ক্যারিয়ারে এক রকম যতি চিহ্ন পড়ার মতো অবস্থা হয়ে যায় পল পগবার। কারণ নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে এ বছরের ফেব্রুয়ারিতে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাঁকে। বয়সও হয়ে গেছে ৩১ বছর। অবশেষে সেই শাস্তি থেকে কিছুটা হলেও রেহাই পাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার।
আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিলের পর পগবার নিষেধাজ্ঞা চার বছর থেকে ১৮ মাসে নেমে আসে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, পগবা ২০২৫ সালের জানুয়ারি থেকে অনুশীলন করতে পারবেন। প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে পারবেন মার্চ থেকে। পগবার ক্ষেত্রে ১৮ মাসের নিষেধাজ্ঞার সময়টা হিসাব করা হবে ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর থেকে।
নিষেধাজ্ঞা কমার খবর তো যেকোনো ফুটবলারের জন্যই স্বস্তির নিশ্বাস ফেলার মতো ব্যাপার। ফ্রান্সের ৩১ বছর বয়সী মিডফিল্ডার নিষেধাজ্ঞা কমার পর এক বিবৃতিতে বলেন, ‘দুঃস্বপ্নের শেষ হলো অবশেষে। সেই দিনের জন্য মুখিয়ে আছি আমি। যেদিন নিজের স্বপ্নের পথে আবার চলা শুরু করব।’ শাস্তি কমার সুখবর যে কতটা স্বস্তির, সেটা বোঝাতে সামাজিক মাধ্যমে অনেকে বিভিন্ন রকম পোস্ট করেন। পগবা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে গত রাতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। ফ্রান্স জাতীয় দলের বুট ও মোজা পরার একটি ছবি দিয়েছেন তিনি। ফরাসি ফুটবলার বালুঘড়ির ইমোজি দিয়েছেন। বোঝাতে চাইলেন মাঠের ফুটবলে ফিরতে তিনি কতটা মরিয়া। পগবাকে নিয়ে ডোপ–কাণ্ডের শুরু গত বছরের আগস্ট থেকে। সে বছরের ২০ আগস্ট সিরি ‘আ’তে মুখোমুখি হয় জুভেন্টাস–উদিনেস। ম্যাচ শেষে ডোপিং টেস্টে পগবার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকার ব্যাপারটি ধরা পড়ে। এই পরীক্ষার পর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাময়িক নিষিদ্ধ করা হয় পগবাকে। পরবর্তীতে ৬ অক্টোবর ‘কাউন্টার-অ্যানালাইসিসে’ও একই ধরনের ফল পাওয়া যায়। নিষিদ্ধ ড্রাগ নেওয়ার ঘটনায় চার বছরের নিষেধাজ্ঞা সাধারণ শাস্তি।
২০১৩ সাল থেকে ফ্রান্সের জার্সিতে খেলছেন পগবা। আন্তর্জাতিক ফুটবলে ৯১ ম্যাচে করেছেন ১১ গোল। অ্যাসিস্ট করেছেন ৯ গোলে। ২০১৮ বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১ গোল করেন তিনি। ফ্রান্স জিতেছিল ৪-২ গোলে।
ক্যারিয়ারে এক রকম যতি চিহ্ন পড়ার মতো অবস্থা হয়ে যায় পল পগবার। কারণ নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে এ বছরের ফেব্রুয়ারিতে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাঁকে। বয়সও হয়ে গেছে ৩১ বছর। অবশেষে সেই শাস্তি থেকে কিছুটা হলেও রেহাই পাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার।
আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিলের পর পগবার নিষেধাজ্ঞা চার বছর থেকে ১৮ মাসে নেমে আসে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, পগবা ২০২৫ সালের জানুয়ারি থেকে অনুশীলন করতে পারবেন। প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে পারবেন মার্চ থেকে। পগবার ক্ষেত্রে ১৮ মাসের নিষেধাজ্ঞার সময়টা হিসাব করা হবে ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর থেকে।
নিষেধাজ্ঞা কমার খবর তো যেকোনো ফুটবলারের জন্যই স্বস্তির নিশ্বাস ফেলার মতো ব্যাপার। ফ্রান্সের ৩১ বছর বয়সী মিডফিল্ডার নিষেধাজ্ঞা কমার পর এক বিবৃতিতে বলেন, ‘দুঃস্বপ্নের শেষ হলো অবশেষে। সেই দিনের জন্য মুখিয়ে আছি আমি। যেদিন নিজের স্বপ্নের পথে আবার চলা শুরু করব।’ শাস্তি কমার সুখবর যে কতটা স্বস্তির, সেটা বোঝাতে সামাজিক মাধ্যমে অনেকে বিভিন্ন রকম পোস্ট করেন। পগবা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে গত রাতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। ফ্রান্স জাতীয় দলের বুট ও মোজা পরার একটি ছবি দিয়েছেন তিনি। ফরাসি ফুটবলার বালুঘড়ির ইমোজি দিয়েছেন। বোঝাতে চাইলেন মাঠের ফুটবলে ফিরতে তিনি কতটা মরিয়া। পগবাকে নিয়ে ডোপ–কাণ্ডের শুরু গত বছরের আগস্ট থেকে। সে বছরের ২০ আগস্ট সিরি ‘আ’তে মুখোমুখি হয় জুভেন্টাস–উদিনেস। ম্যাচ শেষে ডোপিং টেস্টে পগবার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকার ব্যাপারটি ধরা পড়ে। এই পরীক্ষার পর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাময়িক নিষিদ্ধ করা হয় পগবাকে। পরবর্তীতে ৬ অক্টোবর ‘কাউন্টার-অ্যানালাইসিসে’ও একই ধরনের ফল পাওয়া যায়। নিষিদ্ধ ড্রাগ নেওয়ার ঘটনায় চার বছরের নিষেধাজ্ঞা সাধারণ শাস্তি।
২০১৩ সাল থেকে ফ্রান্সের জার্সিতে খেলছেন পগবা। আন্তর্জাতিক ফুটবলে ৯১ ম্যাচে করেছেন ১১ গোল। অ্যাসিস্ট করেছেন ৯ গোলে। ২০১৮ বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১ গোল করেন তিনি। ফ্রান্স জিতেছিল ৪-২ গোলে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে