অনলাইন ডেস্ক
পরাজয় দিয়েই আরব আমিরাত সফর শুরু হলো বাংলাদেশের মেয়েদের। ফিফা আন্তর্জাতিক নারী প্রীতি ম্যাচে গতকাল বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়েছেন আরব আমিরাতের মেয়েরা।
আমিরাত সফরের আগে বাংলাদেশে নারী ফুটবলে কঠিন একটা সময় গেছে। ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন নারী ফুটবলাররা। কোচ বাটলারও জানিয়ে দিয়েছিলেন, বিদ্রোহী নারী ফুটবলারদের অনুশীলন করাবেন না তিনি। শেষ পর্যন্ত বাফুফের প্রচেষ্টায় দুই পক্ষকে নমনীয় করা গেলেও এই সফরে ছিলেন না নিয়মিত অধিনায়ক সাবিনাসহ ১৮ জন সিনিয়র ফুটবলার। তাঁদের অনুপস্থিতিতে দলে জায়গা পাওয়া একঝাঁক নতুন মুখ সাধ্যমতো চেষ্টা করলেও আরব আমিরাতের মেয়েদের বিরুদ্ধে পেরে উঠতে পারেনি।
মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের চেয়ে এগিয়ে আরব আমিরাত। বাংলাদেশের র্যাঙ্কিং ১৩২, আমিরাতের ১১৬। প্রতিপক্ষের চেয়ে র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশে আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে ম্যাচের প্রথমার্ধেই ২-১ গোলে পিছিয়ে পড়ে। ম্যাচের ১৮ মিনিটে এলিজাবেথের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এর ১০ মিনিট পরেই জর্জিয়া ব্যবধান ২-০ করেন। ৩৫ মিনিটে বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার একটি গোল পরিশোধ করেন। এই ২-১ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কোনো গোল করতে পারেনি; উল্টো হজম করেছে। আমিরাতের দ্বিতীয় গোলদাতা জর্জিয়া ৭৩ মিনিটে আরও একটি গোল করেন। ৩-১ ব্যবধান ধরে রেখেই ম্যাচ শেষ করে স্বাগতিকেরা।
আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের ফিফা প্রীতি সিরিজের পরের ম্যাচ ২ মার্চ।
পরাজয় দিয়েই আরব আমিরাত সফর শুরু হলো বাংলাদেশের মেয়েদের। ফিফা আন্তর্জাতিক নারী প্রীতি ম্যাচে গতকাল বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়েছেন আরব আমিরাতের মেয়েরা।
আমিরাত সফরের আগে বাংলাদেশে নারী ফুটবলে কঠিন একটা সময় গেছে। ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন নারী ফুটবলাররা। কোচ বাটলারও জানিয়ে দিয়েছিলেন, বিদ্রোহী নারী ফুটবলারদের অনুশীলন করাবেন না তিনি। শেষ পর্যন্ত বাফুফের প্রচেষ্টায় দুই পক্ষকে নমনীয় করা গেলেও এই সফরে ছিলেন না নিয়মিত অধিনায়ক সাবিনাসহ ১৮ জন সিনিয়র ফুটবলার। তাঁদের অনুপস্থিতিতে দলে জায়গা পাওয়া একঝাঁক নতুন মুখ সাধ্যমতো চেষ্টা করলেও আরব আমিরাতের মেয়েদের বিরুদ্ধে পেরে উঠতে পারেনি।
মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের চেয়ে এগিয়ে আরব আমিরাত। বাংলাদেশের র্যাঙ্কিং ১৩২, আমিরাতের ১১৬। প্রতিপক্ষের চেয়ে র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশে আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে ম্যাচের প্রথমার্ধেই ২-১ গোলে পিছিয়ে পড়ে। ম্যাচের ১৮ মিনিটে এলিজাবেথের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এর ১০ মিনিট পরেই জর্জিয়া ব্যবধান ২-০ করেন। ৩৫ মিনিটে বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার একটি গোল পরিশোধ করেন। এই ২-১ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কোনো গোল করতে পারেনি; উল্টো হজম করেছে। আমিরাতের দ্বিতীয় গোলদাতা জর্জিয়া ৭৩ মিনিটে আরও একটি গোল করেন। ৩-১ ব্যবধান ধরে রেখেই ম্যাচ শেষ করে স্বাগতিকেরা।
আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের ফিফা প্রীতি সিরিজের পরের ম্যাচ ২ মার্চ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে