নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথমার্ধের মোহামেডানের খেলা দেখে মনে হলো কিংস অ্যারেনা যেন তাদেরই মাঠ, বসুন্ধরা কিংসের নয়। মাঠ-দর্শক বসুন্ধরার ঠিকই, কিন্তু খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি মোহামেডানের হাতে। প্রথমার্ধেই অসাধারণ এক গোলে বসুন্ধরাকে তাদের মাঠেই হারিয়েছে আলফাজ আহমেদের দল।
২০২২-২৩ মৌসুমে উদ্বোধনের পর কিংস অ্যারেনাকে নিজেদের অপ্রতিরোধ্য দুর্গ বানিয়ে রেখেছিল বসুন্ধরা। আজকের আগ পর্যন্ত এই মাঠে ঘরোয়া ফুটবলে কেউ হারাতে পারেনি বসুন্ধরাকে। এএফসি কাপে মোহনবাগান, ওডিশার মতো প্রতিপক্ষের বিপক্ষেও এই মাঠে অপরাজিত ছিল বসুন্ধরা। শেষ পর্যন্ত নিজেদের দুর্গে প্রথম হার দেখল অস্কার ব্রুজোনের দল। নিজেদের মাঠে ৩০ ম্যাচ অপরাজিত থাকার পর মোহামেডানের কাছে আজ ১-০ গোলে হেরে গেছে বসুন্ধরা কিংস।
মোহামেডানের এই জয়ে জমে গেছে বিপিএল ফুটবল। বসুন্ধরাকে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকলেও দুই দলের পয়েন্ট ব্যবধান মাত্র ১ পয়েন্ট। ৬ ম্যাচে বসুন্ধরার পয়েন্ট ১৫, সমান ম্যাচে মোহামেডানের ১৪। গত মৌসুমে ফেডারেশন কাপের সেমিফাইনালে হারের পর আবারও বসুন্ধরাকে হারাল মোহামেডান।
প্রথমার্ধের পুরোটা সময় বসুন্ধরাকে নিজেদের মাঠে দর্শক বানিয়ে রেখেছে মোহামেডান। ম্যাচের চার মিনিটে গোলের অবিশ্বাস্য সুযোগ নষ্ট করেন মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে। নিজেদের অর্ধ থেকে রবসন রবিনহোর পা থেকে বল কেড়ে নিয়ে বসুন্ধরার বক্স পর্যন্ত চলে যান মানিক মোল্লা। ডান প্রান্তে ফাঁকায় ছিলেন দিয়াবাতে। মানিকের বাড়ানো বলে বসুন্ধরা গোলরক্ষক জিকোকে একা পেয়েও দূর পোস্ট দিয়ে বল বাইরে পাঠান মোহামেডান অধিনায়ক। গোল না পেলেও প্রথমার্ধে খেলার দখলটা মোহামেডানের হাতেই ছিল। ম্যাচের ২০ মিনিটে মুজাফফরভের ফ্রিকিক ডান পোস্টে ঘেঁষে চলে যায় বাইরে।
ম্যাচের ৪০ মিনিটে এ মৌসুমের অন্যতম সেরা এক গোলে মোহামেডানকে এগিয়ে দেন মিনহাজুর আবেদিন রাকিব। নিজেদের অর্ধ থেকে দিয়াবাতের পাসে বল নিয়ে একাই বসুন্ধরার অর্ধে ঢুকে পড়েন রাকিব। তাকে মার্ক করছিলেন বসুন্ধরার তিন খেলোয়াড়। বক্সে ঢোকার আগেই বাঁ প্রান্ত ধরে বাঁ পায়ে শট নেন রাকিব, বসুন্ধরা গোলরক্ষক জিকোর মাথার ওপর দিয়ে সেই শটে বল দূর পোস্ট গিয়ে বল জড়ায় জালে।
সমতায় ফিরতে মরিয়া বসুন্ধরা আক্রমণাত্মক দ্বিতীয়ার্ধ থেকে। ৫০ মিনিটে রবসন রবিনহোর কোনাকুনি শট ঝাঁপিয়ে ফেরান মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন। এক মিনিট পর পাল্টা আক্রমণে মুজাফফরভের দূরপাল্লার শট খুঁজে পায়নি জাল।
৬২ মিনিটে আবারও সুযোগ নষ্ট বসুন্ধরার। মিগেল দামাশিনার বাতাসে বাড়ানো বলে হেড নেন দরিয়েলতন গোমেজ। তার সামনে ছিলেন শুধু মোহামেডান গোলরক্ষক। নিয়ন্ত্রণ হারিয়ে হেডে বলকে জালে রাখতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৬৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে রবসনের ক্রসে মিগেল হেড নিতে পারলে গোল পেতে পারত বসুন্ধরা। ৬৮ মিনিটে মিগেলের আরেকটি শটও ফেরান মোহামেডান গোলরক্ষক।
বসুন্ধারার বারংবার আক্রমণের ভেতর ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ এক সুযোগ হারান সুলেমান দিয়াবাতে। মাঝমাঠ থেকে একক নৈপুণ্যে বসুন্ধরার বক্সে ঢুকে পড়েন সুলেমান। সামনে ছিলেন কেবল জিকো। সুলেমানের জোরালো শট ঠেকিয়ে ব্যবধানটাকে আর বড় হতে দেননি বসুন্ধরা গোলরক্ষক।
তবে মোহামেডান ধাক্কাটা খেল ৮৯ মিনিটে এসে। মাথায় চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন সাদা-কালোদের নিয়মিত গোলরক্ষক সুজন। বদলি গোলরক্ষক হিসেবে গোলপোস্ট সামলানোর দায়িত্ব পেলেন সাকিব আল হাসান!
নির্ধারিত ৯০ মিনিট শেষে আরও অতিরিক্ত ১৩ মিনিট সময় পেয়েছিল বসুন্ধরা ম্যাচে ফেরার জন্য! অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে রবসনের পাস থেকে দৃষ্টিকটু হেডে গোলের সুযোগ হারান দরিয়েলতন।
বদলি গোলরক্ষক সাকিব আল হাসানই দারুণ দুই সেভে বসুন্ধরাকে ম্যাচে ফিরতে দেননি। অতিরিক্ত সময়ের ১০ মিনিটে রবসনের জোরালো শট ফিস্ট করে ফেরান সাকিব। পরের মিনিটেই দরিয়েলতনের হেড ঠেকান এই বদলি গোলরক্ষক। তাতে এই মৌসুমে প্রথম হারের তেতো স্বাদ পেতে হলো বসুন্ধরাকে।
প্রথমার্ধের মোহামেডানের খেলা দেখে মনে হলো কিংস অ্যারেনা যেন তাদেরই মাঠ, বসুন্ধরা কিংসের নয়। মাঠ-দর্শক বসুন্ধরার ঠিকই, কিন্তু খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি মোহামেডানের হাতে। প্রথমার্ধেই অসাধারণ এক গোলে বসুন্ধরাকে তাদের মাঠেই হারিয়েছে আলফাজ আহমেদের দল।
২০২২-২৩ মৌসুমে উদ্বোধনের পর কিংস অ্যারেনাকে নিজেদের অপ্রতিরোধ্য দুর্গ বানিয়ে রেখেছিল বসুন্ধরা। আজকের আগ পর্যন্ত এই মাঠে ঘরোয়া ফুটবলে কেউ হারাতে পারেনি বসুন্ধরাকে। এএফসি কাপে মোহনবাগান, ওডিশার মতো প্রতিপক্ষের বিপক্ষেও এই মাঠে অপরাজিত ছিল বসুন্ধরা। শেষ পর্যন্ত নিজেদের দুর্গে প্রথম হার দেখল অস্কার ব্রুজোনের দল। নিজেদের মাঠে ৩০ ম্যাচ অপরাজিত থাকার পর মোহামেডানের কাছে আজ ১-০ গোলে হেরে গেছে বসুন্ধরা কিংস।
মোহামেডানের এই জয়ে জমে গেছে বিপিএল ফুটবল। বসুন্ধরাকে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকলেও দুই দলের পয়েন্ট ব্যবধান মাত্র ১ পয়েন্ট। ৬ ম্যাচে বসুন্ধরার পয়েন্ট ১৫, সমান ম্যাচে মোহামেডানের ১৪। গত মৌসুমে ফেডারেশন কাপের সেমিফাইনালে হারের পর আবারও বসুন্ধরাকে হারাল মোহামেডান।
প্রথমার্ধের পুরোটা সময় বসুন্ধরাকে নিজেদের মাঠে দর্শক বানিয়ে রেখেছে মোহামেডান। ম্যাচের চার মিনিটে গোলের অবিশ্বাস্য সুযোগ নষ্ট করেন মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে। নিজেদের অর্ধ থেকে রবসন রবিনহোর পা থেকে বল কেড়ে নিয়ে বসুন্ধরার বক্স পর্যন্ত চলে যান মানিক মোল্লা। ডান প্রান্তে ফাঁকায় ছিলেন দিয়াবাতে। মানিকের বাড়ানো বলে বসুন্ধরা গোলরক্ষক জিকোকে একা পেয়েও দূর পোস্ট দিয়ে বল বাইরে পাঠান মোহামেডান অধিনায়ক। গোল না পেলেও প্রথমার্ধে খেলার দখলটা মোহামেডানের হাতেই ছিল। ম্যাচের ২০ মিনিটে মুজাফফরভের ফ্রিকিক ডান পোস্টে ঘেঁষে চলে যায় বাইরে।
ম্যাচের ৪০ মিনিটে এ মৌসুমের অন্যতম সেরা এক গোলে মোহামেডানকে এগিয়ে দেন মিনহাজুর আবেদিন রাকিব। নিজেদের অর্ধ থেকে দিয়াবাতের পাসে বল নিয়ে একাই বসুন্ধরার অর্ধে ঢুকে পড়েন রাকিব। তাকে মার্ক করছিলেন বসুন্ধরার তিন খেলোয়াড়। বক্সে ঢোকার আগেই বাঁ প্রান্ত ধরে বাঁ পায়ে শট নেন রাকিব, বসুন্ধরা গোলরক্ষক জিকোর মাথার ওপর দিয়ে সেই শটে বল দূর পোস্ট গিয়ে বল জড়ায় জালে।
সমতায় ফিরতে মরিয়া বসুন্ধরা আক্রমণাত্মক দ্বিতীয়ার্ধ থেকে। ৫০ মিনিটে রবসন রবিনহোর কোনাকুনি শট ঝাঁপিয়ে ফেরান মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন। এক মিনিট পর পাল্টা আক্রমণে মুজাফফরভের দূরপাল্লার শট খুঁজে পায়নি জাল।
৬২ মিনিটে আবারও সুযোগ নষ্ট বসুন্ধরার। মিগেল দামাশিনার বাতাসে বাড়ানো বলে হেড নেন দরিয়েলতন গোমেজ। তার সামনে ছিলেন শুধু মোহামেডান গোলরক্ষক। নিয়ন্ত্রণ হারিয়ে হেডে বলকে জালে রাখতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৬৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে রবসনের ক্রসে মিগেল হেড নিতে পারলে গোল পেতে পারত বসুন্ধরা। ৬৮ মিনিটে মিগেলের আরেকটি শটও ফেরান মোহামেডান গোলরক্ষক।
বসুন্ধারার বারংবার আক্রমণের ভেতর ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ এক সুযোগ হারান সুলেমান দিয়াবাতে। মাঝমাঠ থেকে একক নৈপুণ্যে বসুন্ধরার বক্সে ঢুকে পড়েন সুলেমান। সামনে ছিলেন কেবল জিকো। সুলেমানের জোরালো শট ঠেকিয়ে ব্যবধানটাকে আর বড় হতে দেননি বসুন্ধরা গোলরক্ষক।
তবে মোহামেডান ধাক্কাটা খেল ৮৯ মিনিটে এসে। মাথায় চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন সাদা-কালোদের নিয়মিত গোলরক্ষক সুজন। বদলি গোলরক্ষক হিসেবে গোলপোস্ট সামলানোর দায়িত্ব পেলেন সাকিব আল হাসান!
নির্ধারিত ৯০ মিনিট শেষে আরও অতিরিক্ত ১৩ মিনিট সময় পেয়েছিল বসুন্ধরা ম্যাচে ফেরার জন্য! অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে রবসনের পাস থেকে দৃষ্টিকটু হেডে গোলের সুযোগ হারান দরিয়েলতন।
বদলি গোলরক্ষক সাকিব আল হাসানই দারুণ দুই সেভে বসুন্ধরাকে ম্যাচে ফিরতে দেননি। অতিরিক্ত সময়ের ১০ মিনিটে রবসনের জোরালো শট ফিস্ট করে ফেরান সাকিব। পরের মিনিটেই দরিয়েলতনের হেড ঠেকান এই বদলি গোলরক্ষক। তাতে এই মৌসুমে প্রথম হারের তেতো স্বাদ পেতে হলো বসুন্ধরাকে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে