এক পেনাল্টিতে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন, আরেক পেনাল্টিতে দলকে ডুবিয়েছেন হ্যারি কেইন। এতে ৫৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন আবারও ভেস্তে গেছে ইংল্যান্ডের। পরে দলের হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। তিনি জানিয়েছেন, এটা মৃত্যুদণ্ডের পর্যায়ের মতো।
কোয়ার্টার ফাইনালে গতকাল ফ্রান্সের কাছে ২-১ গোলে হারে ইংল্যান্ড। তবে ম্যাচটির ফল অন্য রকম হওয়ার সুযোগ ছিল। দলকে দ্বিতীয়বার সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন কেইন। কিন্তু দ্বিতীয় পেনাল্টির শটটি বারের ওপর দিয়ে মারেন তিনি। দলের পরাজয়ের এ ব্যর্থতা নিজের কাঁধেই নিয়েছেন কেইন। তিনি বলেছেন, ‘আমি হতাশ, আমার ভুলে দল বিধ্বস্ত হয়েছে। আমাদের পূর্ণ বিশ্বাস ছিল, এই বিশ্বকাপে বিশেষ কিছু অর্জন করতে পারব। কিন্তু একটি ভুলে সব শেষ হয়ে গেছে। এটি মৃত্যুদণ্ডের মতো। অধিনায়ক হিসেবে পেনাল্টি মিসের দায় নিজের কাঁধে নিচ্ছি।’
ফ্রান্সের বিপক্ষে ভালো করবেন বলে ভেবেছিলেন কেইন। নিজের ভুলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও দলকে নিয়ে গর্বিত তিনি। টটেনহামের তারকা বলেছেন, ‘ভেবেছিলাম, রাতে ভালো কিছু করার সুযোগ পাব এবং ম্যাচে তা করে দেখাব। এটি নিশ্চিতভাবেই আঘাত করবে, কিন্তু আমার দল ও আমরা যা করেছি, তার জন্য গর্বিত। কিছু সময়ের জন্য ব্যথাটা থাকবে। তবে আমাদের সবকিছু ভুলে ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে।’
আল-বায়েত স্টেডিয়ামে গতকাল ১৭ মিনিটে অরিলিয়ে চুয়ামেনির গোলে এগিয়ে যায় ফ্রান্স। এই চুয়ামেনিই ৫২ মিনিটে বুকায়ো সাকাকে বক্সে ফাউল করে পেনাল্টি পাইয়ে দেন ইংল্যান্ডকে। ৫৪ মিনিটে সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান কেইন। মাঝে অলিভিয়ের জিরুর গোলে আবারও এগিয়ে যায় ফ্রান্স। ৮৪ মিনিটে আবার পেনাল্টি পায় ইংল্যান্ড। এবার ম্যাসন মাউন্টকে বক্সে ফাউল করেন ফ্রান্স ডিফেন্ডার থিও হার্নান্দেজ। এবারের শটটিও নিয়েছিলেন কেইন। কিন্তু এবার তাঁর শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়। এতে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনালেই তাঁদের বিশ্বকাপ অভিযান শেষ।
এক পেনাল্টিতে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন, আরেক পেনাল্টিতে দলকে ডুবিয়েছেন হ্যারি কেইন। এতে ৫৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন আবারও ভেস্তে গেছে ইংল্যান্ডের। পরে দলের হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। তিনি জানিয়েছেন, এটা মৃত্যুদণ্ডের পর্যায়ের মতো।
কোয়ার্টার ফাইনালে গতকাল ফ্রান্সের কাছে ২-১ গোলে হারে ইংল্যান্ড। তবে ম্যাচটির ফল অন্য রকম হওয়ার সুযোগ ছিল। দলকে দ্বিতীয়বার সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন কেইন। কিন্তু দ্বিতীয় পেনাল্টির শটটি বারের ওপর দিয়ে মারেন তিনি। দলের পরাজয়ের এ ব্যর্থতা নিজের কাঁধেই নিয়েছেন কেইন। তিনি বলেছেন, ‘আমি হতাশ, আমার ভুলে দল বিধ্বস্ত হয়েছে। আমাদের পূর্ণ বিশ্বাস ছিল, এই বিশ্বকাপে বিশেষ কিছু অর্জন করতে পারব। কিন্তু একটি ভুলে সব শেষ হয়ে গেছে। এটি মৃত্যুদণ্ডের মতো। অধিনায়ক হিসেবে পেনাল্টি মিসের দায় নিজের কাঁধে নিচ্ছি।’
ফ্রান্সের বিপক্ষে ভালো করবেন বলে ভেবেছিলেন কেইন। নিজের ভুলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও দলকে নিয়ে গর্বিত তিনি। টটেনহামের তারকা বলেছেন, ‘ভেবেছিলাম, রাতে ভালো কিছু করার সুযোগ পাব এবং ম্যাচে তা করে দেখাব। এটি নিশ্চিতভাবেই আঘাত করবে, কিন্তু আমার দল ও আমরা যা করেছি, তার জন্য গর্বিত। কিছু সময়ের জন্য ব্যথাটা থাকবে। তবে আমাদের সবকিছু ভুলে ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে।’
আল-বায়েত স্টেডিয়ামে গতকাল ১৭ মিনিটে অরিলিয়ে চুয়ামেনির গোলে এগিয়ে যায় ফ্রান্স। এই চুয়ামেনিই ৫২ মিনিটে বুকায়ো সাকাকে বক্সে ফাউল করে পেনাল্টি পাইয়ে দেন ইংল্যান্ডকে। ৫৪ মিনিটে সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান কেইন। মাঝে অলিভিয়ের জিরুর গোলে আবারও এগিয়ে যায় ফ্রান্স। ৮৪ মিনিটে আবার পেনাল্টি পায় ইংল্যান্ড। এবার ম্যাসন মাউন্টকে বক্সে ফাউল করেন ফ্রান্স ডিফেন্ডার থিও হার্নান্দেজ। এবারের শটটিও নিয়েছিলেন কেইন। কিন্তু এবার তাঁর শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়। এতে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনালেই তাঁদের বিশ্বকাপ অভিযান শেষ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫