লিওনেল মেসি ইন্টার মায়ামিতে আসছেন—কয়েক মাস আগেও এমন কথা শোনা যেত নিয়মিত। সেই সময় মেসিকে নিয়ে মন্তব্য করেন মায়ামির গোলরক্ষক নিক মার্শম্যান। মার্শম্যানের সঙ্গে এবার সম্পর্ক ছিন্ন করল মায়ামি।
এ বছরের জুনে মেসির ইন্টার মায়ামিতে আসা নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল মার্শম্যানকে। মার্শম্যানের মতে, আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে নিয়ে প্রস্তুত ছিল না মায়ামি। ইএসপিএনকে তখন ইন্টার মায়ামির গোলরক্ষক বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি মেসির আসার জন্য মায়ামি প্রস্তুত নয়। আমাদের স্টেডিয়াম এখনো অস্থায়ী। কোনো গেট না থাকায় মানুষ সহজেই স্টেডিয়ামে চলে আসতে পারে। নিরাপত্তা ছাড়াই আমরা স্টেডিয়াম থেকে বের হই। তারা এখনো (মায়ামি) প্রস্তুত নয়।’ এই মন্তব্যের দুই মাসের মধ্যে মার্শম্যানের সঙ্গে চুক্তি বাতিল করেছে মায়ামি।
মেসির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা ইন্টার মায়ামি দিয়েছে ১৫ জুলাই। ২০২৫ পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি হয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। মায়ামির মালিক হোর্হে মাস এক বিবৃতিতে বলেন, ‘লিও মেসি ও তার পরিবারকে নতুন পরিবেশে স্বাগত জানাতে পেরে বেশ সম্মানিত বোধ করছি। ২০১৮ সালে আমরা একটি অভিজাত ক্লাব তৈরির অঙ্গীকার করেছিলাম, যাতে বিশ্বের বিখ্যাত খেলোয়াড়েরা খেলতে আগ্রহী হয়। ভক্তদের আন্তরিক ধন্যবাদ দিতে চাই এবং বলতে চাই যে কখনো আস্থা হারাবেন না। একসঙ্গে আমরা স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারব।’ এরপর মেসি বলেন, ‘ইন্টার মায়ামি ও যুক্তরাষ্ট্রে ক্যারিয়ারের পরবর্তী যাত্রা শুরু করার ব্যাপারে বেশ রোমাঞ্চিত।’
চুক্তির পরদিনই ‘দ্য আনভেইল’ অনুষ্ঠানের আয়োজন করে ইন্টার মায়ামি। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সপরিবারে এসেছিলেন সবার মধ্যমণি মেসি। অনুষ্ঠানে ক্লাবের মালিক মাস, সহসত্বাধিকারী ডেভিড বেকহামও ছিলেন। এরপর ২১ জুলাই লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির জার্সিতে মেসির অভিষেক হয়। সেই ম্যাচে বদলি হিসেবে নামানো হয় তাঁকে। শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রিকিকে অভিষেকেই গোল করেন মেসি। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ৭ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। টানা তিন ম্যাচে করেছেন জোড়া গোল।
লিওনেল মেসি ইন্টার মায়ামিতে আসছেন—কয়েক মাস আগেও এমন কথা শোনা যেত নিয়মিত। সেই সময় মেসিকে নিয়ে মন্তব্য করেন মায়ামির গোলরক্ষক নিক মার্শম্যান। মার্শম্যানের সঙ্গে এবার সম্পর্ক ছিন্ন করল মায়ামি।
এ বছরের জুনে মেসির ইন্টার মায়ামিতে আসা নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল মার্শম্যানকে। মার্শম্যানের মতে, আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে নিয়ে প্রস্তুত ছিল না মায়ামি। ইএসপিএনকে তখন ইন্টার মায়ামির গোলরক্ষক বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি মেসির আসার জন্য মায়ামি প্রস্তুত নয়। আমাদের স্টেডিয়াম এখনো অস্থায়ী। কোনো গেট না থাকায় মানুষ সহজেই স্টেডিয়ামে চলে আসতে পারে। নিরাপত্তা ছাড়াই আমরা স্টেডিয়াম থেকে বের হই। তারা এখনো (মায়ামি) প্রস্তুত নয়।’ এই মন্তব্যের দুই মাসের মধ্যে মার্শম্যানের সঙ্গে চুক্তি বাতিল করেছে মায়ামি।
মেসির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা ইন্টার মায়ামি দিয়েছে ১৫ জুলাই। ২০২৫ পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি হয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। মায়ামির মালিক হোর্হে মাস এক বিবৃতিতে বলেন, ‘লিও মেসি ও তার পরিবারকে নতুন পরিবেশে স্বাগত জানাতে পেরে বেশ সম্মানিত বোধ করছি। ২০১৮ সালে আমরা একটি অভিজাত ক্লাব তৈরির অঙ্গীকার করেছিলাম, যাতে বিশ্বের বিখ্যাত খেলোয়াড়েরা খেলতে আগ্রহী হয়। ভক্তদের আন্তরিক ধন্যবাদ দিতে চাই এবং বলতে চাই যে কখনো আস্থা হারাবেন না। একসঙ্গে আমরা স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারব।’ এরপর মেসি বলেন, ‘ইন্টার মায়ামি ও যুক্তরাষ্ট্রে ক্যারিয়ারের পরবর্তী যাত্রা শুরু করার ব্যাপারে বেশ রোমাঞ্চিত।’
চুক্তির পরদিনই ‘দ্য আনভেইল’ অনুষ্ঠানের আয়োজন করে ইন্টার মায়ামি। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সপরিবারে এসেছিলেন সবার মধ্যমণি মেসি। অনুষ্ঠানে ক্লাবের মালিক মাস, সহসত্বাধিকারী ডেভিড বেকহামও ছিলেন। এরপর ২১ জুলাই লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির জার্সিতে মেসির অভিষেক হয়। সেই ম্যাচে বদলি হিসেবে নামানো হয় তাঁকে। শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রিকিকে অভিষেকেই গোল করেন মেসি। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ৭ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। টানা তিন ম্যাচে করেছেন জোড়া গোল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫