ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই আজ লুসাইলে সুইজারল্যান্ডের বিপক্ষে দল সাজিয়েছিল পর্তুগাল। মহাগুরুত্বপূর্ণ এই শেষ ষোলোর ম্যাচে রোনালদোর পরিবর্তে মূল একাদশে নেমেছিলেন গনসালো রামোস। নেমেই বাজিমাত করলেন রামোস। রামোসের দুর্দান্ত হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে শেষ আটে পর্তুগাল।
সুইজারল্যান্ডের বিপক্ষে আজ শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে পর্তুগাল। তার সুফল হিসেবে ১৭ মিনিটে পর্তুগাল পেয়ে যায় পর্তুগাল পেয়ে যায় প্রথম গোলের দেখা। হোয়াও ফেলিক্সের পাস থেকে বাপায়ের শটে লক্ষ্যভেদ করেন গনসালো রামোস। রামোসের এটা প্রথম আন্তর্জাতিক গোল। এরপর ২২ থেকে ২৩-এই ১ মিনিটের ব্যবধানে পর্তুগিজরা দুইবার সুইস দুর্গে হানা দিয়েছিল। তবে এই দুটো আক্রমণই ঠেকিয়ে দিয়েছেন সুইজারল্যান্ড গোলরক্ষক ইয়ান সোমের।
৩০ মিনিটের সময় সুইসদের ম্যাচে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন জারদান শাকিরি। তবে পর্তুগাল গোলরক্ষক দিয়োগো কস্তা ব্যর্থ করে দিয়েছেন। আর খুব দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে পর্তুগিজরা। ৩৩ মিনিটে কর্ণার থেকে ক্রস করেছিলেন ব্রুনো ফার্নান্দেজ। দারুণ এক হেডে গোল করেন পেপে। প্রথমার্ধের সময় যত গড়িয়েছে, সুইজারল্যান্ড তত বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিল। তবে কোনো গোল করতে পারেনি সুইসরা। ২-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পর্তুগিজরা।
প্রথমার্ধের আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতা পর্তুগাল ধরে রাখে দ্বিতীয়ার্ধেও। ৫১ মিনিটে পর্তুগিজরা পেয়ে যায় তৃতীয় গোল। দালোতের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রামোস। ৫৫ মিনিটে পর্তুগালের চতুর্থ গোল করেন রাফায়েল গেরেইরো। গেরেইরোকে অ্যাসিস্ট করেন রামোস। এরপর ৫৮ মিনিটে ম্যাচের ফল ৪-১ করেন সুইজারল্যান্ডের ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি। আর ৬৭ মিনিটেই রামোস পেয়ে যান সেই মাহেন্দ্রক্ষণের দেখা। কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। সুইসরা আক্রমণ করলেও আর ব্যবধান কমাতে পারেনি। উপরন্তু ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে ব্যবধান আরও বাড়ায় পর্তুগাল। গেরেইরোর অ্যাসিস্টে গোল করে অর্ধডজন পূরণ করেন রাফায়েল লিয়াও।
ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই আজ লুসাইলে সুইজারল্যান্ডের বিপক্ষে দল সাজিয়েছিল পর্তুগাল। মহাগুরুত্বপূর্ণ এই শেষ ষোলোর ম্যাচে রোনালদোর পরিবর্তে মূল একাদশে নেমেছিলেন গনসালো রামোস। নেমেই বাজিমাত করলেন রামোস। রামোসের দুর্দান্ত হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে শেষ আটে পর্তুগাল।
সুইজারল্যান্ডের বিপক্ষে আজ শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে পর্তুগাল। তার সুফল হিসেবে ১৭ মিনিটে পর্তুগাল পেয়ে যায় পর্তুগাল পেয়ে যায় প্রথম গোলের দেখা। হোয়াও ফেলিক্সের পাস থেকে বাপায়ের শটে লক্ষ্যভেদ করেন গনসালো রামোস। রামোসের এটা প্রথম আন্তর্জাতিক গোল। এরপর ২২ থেকে ২৩-এই ১ মিনিটের ব্যবধানে পর্তুগিজরা দুইবার সুইস দুর্গে হানা দিয়েছিল। তবে এই দুটো আক্রমণই ঠেকিয়ে দিয়েছেন সুইজারল্যান্ড গোলরক্ষক ইয়ান সোমের।
৩০ মিনিটের সময় সুইসদের ম্যাচে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন জারদান শাকিরি। তবে পর্তুগাল গোলরক্ষক দিয়োগো কস্তা ব্যর্থ করে দিয়েছেন। আর খুব দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে পর্তুগিজরা। ৩৩ মিনিটে কর্ণার থেকে ক্রস করেছিলেন ব্রুনো ফার্নান্দেজ। দারুণ এক হেডে গোল করেন পেপে। প্রথমার্ধের সময় যত গড়িয়েছে, সুইজারল্যান্ড তত বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিল। তবে কোনো গোল করতে পারেনি সুইসরা। ২-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পর্তুগিজরা।
প্রথমার্ধের আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতা পর্তুগাল ধরে রাখে দ্বিতীয়ার্ধেও। ৫১ মিনিটে পর্তুগিজরা পেয়ে যায় তৃতীয় গোল। দালোতের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রামোস। ৫৫ মিনিটে পর্তুগালের চতুর্থ গোল করেন রাফায়েল গেরেইরো। গেরেইরোকে অ্যাসিস্ট করেন রামোস। এরপর ৫৮ মিনিটে ম্যাচের ফল ৪-১ করেন সুইজারল্যান্ডের ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি। আর ৬৭ মিনিটেই রামোস পেয়ে যান সেই মাহেন্দ্রক্ষণের দেখা। কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। সুইসরা আক্রমণ করলেও আর ব্যবধান কমাতে পারেনি। উপরন্তু ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে ব্যবধান আরও বাড়ায় পর্তুগাল। গেরেইরোর অ্যাসিস্টে গোল করে অর্ধডজন পূরণ করেন রাফায়েল লিয়াও।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫