ঢাকা: লিগ ওয়ানের শিরোপা দৌড়ে টিকে থাকতে রেঁসের বিপক্ষে ম্যাচটি জিততেই হতো প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। পাশপাশি তাকিয়ে থাকতে হতো লিলের পয়েন্ট হারানোর দিকেও। কাল সব হিসাব পিএসজির পক্ষেই কথা বলেছে। নিজেদের মাঠে রেঁসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নেইমাররা। একই রাতে সেঁত-এতিয়েনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লিলেও। যা পিএসজির শিরোপা সম্ভাবনা আরেকটু উজ্জ্বল করেছে। তবে শেষ ম্যাচে নিজেদের জয়ের সঙ্গে লিলের পয়েন্ট হারানোর প্রার্থনাও করতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।
প্যারিসে জয়ের জন্য শুরু থেকেই মরিয়া ছিল পিএসজি। প্রথম ১০ মিনিটে রেঁসের দুর্গে বেশ কয়েকবার হানা দেন নেইমার–এমবাপ্পেরা। ১৩ মিনিটে পেনাল্টিতে প্যারিস জায়ান্টদের প্রথম গোল এনে দেন নেইমার। ২৪ মিনিটে প্রতিপক্ষের নড়বড়ে রক্ষণের সুযোগে দলের দ্বিতীয় গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর প্রথমার্ধে আরও কয়েকবার সুযোগ পেয়েও তার সদ্ব্যবহার করতে পারেনি মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণাত্মক খেলে। বেশ কয়েকবার সুযোগ পেয়েও কেইলর নাভাসকে পরাস্ত করতে পারেনি রেঁস আক্রমণভাগ। অতিথিদের গোলরক্ষক প্রেদ্রাক রাজকোভিচও পিএসজিকে ফিরিয়ে দিয়েছেন একাধিকবার। বারবার সুযোগ বঞ্চিত পিএসজি ৬৭ মিনিটে আর ভুল করেনি। কর্নার থেকে পাওয়া বল দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন মার্কুইনোস। ৮৯ মিনিটে রাজকোভিচকে ফাঁকি দিয়ে দলের চতুর্থ গোলটি করেন ময়েস কিন।
৪-০ তে জিতেও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পিএসজি। ২৩ মে ব্রেস্টের মাঠে লিগের শেষ ম্যাচ খেলতে নামবেন নেইমাররা। একই দিনে এঞ্জার্সের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে লিলও। সেদিন আবারও একই সমীকরণের পুনরাবৃত্তি হকে কিনা সেটা সময়ই বলে দেবে।
ঢাকা: লিগ ওয়ানের শিরোপা দৌড়ে টিকে থাকতে রেঁসের বিপক্ষে ম্যাচটি জিততেই হতো প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। পাশপাশি তাকিয়ে থাকতে হতো লিলের পয়েন্ট হারানোর দিকেও। কাল সব হিসাব পিএসজির পক্ষেই কথা বলেছে। নিজেদের মাঠে রেঁসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নেইমাররা। একই রাতে সেঁত-এতিয়েনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লিলেও। যা পিএসজির শিরোপা সম্ভাবনা আরেকটু উজ্জ্বল করেছে। তবে শেষ ম্যাচে নিজেদের জয়ের সঙ্গে লিলের পয়েন্ট হারানোর প্রার্থনাও করতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।
প্যারিসে জয়ের জন্য শুরু থেকেই মরিয়া ছিল পিএসজি। প্রথম ১০ মিনিটে রেঁসের দুর্গে বেশ কয়েকবার হানা দেন নেইমার–এমবাপ্পেরা। ১৩ মিনিটে পেনাল্টিতে প্যারিস জায়ান্টদের প্রথম গোল এনে দেন নেইমার। ২৪ মিনিটে প্রতিপক্ষের নড়বড়ে রক্ষণের সুযোগে দলের দ্বিতীয় গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর প্রথমার্ধে আরও কয়েকবার সুযোগ পেয়েও তার সদ্ব্যবহার করতে পারেনি মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণাত্মক খেলে। বেশ কয়েকবার সুযোগ পেয়েও কেইলর নাভাসকে পরাস্ত করতে পারেনি রেঁস আক্রমণভাগ। অতিথিদের গোলরক্ষক প্রেদ্রাক রাজকোভিচও পিএসজিকে ফিরিয়ে দিয়েছেন একাধিকবার। বারবার সুযোগ বঞ্চিত পিএসজি ৬৭ মিনিটে আর ভুল করেনি। কর্নার থেকে পাওয়া বল দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন মার্কুইনোস। ৮৯ মিনিটে রাজকোভিচকে ফাঁকি দিয়ে দলের চতুর্থ গোলটি করেন ময়েস কিন।
৪-০ তে জিতেও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পিএসজি। ২৩ মে ব্রেস্টের মাঠে লিগের শেষ ম্যাচ খেলতে নামবেন নেইমাররা। একই দিনে এঞ্জার্সের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে লিলও। সেদিন আবারও একই সমীকরণের পুনরাবৃত্তি হকে কিনা সেটা সময়ই বলে দেবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫