ক্রীড়া ডেস্ক
গতকাল রাতে রিও ডি জেনেইরোতে পৌঁছেই রঙিন সংবর্ধনা পেলেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পরই বদলে গেল ইতালিয়ান কোচের খোলসও! তাঁর পরনে শোভা পাচ্ছে এখন ব্রাজিল ফুটবল দলের জার্সি-টুপি-কোট।
রিও ডি জেনেইরোর গালেয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আনচেলত্তি। এ সময় তার মাথায় ছিল ব্রাজিল দলের হলুদ টুপি, যা দেখে ভক্ত-সমর্থকেরা এই মধ্যে প্রশংসায় ভাসাচ্ছেন। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত তার যাত্রা বিশেষ ক্যামেরায় ধারণ করা হয়। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তার আগমনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছে—‘স্বাগত, কার্লো আনচেলত্তি। এখন ব্রাজিলই আপনার ঘর।’
কিংবদন্তি কোচকে পেয়ে উচ্ছ্বসিত ব্রাজিল। আনচেলত্তিকে বরণ করতে অপেক্ষা করছিলেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের নতুন সভাপতি সামির জাউদ। আনচেলত্তিকে তুলে দেন ব্রাজিলের একটি ‘১০ নম্বর’ জার্সি। সিবিএফের সদ্য নির্বাচিত সভাপতি সামির ২৭টি রাজ্য ফুটবল ফেডারেশনের মধ্যে ২৫ টির সমর্থন পেয়ে দায়িত্বে এসেছেন।
আনচেলত্তির আগমনকে আশীর্বাদ হিসেবে দেখছেন সামির, ‘ক্রাইস্ট দ্য রিডিমার যেন আশীর্বাদ করেন আমাদের মিস্টার কার্লো আনচেলত্তিকে। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং জাতির শক্তি নিয়ে আমরা যেন সেই বহু কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ জয়ে পৌঁছাতে পারি।’
সামিরের মতে, এখনই সময় ব্রাজিল ফুটবলের আবারও দারুণ কিছু অর্জনের। তিনি বলেন, ‘ব্রাজিলের জনগণকে জাতীয় দলের সঙ্গে আবার জুড়ে দেওয়ার এটাই সময়। দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য না পাওয়ার ফলে সম্পর্ক কিছুটা ছিন্ন হয়েছে, তা পুনঃস্থাপন করতে হবে।’
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন, আজ আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের কোচ হিসেবে পরিচিত হবেন আনচেলত্তি। একই দিন তিনি প্রথম স্কোয়াড ঘোষণা করবেন, কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করবেন এবং নতুন সিবিএফ সভাপতি সামির জাউদ ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
ব্রাজিলের ডাগআউটে আনচেলত্তির অভিষেক হবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে। তারপর ১০ জুন প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ৩০ বছরের ক্লাব কোচিং ক্যারিয়ারে ৩১টি ট্রফি জিতেছেন আনচেলত্তি। বর্ষসেরা কোচ হয়েছেন ৪ বার। প্রথমবার দায়িত্ব নিলেন কোনো জাতীয় দলের প্রধান কোচ হিসেবে। টাচলাইন থেকে এই অধ্যায় তিনি কেমন খেলবেন সেটিই এবার দেখার অপেক্ষায় নিশ্চয়ই ব্রাজিল সমর্থকেরা।
গতকাল রাতে রিও ডি জেনেইরোতে পৌঁছেই রঙিন সংবর্ধনা পেলেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পরই বদলে গেল ইতালিয়ান কোচের খোলসও! তাঁর পরনে শোভা পাচ্ছে এখন ব্রাজিল ফুটবল দলের জার্সি-টুপি-কোট।
রিও ডি জেনেইরোর গালেয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আনচেলত্তি। এ সময় তার মাথায় ছিল ব্রাজিল দলের হলুদ টুপি, যা দেখে ভক্ত-সমর্থকেরা এই মধ্যে প্রশংসায় ভাসাচ্ছেন। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত তার যাত্রা বিশেষ ক্যামেরায় ধারণ করা হয়। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তার আগমনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছে—‘স্বাগত, কার্লো আনচেলত্তি। এখন ব্রাজিলই আপনার ঘর।’
কিংবদন্তি কোচকে পেয়ে উচ্ছ্বসিত ব্রাজিল। আনচেলত্তিকে বরণ করতে অপেক্ষা করছিলেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের নতুন সভাপতি সামির জাউদ। আনচেলত্তিকে তুলে দেন ব্রাজিলের একটি ‘১০ নম্বর’ জার্সি। সিবিএফের সদ্য নির্বাচিত সভাপতি সামির ২৭টি রাজ্য ফুটবল ফেডারেশনের মধ্যে ২৫ টির সমর্থন পেয়ে দায়িত্বে এসেছেন।
আনচেলত্তির আগমনকে আশীর্বাদ হিসেবে দেখছেন সামির, ‘ক্রাইস্ট দ্য রিডিমার যেন আশীর্বাদ করেন আমাদের মিস্টার কার্লো আনচেলত্তিকে। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং জাতির শক্তি নিয়ে আমরা যেন সেই বহু কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ জয়ে পৌঁছাতে পারি।’
সামিরের মতে, এখনই সময় ব্রাজিল ফুটবলের আবারও দারুণ কিছু অর্জনের। তিনি বলেন, ‘ব্রাজিলের জনগণকে জাতীয় দলের সঙ্গে আবার জুড়ে দেওয়ার এটাই সময়। দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য না পাওয়ার ফলে সম্পর্ক কিছুটা ছিন্ন হয়েছে, তা পুনঃস্থাপন করতে হবে।’
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন, আজ আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের কোচ হিসেবে পরিচিত হবেন আনচেলত্তি। একই দিন তিনি প্রথম স্কোয়াড ঘোষণা করবেন, কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করবেন এবং নতুন সিবিএফ সভাপতি সামির জাউদ ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
ব্রাজিলের ডাগআউটে আনচেলত্তির অভিষেক হবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে। তারপর ১০ জুন প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ৩০ বছরের ক্লাব কোচিং ক্যারিয়ারে ৩১টি ট্রফি জিতেছেন আনচেলত্তি। বর্ষসেরা কোচ হয়েছেন ৪ বার। প্রথমবার দায়িত্ব নিলেন কোনো জাতীয় দলের প্রধান কোচ হিসেবে। টাচলাইন থেকে এই অধ্যায় তিনি কেমন খেলবেন সেটিই এবার দেখার অপেক্ষায় নিশ্চয়ই ব্রাজিল সমর্থকেরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে