২০২১-এই ৯ বছর বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন মেসি ও আলবা। বার্সার হয়ে দুজনে পাঁচটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ জেতেন তিনি।
এবারের মৌসুম শেষে বার্সেলোনা ছেড়েছেন জর্দি আলবা। আর লিওনেল মেসি বার্সা ছেড়েছেন প্রায় দুই বছর আগে। আরও একবার দুজনে একসঙ্গে খেলার সম্ভাবনা রয়েছে।
মেসি-আলবার সম্ভাব্য পুনর্মিলনীর কথা জানিয়েছে মুন্দো দেপোর্তিভো। স্প্যানিশ এই সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, টোটাল অ্যালোকেশন মানি (ট্যাম) প্রক্রিয়ার মাধ্যমে মেসি, সার্জিও বুসকেতস, আলবার মতো ফুটবলারদের নেওয়ার চেষ্টা করছে মেজর লিগ সকার (এমএলএস)। বেতনের সীমাবদ্ধতা সংক্রান্ত ঝামেলা এড়াতেই এগোচ্ছে এমএলএস। ট্যাম প্রক্রিয়ায় প্রতি ফুটবলারকে গড়ে দেওয়া হতে পারে ২০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ২১ কোটি ৬০ লাখ টাকা। আর ফ্রী এজেন্ট আলবা এরই মধ্যে ইন্টার মিয়ামিতে যাওয়ার কাজ অনেকটাই সেরে ফেলেছেন। স্প্যানিশ এই সংবাদমাধ্যম আরও জানিয়েছে, আলবাকে ইউরোপে রাখতে ইন্টার মিলান ও আতলেতিকো মাদ্রিদ তাঁকে (আলবা) নেওয়ার আগ্রহ দেখিয়েছে। সৌদি আরবের ক্লাব ফুটবল থেকেও স্প্যানিশ এই লেফট ব্যাককে নেওয়ার আগ্রহ দেখানো হয়েছে।
২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যান মেসি। এবারের মৌসুম শেষে আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে পিএসজির পথচলা শেষ হয়। আনুষ্ঠানিক চুক্তি না হলেও ফ্রী এজেন্ট মেসির ইন্টার মিয়ামিতে যাওয়া অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে তিনি মিয়ামিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার কদিন আগে জানিয়েছে, ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে মেসি ৯০ লাখ মার্কিন ডলারে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন (বাংলাদেশি ৯৭ কোটি ৩৯ লাখ টাকা)। ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। আর ২০১২ থেকে ২০২১-এই ৯ বছর বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন মেসি ও আলবা। বার্সার হয়ে দুজনে পাঁচটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ জেতেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫