মাইকেল ওয়েন, অ্যালেন শিয়ারার, পেপ গার্দিওলা এবং জোসে মরিনহো-একটা জায়গায় এদের সবার মিল রয়েছে। তাঁরা সবাই ফুটবলের সঙ্গে যুক্ত। কেউ খেলোয়াড় হিসেবে আবার কেউ কোচ হিসেবে সাফল্যের চূড়া স্পর্শ করেছেন। তবে বাবাদের দেখানো পথে হাঁটেননি তাঁদের কন্যারা। ভিন্ন পথে হেঁটেই নিজেদের নামে পরিচিতি পেয়েছেন তাঁরাও। সেইসব কন্যাদের নিয়েই এই আয়োজন।
মাইকেল ও গামা ওয়েন
লিভারপুল কিংবদন্তি মাইকেল ওয়েনকে অনেকেই মনে রেখেছেন ৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ সেই গোলটির জন্য। তবে লিভারপুল ও ইংল্যান্ডের হয়ে পরবর্তী সময়ে কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি। এবার ওয়েন নতুন করে আলোচনায় আসলেন তাঁর কন্যা গামার জন্য। সম্প্রতি ফ্যাশন দুনিয়ায় নাম লিখিয়েছেন গামা। নিজের শুরু করার প্রতিষ্ঠান ওজি বিকিনির মডেল হয়েছেন গামা নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি পোস্ট করে গর্বিত হওয়ার কথা বলেছেন বাবা ওয়েন।
অ্যালান ও হলি শিয়ারার
নিউক্যাসল কিংবদন্তি অ্যালান শিয়ারার নিজের সময়ের অন্যতম সেরা ফুটবলারদের একজন। তবে কম বিখ্যাত নন তাঁর ২৬ বছর বয়সী কন্যা হলিও। সংগীত দুনিয়ায় ইতিমধ্যে নিজের ঝাণ্ডা গেড়েছেন হলি। লন্ডনের মিউজিক স্কুলে নিজেকে গড়ে তুলেছেন হলি। আর এখন ‘কান্ট্রি সিংগার’ বেশ আলোচিত শিয়ারার কন্যা।
পেপ ও মারিয়া গর্দিওলা
পেপ গার্দিওলাকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। সর্বকালের অন্যতম সেরা কোচ হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। গার্দিওলার হয়ে কথা বলছে তাঁর সফল্য। তবে গার্দিওলার দেখানো পথে হাঁটেননি তাঁর কন্যা মারিয়া। নিজেকে বরং পরিচিত করেছেন স্টাইল আইকন হিসেবে। ইনস্টাগ্রামে বেশ নামও কুড়িয়েছেন তিনি। আরেকটি বিষয়ে এর আগে আলোচনায় আসেন মারিয়া। মাঝে তাঁকে প্রেম করতে দেখা যায় এভারটন তারকা দেলে আলীর সঙ্গে।
জোসে ও মাতিলদে মরিনহো
‘স্পেশাল ওয়ান’ খ্যান জোসে মরিনহোর কন্যা মাতিলদে। তবে ফুটবল বা ফ্যাশন দুনিয়ায় নয়, ২৫ বছর বয়সী মাতিলদে খ্যাতি অর্জন করেছেন জুয়েলারি ব্যবসায়ী হিসেবে। এই ব্যবসায় নেমে পেয়েছেন পদকও। ১৮ বছর বয়সে জন্মদিনে স্বর্নের ব্রেসলেট উপহার পেয়েছিলেন মাতিলদে। সেই থেকে শুরু তাঁর জুয়েলারি প্রেমের। এখন এই ভুবনে খ্যাতি পেয়েছেন মরিনহো-কন্যা।
ফুটবল সম্পর্কিত পড়ুন:
মাইকেল ওয়েন, অ্যালেন শিয়ারার, পেপ গার্দিওলা এবং জোসে মরিনহো-একটা জায়গায় এদের সবার মিল রয়েছে। তাঁরা সবাই ফুটবলের সঙ্গে যুক্ত। কেউ খেলোয়াড় হিসেবে আবার কেউ কোচ হিসেবে সাফল্যের চূড়া স্পর্শ করেছেন। তবে বাবাদের দেখানো পথে হাঁটেননি তাঁদের কন্যারা। ভিন্ন পথে হেঁটেই নিজেদের নামে পরিচিতি পেয়েছেন তাঁরাও। সেইসব কন্যাদের নিয়েই এই আয়োজন।
মাইকেল ও গামা ওয়েন
লিভারপুল কিংবদন্তি মাইকেল ওয়েনকে অনেকেই মনে রেখেছেন ৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ সেই গোলটির জন্য। তবে লিভারপুল ও ইংল্যান্ডের হয়ে পরবর্তী সময়ে কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি। এবার ওয়েন নতুন করে আলোচনায় আসলেন তাঁর কন্যা গামার জন্য। সম্প্রতি ফ্যাশন দুনিয়ায় নাম লিখিয়েছেন গামা। নিজের শুরু করার প্রতিষ্ঠান ওজি বিকিনির মডেল হয়েছেন গামা নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি পোস্ট করে গর্বিত হওয়ার কথা বলেছেন বাবা ওয়েন।
অ্যালান ও হলি শিয়ারার
নিউক্যাসল কিংবদন্তি অ্যালান শিয়ারার নিজের সময়ের অন্যতম সেরা ফুটবলারদের একজন। তবে কম বিখ্যাত নন তাঁর ২৬ বছর বয়সী কন্যা হলিও। সংগীত দুনিয়ায় ইতিমধ্যে নিজের ঝাণ্ডা গেড়েছেন হলি। লন্ডনের মিউজিক স্কুলে নিজেকে গড়ে তুলেছেন হলি। আর এখন ‘কান্ট্রি সিংগার’ বেশ আলোচিত শিয়ারার কন্যা।
পেপ ও মারিয়া গর্দিওলা
পেপ গার্দিওলাকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। সর্বকালের অন্যতম সেরা কোচ হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। গার্দিওলার হয়ে কথা বলছে তাঁর সফল্য। তবে গার্দিওলার দেখানো পথে হাঁটেননি তাঁর কন্যা মারিয়া। নিজেকে বরং পরিচিত করেছেন স্টাইল আইকন হিসেবে। ইনস্টাগ্রামে বেশ নামও কুড়িয়েছেন তিনি। আরেকটি বিষয়ে এর আগে আলোচনায় আসেন মারিয়া। মাঝে তাঁকে প্রেম করতে দেখা যায় এভারটন তারকা দেলে আলীর সঙ্গে।
জোসে ও মাতিলদে মরিনহো
‘স্পেশাল ওয়ান’ খ্যান জোসে মরিনহোর কন্যা মাতিলদে। তবে ফুটবল বা ফ্যাশন দুনিয়ায় নয়, ২৫ বছর বয়সী মাতিলদে খ্যাতি অর্জন করেছেন জুয়েলারি ব্যবসায়ী হিসেবে। এই ব্যবসায় নেমে পেয়েছেন পদকও। ১৮ বছর বয়সে জন্মদিনে স্বর্নের ব্রেসলেট উপহার পেয়েছিলেন মাতিলদে। সেই থেকে শুরু তাঁর জুয়েলারি প্রেমের। এখন এই ভুবনে খ্যাতি পেয়েছেন মরিনহো-কন্যা।
ফুটবল সম্পর্কিত পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৩ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৩ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৪ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৪ দিন আগে