ক্রীড়া ডেস্ক
ফেদেরিকো ভালভার্দে পেনাল্টি থেকে গোল দিলেই ম্যাচ বলতে গেলে রিয়াল মাদ্রিদের হাতে চলে আসত। কিন্তু ভালভার্দে তো ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে জিততে না পারার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো রিয়ালের। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে লস ব্লাঙ্কোসদের শুরুটা তাই প্রত্যাশামতো হলো না।
আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে গত রাতে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করে রিয়াল মাদ্রিদ। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের এই ম্যাচে রিয়াল প্রথমেই নিজেদের এগিয়ে নিয়েছিল। কিন্তু ভালভার্দের শেষ সময়ের পেনাল্টি মিসই যে জিততে দিল না লস ব্লাঙ্কোসদের। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল-আল হিলাল।
আলোনসো মূলত রিয়ালের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির জায়গায় এসেছেন। ২৫ মে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদ নতুন কোচ হিসেবে আলোনসোর নাম ঘোষণা করেছে। আনুষ্ঠানিক ঘোষণা আগেভাগে এলেও রিয়ালের প্রথম অনুশীলন সেশন আলোনসো করিয়েছেন ৯ জুন। এত অল্প সময়ের মধ্যে ক্লাব বিশ্বকাপের মতো টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়া কঠিন বলে মনে করেন আলোনসো। রিয়ালের নতুন কোচ বলেছেন, ‘জানতাম যে সময় লাগবে। কিছু ব্যাপার বদলাতে হবে আমাদের। সেই ব্যাপারগুলো ঠিক অবশ্যই করতেই হবে। সেভাবে আমরা চেষ্টা করব। সময় দরকার। আমাদের হাতে মাত্র ৯ দিন ছিল।’
আল হিলালের বিপক্ষে ম্যাচ ড্র হলেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন আলোনসো। রিয়াল মাদ্রিদের কোচ বলেন, ‘প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি। প্রথমার্ধে অনেক কিছুর অভাব ছিল। ভারসাম্য ছিল না। খেলার ছন্দ বদলাতে পেরেছি আমরা। নিয়ন্ত্রণ নিতে পেরেছি ও প্রতিপক্ষের রক্ষণদুর্গে বেশি হানা দিতে পেরেছি।’
৩৪ মিনিটে গঞ্জালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর পাস রিসিভ করে লক্ষ্যভেদ করেন গার্সিয়া। সমতায় ফিরতে আল হিলালের লেগেছে ৭ মিনিট। আল হিলালের ফরোয়ার্ড মারকোস লিওনার্দোকে টেনে বক্সে ফেলে দেন রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিও। ৪১ মিনিটে পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন রুবেন নেভেস।
রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধেই বরং দারুণ খেলেছে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে গোলের সুযোগ পান রিয়াল মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। তবে ভালভার্দের পেনাল্টি প্রতিহত করেন আল হিলাল গোলরক্ষক ইয়াসিন বুনু। ১-১ গোলে ড্রয়ের পর এইচ গ্রুপের পয়েন্ট তালিকায় রিয়াল অবস্থান করছে দুইয়ে। সমান ১ পয়েন্ট হলেও আল হিলাল তিনে। একই রাতে এইচ গ্রুপের অপর ম্যাচে পাচুয়াকে ২-১ গোলে হারিয়েছে রেডবুল সালজবুর্গ। তাতে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে সালজবুর্গ। চারে অবস্থান করছে পাচুয়া।
ফেদেরিকো ভালভার্দে পেনাল্টি থেকে গোল দিলেই ম্যাচ বলতে গেলে রিয়াল মাদ্রিদের হাতে চলে আসত। কিন্তু ভালভার্দে তো ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে জিততে না পারার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো রিয়ালের। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে লস ব্লাঙ্কোসদের শুরুটা তাই প্রত্যাশামতো হলো না।
আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে গত রাতে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করে রিয়াল মাদ্রিদ। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের এই ম্যাচে রিয়াল প্রথমেই নিজেদের এগিয়ে নিয়েছিল। কিন্তু ভালভার্দের শেষ সময়ের পেনাল্টি মিসই যে জিততে দিল না লস ব্লাঙ্কোসদের। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল-আল হিলাল।
আলোনসো মূলত রিয়ালের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির জায়গায় এসেছেন। ২৫ মে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদ নতুন কোচ হিসেবে আলোনসোর নাম ঘোষণা করেছে। আনুষ্ঠানিক ঘোষণা আগেভাগে এলেও রিয়ালের প্রথম অনুশীলন সেশন আলোনসো করিয়েছেন ৯ জুন। এত অল্প সময়ের মধ্যে ক্লাব বিশ্বকাপের মতো টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়া কঠিন বলে মনে করেন আলোনসো। রিয়ালের নতুন কোচ বলেছেন, ‘জানতাম যে সময় লাগবে। কিছু ব্যাপার বদলাতে হবে আমাদের। সেই ব্যাপারগুলো ঠিক অবশ্যই করতেই হবে। সেভাবে আমরা চেষ্টা করব। সময় দরকার। আমাদের হাতে মাত্র ৯ দিন ছিল।’
আল হিলালের বিপক্ষে ম্যাচ ড্র হলেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন আলোনসো। রিয়াল মাদ্রিদের কোচ বলেন, ‘প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি। প্রথমার্ধে অনেক কিছুর অভাব ছিল। ভারসাম্য ছিল না। খেলার ছন্দ বদলাতে পেরেছি আমরা। নিয়ন্ত্রণ নিতে পেরেছি ও প্রতিপক্ষের রক্ষণদুর্গে বেশি হানা দিতে পেরেছি।’
৩৪ মিনিটে গঞ্জালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর পাস রিসিভ করে লক্ষ্যভেদ করেন গার্সিয়া। সমতায় ফিরতে আল হিলালের লেগেছে ৭ মিনিট। আল হিলালের ফরোয়ার্ড মারকোস লিওনার্দোকে টেনে বক্সে ফেলে দেন রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিও। ৪১ মিনিটে পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন রুবেন নেভেস।
রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধেই বরং দারুণ খেলেছে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে গোলের সুযোগ পান রিয়াল মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। তবে ভালভার্দের পেনাল্টি প্রতিহত করেন আল হিলাল গোলরক্ষক ইয়াসিন বুনু। ১-১ গোলে ড্রয়ের পর এইচ গ্রুপের পয়েন্ট তালিকায় রিয়াল অবস্থান করছে দুইয়ে। সমান ১ পয়েন্ট হলেও আল হিলাল তিনে। একই রাতে এইচ গ্রুপের অপর ম্যাচে পাচুয়াকে ২-১ গোলে হারিয়েছে রেডবুল সালজবুর্গ। তাতে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে সালজবুর্গ। চারে অবস্থান করছে পাচুয়া।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৭ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৭ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে