ক্রীড়া ডেস্ক
জাতীয় দলের হয়ে খেলতে জুনের শুরুতে ঢাকায় আসবেন হামজা চৌধুরী। ইংল্যান্ডের লিগেও আপাতত মৌসুম শেষ এই তাঁদের। এর মধ্যেই আবেগঘন পোস্টে হামজা উগরে দিয়েছেন, হৃদয়ে চাপা কষ্ট। ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার দারুণ একটা সুযোগ ছিল হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেডের। গত শনিবার ওয়েম্বলিতে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হেরে সেই স্বপ্নভঙ্গ হয় শেফিল্ডের।
৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও সান্ডারল্যান্ডের কাছে হেরে যায় হামজার দল। চ্যাম্পিয়নশিপেই থেকে যেতে হচ্ছে শেফিল্ডকে। বিপরীতে ফাইনালে জিতে আট মৌসুম পর প্রিমিয়ার লিগে উঠে গেছে সান্ডারল্যান্ড। দারুণ খেলেও এমন ব্যর্থতা মানতে পারছেন না হামজা। সামাজিক যোগাযোগমাধ্যমে বড্ড আক্ষেপ নিয়েই লিখেছেন, ‘এভাবে মৌসুম শেষ হওয়াটা সত্যিই কষ্টদায়ক। গত কয়েক দিন ধরে ঠিক ভাষা খুঁজে পেতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছে, আমরা এর চেয়ে অনেক বেশি প্রাপ্য ছিলাম, কিন্তু ভাগ্যে তা লেখা ছিল না!’
শেফিল্ডের কোচ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ জানিয়ে হামজা আরও লিখেছেন, ‘আমি শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে জড়িত সকলকে, আমাদের গ্যাফার (প্রধান কোচ) ও তার স্টাফদের, আমার সকল সতীর্থকে এবং প্রত্যেক সমর্থককে ধন্যবাদ জানাতে চাই—আমাকে এতটা স্মরণীয় সময় উপহার দেওয়ার জন্য!’
লাভ ইমোজি জুড়ে দিয়ে আরও লিখেছেন, ‘এই অসাধারণ ক্লাবের হয়ে খেলতে পারা এবং এর প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা আমার জন্য এক অনন্য সম্মানের বিষয়। আমি সত্যিই প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং এই ক্লাব, এর ঐতিহ্য ও ভক্তদের প্রতি আমার ভালোবাসা চিরকাল অটুট থাকবে।’
জাতীয় দলের হয়ে খেলতে জুনের শুরুতে ঢাকায় আসবেন হামজা চৌধুরী। ইংল্যান্ডের লিগেও আপাতত মৌসুম শেষ এই তাঁদের। এর মধ্যেই আবেগঘন পোস্টে হামজা উগরে দিয়েছেন, হৃদয়ে চাপা কষ্ট। ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার দারুণ একটা সুযোগ ছিল হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেডের। গত শনিবার ওয়েম্বলিতে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হেরে সেই স্বপ্নভঙ্গ হয় শেফিল্ডের।
৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও সান্ডারল্যান্ডের কাছে হেরে যায় হামজার দল। চ্যাম্পিয়নশিপেই থেকে যেতে হচ্ছে শেফিল্ডকে। বিপরীতে ফাইনালে জিতে আট মৌসুম পর প্রিমিয়ার লিগে উঠে গেছে সান্ডারল্যান্ড। দারুণ খেলেও এমন ব্যর্থতা মানতে পারছেন না হামজা। সামাজিক যোগাযোগমাধ্যমে বড্ড আক্ষেপ নিয়েই লিখেছেন, ‘এভাবে মৌসুম শেষ হওয়াটা সত্যিই কষ্টদায়ক। গত কয়েক দিন ধরে ঠিক ভাষা খুঁজে পেতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছে, আমরা এর চেয়ে অনেক বেশি প্রাপ্য ছিলাম, কিন্তু ভাগ্যে তা লেখা ছিল না!’
শেফিল্ডের কোচ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ জানিয়ে হামজা আরও লিখেছেন, ‘আমি শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে জড়িত সকলকে, আমাদের গ্যাফার (প্রধান কোচ) ও তার স্টাফদের, আমার সকল সতীর্থকে এবং প্রত্যেক সমর্থককে ধন্যবাদ জানাতে চাই—আমাকে এতটা স্মরণীয় সময় উপহার দেওয়ার জন্য!’
লাভ ইমোজি জুড়ে দিয়ে আরও লিখেছেন, ‘এই অসাধারণ ক্লাবের হয়ে খেলতে পারা এবং এর প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা আমার জন্য এক অনন্য সম্মানের বিষয়। আমি সত্যিই প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং এই ক্লাব, এর ঐতিহ্য ও ভক্তদের প্রতি আমার ভালোবাসা চিরকাল অটুট থাকবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে