বছরজুড়ে ক্লাব ফুটবল নিয়ে ব্যস্ততা থাকে ফুটবলারদের। খুব কম সময়ই একসঙ্গে নিজেদের পান তাঁরা। এক ছাদের নিচে কাটানোর জন্য বিশ্বকাপই তাই ভরসা। যাঁরা মাঠে খেলেন সময়টা তাঁরা তো রাঙিয়ে রাখতে চানই। যাঁরা খেলাটাকে বিদায় বলেছেন, তাঁরাও যেন নিজেদের খুঁজে পান এই বিশ্বকাপেই। গতকাল যেমনটা দেখা গেছে ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচে।
মাঠে উত্তরসূরিরা লড়ছেন, আর গ্যালারিতে দেখা মিলছে একেকজন ব্রাজিল কিংবদন্তির। ম্যাচের বিভিন্ন মুহূর্তে টিভি পর্দায় বারবার ভেসে ওঠে তাঁদের ছবি। পরে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন কাকা। কাকার সেই ছবিতে সঙ্গী হয়েছেন, কাফু, রবার্তো কার্লোস, রোনালদো নাজারিও’র মতো কিংবদন্তিরা। ছবির ক্যাপশনে কাকা লেখেন, ‘ইটস ফ্রম ব্রাজিল।’
ব্রাজিল ফুটবলের সোনায় মোড়ানো ছবিগুলোই যেন ফুটে ওঠে সেই ছবিতে। যে ভার এখন বয়ে নিয়ে চলেছেন নেইমার-কাসেমিরোরা। উত্তরসূরিরা হতাশ করেননি মাঠে আসা কিংবদন্তিদের। সুইজারল্যান্ডকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে গতরাতে শেষ ষোলো নিশ্চিত করেছে সেলেসাওরা। এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে কোচ তিতের দল। শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ক্যামেরুন।
বছরজুড়ে ক্লাব ফুটবল নিয়ে ব্যস্ততা থাকে ফুটবলারদের। খুব কম সময়ই একসঙ্গে নিজেদের পান তাঁরা। এক ছাদের নিচে কাটানোর জন্য বিশ্বকাপই তাই ভরসা। যাঁরা মাঠে খেলেন সময়টা তাঁরা তো রাঙিয়ে রাখতে চানই। যাঁরা খেলাটাকে বিদায় বলেছেন, তাঁরাও যেন নিজেদের খুঁজে পান এই বিশ্বকাপেই। গতকাল যেমনটা দেখা গেছে ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচে।
মাঠে উত্তরসূরিরা লড়ছেন, আর গ্যালারিতে দেখা মিলছে একেকজন ব্রাজিল কিংবদন্তির। ম্যাচের বিভিন্ন মুহূর্তে টিভি পর্দায় বারবার ভেসে ওঠে তাঁদের ছবি। পরে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন কাকা। কাকার সেই ছবিতে সঙ্গী হয়েছেন, কাফু, রবার্তো কার্লোস, রোনালদো নাজারিও’র মতো কিংবদন্তিরা। ছবির ক্যাপশনে কাকা লেখেন, ‘ইটস ফ্রম ব্রাজিল।’
ব্রাজিল ফুটবলের সোনায় মোড়ানো ছবিগুলোই যেন ফুটে ওঠে সেই ছবিতে। যে ভার এখন বয়ে নিয়ে চলেছেন নেইমার-কাসেমিরোরা। উত্তরসূরিরা হতাশ করেননি মাঠে আসা কিংবদন্তিদের। সুইজারল্যান্ডকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে গতরাতে শেষ ষোলো নিশ্চিত করেছে সেলেসাওরা। এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে কোচ তিতের দল। শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ক্যামেরুন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫