চ্যাম্পিয়নস লিগ শুরু হচ্ছে আজ। জুভেন্টাসের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে প্যারিস সেন্ট জার্মেই। রাতে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে খেলতে নামবেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পে-নেইমাররা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নেইমারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন এমবাপ্পে। নেইমারের সঙ্গে সম্পর্ক সব সময় ভালো না হলেও তাঁকে শ্রদ্ধা করেন বলে জানিয়েছেন ফ্রান্সের এই স্ট্রাইকার।
নেইমার ও এমবাপ্পের মধ্যে পেনাল্টি সমস্যা অনেক দিন ধরে হলেও কেউ কোনো দিন এ বিষয়ে কথা বলেননি। অবশেষে এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফ্রান্স তারকা। ২৩ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘এ বছর নেইমারের সঙ্গে খেলার ষষ্ঠ বছর হচ্ছে। শ্রদ্ধার ওপর ভিত্তি করে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে। সম্পর্কটি কখনো শীতল আবার কখনো উষ্ণ। ব্যক্তিত্ব ও দলের ওপর তার প্রভাব মিলিয়ে তাঁকে আমি ভীষণ শ্রদ্ধা করি।’
লিগ-১-এ পিএসজি সবকিছু জিতেছে। কিন্তু দলটি ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট জিততে পারেনি কখনো। দলের স্কোয়াড তারকা ফুটবলার দিয়ে পরিপূর্ণ হলেও চ্যাম্পিয়ন লীগ জিততে পারেনি লিগে চ্যাম্পিয়নরা। এবার ক্লাবের অধরা স্বপ্নটা পূরণ করতে চান মেসি-নেইমার-এমবাপ্পেরা। আজ ‘এইচ’ গ্রুপ থেকে জুভেন্টাসের বিপক্ষে মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচে কে পেনাল্টি নেবেন এমন প্রশ্নের উত্তরে এমবাপ্পে বলেছেন, ‘জানি না কে নেবে। আমাদের দেখতে হবে ম্যাচের পরিস্থিতি কেমন থাকে। প্রথম পেনাল্টি নেওয়ার অর্থ এই নয় যে আমি সব নেব। কেক ভাগ করতে জানতে হবে।’
নেইমার ও এমবাপ্পে দুজনেই দলের মহাতারকা। ম্যাচ জেতাতে দলে দুজনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দলের জয়ে দারুণ রসায়ন গড়লেও নিজেদের সম্পর্কের রসায়নটা ভালো না। অনেক দিন ধরেই মাঠের বেশ কিছু বিষয় নিয়ে ওদের মধ্যে ঝামেলা। বিশেষ করে পেনাল্টি শট নিয়ে। মঁপেলিয়েরের বিপক্ষে লিগের শুরুর ম্যাচে এ নিয়ে ঝামেলা শুরু হয়। মাঝে দুজনের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করেছিলেন কোচ ক্রিস্টোফ গালতিয়ের। সমাধানটি ছিল এমন—প্রথম পেনাল্টি কিক নেবেন এমবাপ্পে। আর দ্বিতীয়বার সুযোগ এলে সেটা নেবেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। পরে এ নিয়ম অনুসরণ করেই ম্যাচ খেলছিলেন তাঁরা। কিন্তু হঠাৎ করে সেই নিয়মের ব্যত্যয় ঘটান নেইমার। কিছুদিন আগে মোনাকোর বিপক্ষে নেইমার পেনাল্টি নিলে দুজনের মধ্যে আবার দ্বন্দ্ব শুরু হয়। এতে হতাশ হয়েছিলেন এমবাপ্পে। তবে দুজনের মধ্যে কেউ এত দিন নিজেদের সম্পর্ক নিয়ে কথা না বললেও অবশেষে মুখ খুললেন এমবাপ্পে।
এ মৌসুমে নেইমার ও এমবাপ্পে দুজনেই দুর্দান্ত ফর্মে আছেন। ইতিমধ্যে তাঁরা ৭টি করে গোল করেছেন মাত্র পাঁচ ম্যাচে। ব্রাজিলিয়ান তারকা আবার ৬ গোলে সহায়তাও করেছেন।
চ্যাম্পিয়নস লিগ শুরু হচ্ছে আজ। জুভেন্টাসের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে প্যারিস সেন্ট জার্মেই। রাতে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে খেলতে নামবেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পে-নেইমাররা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নেইমারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন এমবাপ্পে। নেইমারের সঙ্গে সম্পর্ক সব সময় ভালো না হলেও তাঁকে শ্রদ্ধা করেন বলে জানিয়েছেন ফ্রান্সের এই স্ট্রাইকার।
নেইমার ও এমবাপ্পের মধ্যে পেনাল্টি সমস্যা অনেক দিন ধরে হলেও কেউ কোনো দিন এ বিষয়ে কথা বলেননি। অবশেষে এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফ্রান্স তারকা। ২৩ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘এ বছর নেইমারের সঙ্গে খেলার ষষ্ঠ বছর হচ্ছে। শ্রদ্ধার ওপর ভিত্তি করে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে। সম্পর্কটি কখনো শীতল আবার কখনো উষ্ণ। ব্যক্তিত্ব ও দলের ওপর তার প্রভাব মিলিয়ে তাঁকে আমি ভীষণ শ্রদ্ধা করি।’
লিগ-১-এ পিএসজি সবকিছু জিতেছে। কিন্তু দলটি ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট জিততে পারেনি কখনো। দলের স্কোয়াড তারকা ফুটবলার দিয়ে পরিপূর্ণ হলেও চ্যাম্পিয়ন লীগ জিততে পারেনি লিগে চ্যাম্পিয়নরা। এবার ক্লাবের অধরা স্বপ্নটা পূরণ করতে চান মেসি-নেইমার-এমবাপ্পেরা। আজ ‘এইচ’ গ্রুপ থেকে জুভেন্টাসের বিপক্ষে মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচে কে পেনাল্টি নেবেন এমন প্রশ্নের উত্তরে এমবাপ্পে বলেছেন, ‘জানি না কে নেবে। আমাদের দেখতে হবে ম্যাচের পরিস্থিতি কেমন থাকে। প্রথম পেনাল্টি নেওয়ার অর্থ এই নয় যে আমি সব নেব। কেক ভাগ করতে জানতে হবে।’
নেইমার ও এমবাপ্পে দুজনেই দলের মহাতারকা। ম্যাচ জেতাতে দলে দুজনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দলের জয়ে দারুণ রসায়ন গড়লেও নিজেদের সম্পর্কের রসায়নটা ভালো না। অনেক দিন ধরেই মাঠের বেশ কিছু বিষয় নিয়ে ওদের মধ্যে ঝামেলা। বিশেষ করে পেনাল্টি শট নিয়ে। মঁপেলিয়েরের বিপক্ষে লিগের শুরুর ম্যাচে এ নিয়ে ঝামেলা শুরু হয়। মাঝে দুজনের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করেছিলেন কোচ ক্রিস্টোফ গালতিয়ের। সমাধানটি ছিল এমন—প্রথম পেনাল্টি কিক নেবেন এমবাপ্পে। আর দ্বিতীয়বার সুযোগ এলে সেটা নেবেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। পরে এ নিয়ম অনুসরণ করেই ম্যাচ খেলছিলেন তাঁরা। কিন্তু হঠাৎ করে সেই নিয়মের ব্যত্যয় ঘটান নেইমার। কিছুদিন আগে মোনাকোর বিপক্ষে নেইমার পেনাল্টি নিলে দুজনের মধ্যে আবার দ্বন্দ্ব শুরু হয়। এতে হতাশ হয়েছিলেন এমবাপ্পে। তবে দুজনের মধ্যে কেউ এত দিন নিজেদের সম্পর্ক নিয়ে কথা না বললেও অবশেষে মুখ খুললেন এমবাপ্পে।
এ মৌসুমে নেইমার ও এমবাপ্পে দুজনেই দুর্দান্ত ফর্মে আছেন। ইতিমধ্যে তাঁরা ৭টি করে গোল করেছেন মাত্র পাঁচ ম্যাচে। ব্রাজিলিয়ান তারকা আবার ৬ গোলে সহায়তাও করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫