আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল নিজেদের ম্যাচে একই ব্যবধানে জিতেছে। হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। অন্যদিকে ঘানাকে ঠিক ৩-০ গোলেই হারিয়েছে ব্রাজিল। হন্ডুরাসকে হারিয়ে একটি রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।
টানা ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড করতে না পারলেও নিজেদের রেকর্ড ভেঙেছে আর্জেন্টিনা। এর আগে ৩৩ ম্যাচ অপরাজিত ছিল আলবিসেলেস্তারা। রেকর্ডটি ছিল নব্বইয়ের দশকে ১৯৯১ থেকে ৯৩ সাল পর্যন্ত আলফিও বাসিলের অধীনে। ৩৩ ম্যাচ অপরাজিত থাকার মধ্যে দুটি ছিল ‘রেস্ট অব আমেরিকা’ ও ‘রেস্ট অব ওয়ার্ল্ড’-এর বিপক্ষে। হন্ডুরাসকে হারিয়ে এবার সেই রেকর্ড ভেঙে দিলেন মেসি-মার্তিনেজরা।
বিশ্ব রেকর্ড ভাঙতে হলে আরও চার ম্যাচ টানা জিততে হবে মেসি-আনহেল দি মারিয়াদের। টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি করেছে এবারের বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালি। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩৭ ম্যাচ জিতে বিশ্ব রেকর্ডটি গড়ে আজ্জুরিরা।
যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে প্রতিপক্ষের বিপক্ষে ১৬ মিনিটে গোল পায় আর্জেন্টিনা। পাপু গোমেজের বাড়ানো বলে গোলটি করেন লাউতারা মার্তিনেজ। প্রথম গোলের সহায়তার পাশাপাশি জোড়া গোল করেছেন খুদে জাদুকর। আর্জেন্টাইন তারকা নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেছেন স্পটকিকে। ৬৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেছেন দুর্দান্ত চিপে। তাঁর এই গোল থামানোর সাধ্য ছিল না হন্ডুরাসের গোলকিপারের।
অন্য প্রীতি ম্যাচে ঘানাকে নিয়ে অনেকটা ছেলেখেলা খেলেছে ব্রাজিল। যদিও ৩-০ গোলের স্কোরলাইন দেখে বোঝা যাবে না। ম্যাচে জোড়া গোল করেছেন রিচার্লিসন আর অন্যটি করেছেন মার্কিনিওস। প্রথমার্ধেই ৩ গোল পাওয়ায় দ্বিতীয়ার্ধে বেঞ্চের শক্তি বাজিয়ে দেখেছেন কোচ তিতে।
খেলা শুরুর ৮ মিনিটে রাফিনহার কর্নার থেকে দলকে হেডে প্রথম লিড এনে দেন মার্কিনিওস। আর ২৭ মিনিটে ডান প্রান্ত থেকে নেইমারের বাড়ানো চলন্ত বলে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন রিচার্লিসন। ঘানার জালে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড শেষ গোলটি করেন হেডে। ফ্রি কিকের মাধ্যমে এই গোলেও নেইমারের সহায়তা ছিল। ম্যাচে গোল করতে না পারলেও দুর্দান্ত খেলেছেন নেইমার।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল নিজেদের ম্যাচে একই ব্যবধানে জিতেছে। হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। অন্যদিকে ঘানাকে ঠিক ৩-০ গোলেই হারিয়েছে ব্রাজিল। হন্ডুরাসকে হারিয়ে একটি রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।
টানা ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড করতে না পারলেও নিজেদের রেকর্ড ভেঙেছে আর্জেন্টিনা। এর আগে ৩৩ ম্যাচ অপরাজিত ছিল আলবিসেলেস্তারা। রেকর্ডটি ছিল নব্বইয়ের দশকে ১৯৯১ থেকে ৯৩ সাল পর্যন্ত আলফিও বাসিলের অধীনে। ৩৩ ম্যাচ অপরাজিত থাকার মধ্যে দুটি ছিল ‘রেস্ট অব আমেরিকা’ ও ‘রেস্ট অব ওয়ার্ল্ড’-এর বিপক্ষে। হন্ডুরাসকে হারিয়ে এবার সেই রেকর্ড ভেঙে দিলেন মেসি-মার্তিনেজরা।
বিশ্ব রেকর্ড ভাঙতে হলে আরও চার ম্যাচ টানা জিততে হবে মেসি-আনহেল দি মারিয়াদের। টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি করেছে এবারের বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালি। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩৭ ম্যাচ জিতে বিশ্ব রেকর্ডটি গড়ে আজ্জুরিরা।
যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে প্রতিপক্ষের বিপক্ষে ১৬ মিনিটে গোল পায় আর্জেন্টিনা। পাপু গোমেজের বাড়ানো বলে গোলটি করেন লাউতারা মার্তিনেজ। প্রথম গোলের সহায়তার পাশাপাশি জোড়া গোল করেছেন খুদে জাদুকর। আর্জেন্টাইন তারকা নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেছেন স্পটকিকে। ৬৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেছেন দুর্দান্ত চিপে। তাঁর এই গোল থামানোর সাধ্য ছিল না হন্ডুরাসের গোলকিপারের।
অন্য প্রীতি ম্যাচে ঘানাকে নিয়ে অনেকটা ছেলেখেলা খেলেছে ব্রাজিল। যদিও ৩-০ গোলের স্কোরলাইন দেখে বোঝা যাবে না। ম্যাচে জোড়া গোল করেছেন রিচার্লিসন আর অন্যটি করেছেন মার্কিনিওস। প্রথমার্ধেই ৩ গোল পাওয়ায় দ্বিতীয়ার্ধে বেঞ্চের শক্তি বাজিয়ে দেখেছেন কোচ তিতে।
খেলা শুরুর ৮ মিনিটে রাফিনহার কর্নার থেকে দলকে হেডে প্রথম লিড এনে দেন মার্কিনিওস। আর ২৭ মিনিটে ডান প্রান্ত থেকে নেইমারের বাড়ানো চলন্ত বলে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন রিচার্লিসন। ঘানার জালে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড শেষ গোলটি করেন হেডে। ফ্রি কিকের মাধ্যমে এই গোলেও নেইমারের সহায়তা ছিল। ম্যাচে গোল করতে না পারলেও দুর্দান্ত খেলেছেন নেইমার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫