৩২ মিনিটের মধ্যে জোড়া গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবু কিনা জয় নিয়ে দুর্ভাবনায় পড়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড! ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তলানিতে থাকা নরউইচ সিটি দুই গোল হজমের পর দারুণভাবে ফিরে আসে ম্যাচে। শেষ পর্যন্ত পয়েন্ট হারাতে হয়নি রেড ডেভিলসদের। ৭৬ মিনিটে জয়সূচক গোল করে ম্যানইউকে উচ্ছ্বাসে ভাসান সেই রোনালদোই।
পর্তুগিজ তারকার তিনটা গোলই হলো দেখার মতো। একটা গোলের তুলনা হতে পারে অন্যটা। ম্যাচের শেষ দিকে ৩৫ গজি দূরত্বের ফ্রি-কিক থেকে দারুণ এক শটে শেষবারের মতো নরউইচ সিটির জাল কাঁপান রোনালদো। তাঁর প্রথম গোলটা ম্যাচের ৭ মিনিটে। ২৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ যুবরাজ। ম্যাচটা ওখানেই শেষ হয়ে গেছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু নরউইচ সিটির ঘুম ভাঙল দুই গোল হজমের পর।
প্রথমার্ধের শেষ দিকে ম্যানইউকে একটি গোলের শোধ দেন কিয়েরান ডাওয়েল। বিরতি থেকে ফিরেই স্কোর লাইন ২-২ করেন টিমু পুক্কি। কিন্তু সমতায় ফিরলেও নরউইচ সিটির শেষ রক্ষা হয়নি। সেই রোনালদোই তাদের স্বপ্নের প্রত্যাবর্তন মাটি করে দেন। টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর অবশেষে জয়ে ফিরল ম্যানইউ। লিগের চলতি মৌসুমে এটা তাদের ১৫ তম জয়। থ্রিলার জয়ে দুই ধাপ এগিয়ে রোনালদোরা উঠে এলেন পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট তাঁদের।
ম্যানইউর উৎসব কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে লিগের অন্য ম্যাচে চার ও ছয় নম্বরে থাকা টটেনহাম হটস্পার ও আর্সেনাল হেরে যাওয়ায়। ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে টটেনহাম হেরেছে ১-০ গোলে। একই ব্যবধানে সাউদাম্পটনের মাঠে গিয়ে আবার হেরেছে আর্সেনাল। লিগে এ নিয়ে টানা তিন ম্যাচ হারল গানাররা। ৩১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে নেমেছে আর্সেনাল। তবে ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার চারে থাকল টটেনহাম। শীর্ষ দুই দল ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের পয়েন্ট যথাক্রমে ৭৪ ও ৭৩।
৩২ মিনিটের মধ্যে জোড়া গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবু কিনা জয় নিয়ে দুর্ভাবনায় পড়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড! ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তলানিতে থাকা নরউইচ সিটি দুই গোল হজমের পর দারুণভাবে ফিরে আসে ম্যাচে। শেষ পর্যন্ত পয়েন্ট হারাতে হয়নি রেড ডেভিলসদের। ৭৬ মিনিটে জয়সূচক গোল করে ম্যানইউকে উচ্ছ্বাসে ভাসান সেই রোনালদোই।
পর্তুগিজ তারকার তিনটা গোলই হলো দেখার মতো। একটা গোলের তুলনা হতে পারে অন্যটা। ম্যাচের শেষ দিকে ৩৫ গজি দূরত্বের ফ্রি-কিক থেকে দারুণ এক শটে শেষবারের মতো নরউইচ সিটির জাল কাঁপান রোনালদো। তাঁর প্রথম গোলটা ম্যাচের ৭ মিনিটে। ২৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ যুবরাজ। ম্যাচটা ওখানেই শেষ হয়ে গেছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু নরউইচ সিটির ঘুম ভাঙল দুই গোল হজমের পর।
প্রথমার্ধের শেষ দিকে ম্যানইউকে একটি গোলের শোধ দেন কিয়েরান ডাওয়েল। বিরতি থেকে ফিরেই স্কোর লাইন ২-২ করেন টিমু পুক্কি। কিন্তু সমতায় ফিরলেও নরউইচ সিটির শেষ রক্ষা হয়নি। সেই রোনালদোই তাদের স্বপ্নের প্রত্যাবর্তন মাটি করে দেন। টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর অবশেষে জয়ে ফিরল ম্যানইউ। লিগের চলতি মৌসুমে এটা তাদের ১৫ তম জয়। থ্রিলার জয়ে দুই ধাপ এগিয়ে রোনালদোরা উঠে এলেন পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট তাঁদের।
ম্যানইউর উৎসব কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে লিগের অন্য ম্যাচে চার ও ছয় নম্বরে থাকা টটেনহাম হটস্পার ও আর্সেনাল হেরে যাওয়ায়। ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে টটেনহাম হেরেছে ১-০ গোলে। একই ব্যবধানে সাউদাম্পটনের মাঠে গিয়ে আবার হেরেছে আর্সেনাল। লিগে এ নিয়ে টানা তিন ম্যাচ হারল গানাররা। ৩১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে নেমেছে আর্সেনাল। তবে ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার চারে থাকল টটেনহাম। শীর্ষ দুই দল ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের পয়েন্ট যথাক্রমে ৭৪ ও ৭৩।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫