ফুটবল ভক্তদেরই বিশ্বাস হচ্ছে না। অক্টোবর মাসের শেষেও প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল এ তথ্যের জন্য কম করে হলেও দশ বছরের পরিসংখ্যান নিয়ে বসতে হবে ভক্তদের। কিন্তু পরিসংখ্যাট ঘাঁটাঘাটি পরে, মিকেল আরতেতার আর্সেনাল তা আবারও করে দেখিয়েছে। তাও আবার যেখানে গুরু পেপ গার্দিওলার ম্যান সিটিই পারছেন না লিগের শীর্ষস্থান ধরে রাখতে। অনেকটা অবিশ্বাস্যই লাগে।
আরও অবিশ্বাস্য লাগে যখন জানা যায়, গত ২০২০ সালের নভেম্বর মাসের পর যে খেলোয়াড় গোল করেনি, মাঠে নামার তিন মিনিটের মাথায় সেই রেইস নেলসন একাই করলেন দুই গোল। আর্সেনালের জয় অবশ্য আরও বড়। চলতি মৌসুমের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়টাই পেয়েছ গানার্সরা। লিগে নতুন আসা নটিংহ্যাম ফরেস্টকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে তারা।
গোলের শুরুটা অবশ্য করে দিয়ে যান বাকায়েকো সাকা। তার বাড়ানো পাস থেকেই ৫ মিনিটে প্রথম গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ২৭ মিনিটে চোঁটে পড়ে মাঠ ছাড়েন সাকা। বদলি হিসেবে নেমে দ্বিতীয়ার্ধের ৪৯ থেকে তিন মিনিটেই স্কোরকার্ডে জোড়া গোলের নাম লেখান রেইস নেলসন। শুধু গোল করাই নয়, করিয়েছেনও। ৫৭ মিনিটে দলের চতুর্থ ও থমাস পার্টের গোলটাও নেলসনেরই বাড়ানো বল থেকে করা। ম্যাচের ৭৮ মিনিটে পঞ্চম ও শেষ গোলটি করেন মার্টিন ওডেগার্ড।
লিগের তলানিতে থাকা দলের সাথে শক্তির প্রদর্শণ শেষে একদিনের বিরতিতে আবারও লিগের শীর্ষে ফিরেছে মিকেল আরতেতার দল। দুইয়ে থাকা ম্যান সিটির থেকে ২ পয়েন্ট এগিয়ে গানার্সরা।
ফুটবল ভক্তদেরই বিশ্বাস হচ্ছে না। অক্টোবর মাসের শেষেও প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল এ তথ্যের জন্য কম করে হলেও দশ বছরের পরিসংখ্যান নিয়ে বসতে হবে ভক্তদের। কিন্তু পরিসংখ্যাট ঘাঁটাঘাটি পরে, মিকেল আরতেতার আর্সেনাল তা আবারও করে দেখিয়েছে। তাও আবার যেখানে গুরু পেপ গার্দিওলার ম্যান সিটিই পারছেন না লিগের শীর্ষস্থান ধরে রাখতে। অনেকটা অবিশ্বাস্যই লাগে।
আরও অবিশ্বাস্য লাগে যখন জানা যায়, গত ২০২০ সালের নভেম্বর মাসের পর যে খেলোয়াড় গোল করেনি, মাঠে নামার তিন মিনিটের মাথায় সেই রেইস নেলসন একাই করলেন দুই গোল। আর্সেনালের জয় অবশ্য আরও বড়। চলতি মৌসুমের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়টাই পেয়েছ গানার্সরা। লিগে নতুন আসা নটিংহ্যাম ফরেস্টকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে তারা।
গোলের শুরুটা অবশ্য করে দিয়ে যান বাকায়েকো সাকা। তার বাড়ানো পাস থেকেই ৫ মিনিটে প্রথম গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ২৭ মিনিটে চোঁটে পড়ে মাঠ ছাড়েন সাকা। বদলি হিসেবে নেমে দ্বিতীয়ার্ধের ৪৯ থেকে তিন মিনিটেই স্কোরকার্ডে জোড়া গোলের নাম লেখান রেইস নেলসন। শুধু গোল করাই নয়, করিয়েছেনও। ৫৭ মিনিটে দলের চতুর্থ ও থমাস পার্টের গোলটাও নেলসনেরই বাড়ানো বল থেকে করা। ম্যাচের ৭৮ মিনিটে পঞ্চম ও শেষ গোলটি করেন মার্টিন ওডেগার্ড।
লিগের তলানিতে থাকা দলের সাথে শক্তির প্রদর্শণ শেষে একদিনের বিরতিতে আবারও লিগের শীর্ষে ফিরেছে মিকেল আরতেতার দল। দুইয়ে থাকা ম্যান সিটির থেকে ২ পয়েন্ট এগিয়ে গানার্সরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫