নেইমারের চেয়ে লিওনেল মেসিই বেশি ফাইনাল খেলেছেন। গত সাত বছরে এ নিয়ে চারবার ফাইনাল খেলা হলো মেসির। কিন্তু ফাইনাল খেলেই শেষ নয়, জিততে হবে শিরোপা। এই জায়গায় মেসির চেয়ে নেইমার কিছুটা এগিয়ে থাকবেন। নেইমার ২০১৩ কনফেডারেশনস কাপ জিতেছেন। এখন পর্যন্ত মেসির আন্তর্জাতিক কোনো শিরোপা নেই।
মেসির আর্জেন্টিনার জার্সিতে অভিষেক ২০০৫ সালে। এখন পর্যন্ত চারটি বিশ্বকাপ, পাঁচটি কোপা আমেরিকা খেলেছেন। কিন্তু এখনো জাতীয় দলের হয়ে শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার এই মহাতারকার। মেসি অবশ্য একাধিকবার শিরোপার কাছাকাছি গেছেন, কিন্তু ছুঁতে পারেননি। ২০০৭ কোপা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলে হেরে তাঁর শিরোপা হারের হতাশাটা শুরু। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে মারিও গোটশের শেষ মুহূর্তের গোলে জার্মানরা মেসিদের শিরোপার স্বপ্ন ধূলিসাৎ করে দেয়। এরপর ২০১৫, ২০১৬ কোপা। দুবারই প্রতিপক্ষ চিলি। দুবারই টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয়েছিল মেসিদের।
আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে মেসি
সাল | টুর্নামেন্ট | প্রতিপক্ষ | ফলাফল |
২০০৭ | কোপা | ব্রাজিল | রানার্সআপ |
২০১৪ | বিশ্বকাপ | জার্মানি | রানার্সআপ |
২০১৫ | কোপা | চিলি | রানার্সআপ |
২০১৬ | কোপা | চিলি | রানার্সআপ |
ব্রাজিলের জার্সিতে নেইমারের অভিষেক হয় ২০১০ সালে। এখন পর্যন্ত নেইমার দুটি বিশ্বকাপ আর তিনটি কোপা খেলেছেন। তাঁর খেলা ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয় ব্রাজিলকে। ২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে ৭-১ গোলে হেরে সেমিতেই বিদায় ব্রাজিলের। ওই ম্যাচে অবশ্য নেইমার খেলতে পারেননি। তাঁর অভিষেকের পর ব্রাজিল ২০১৯ কোপা জিতলেও চোটে পড়ে টুর্নামেন্ট খেলতে পারেননি নেইমার। মেসির মতো বিশ্বকাপ, কোপা জিততে না পারলেও নেইমারের শোকেসে একটি আন্তর্জাতিক শিরোপা আছে। ৩০ জুন, ২০১৩ রিও ডি জেনিরোতে স্পেনকে ৩-০ গোলে উড়িয়ে কনফেডারেশনস কাপের শিরোপা শোকেসে তুলেছিল ব্রাজিল। ফাইনালে নেইমার একটি গোলও করেছিলেন।
রোববার রিও ডি জেনিরোতে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল। বারবার শিরোপার কাছাকাছি এসে স্বপ্নভঙ্গের শিকার মেসির সুযোগ প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জেতার। আর নেইমারের সামনে সুযোগ থাকছে ক্যারিয়ারে আরও একটি শিরোপা যোগ করার।
আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে নেইমার
সাল | টুর্নামেন্ট | প্রতিপক্ষ | ফলাফল |
২০১৩ | কনফেডারেশন্স কাপ | স্পেন | চ্যাম্পিয়ন |
নেইমারের চেয়ে লিওনেল মেসিই বেশি ফাইনাল খেলেছেন। গত সাত বছরে এ নিয়ে চারবার ফাইনাল খেলা হলো মেসির। কিন্তু ফাইনাল খেলেই শেষ নয়, জিততে হবে শিরোপা। এই জায়গায় মেসির চেয়ে নেইমার কিছুটা এগিয়ে থাকবেন। নেইমার ২০১৩ কনফেডারেশনস কাপ জিতেছেন। এখন পর্যন্ত মেসির আন্তর্জাতিক কোনো শিরোপা নেই।
মেসির আর্জেন্টিনার জার্সিতে অভিষেক ২০০৫ সালে। এখন পর্যন্ত চারটি বিশ্বকাপ, পাঁচটি কোপা আমেরিকা খেলেছেন। কিন্তু এখনো জাতীয় দলের হয়ে শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার এই মহাতারকার। মেসি অবশ্য একাধিকবার শিরোপার কাছাকাছি গেছেন, কিন্তু ছুঁতে পারেননি। ২০০৭ কোপা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলে হেরে তাঁর শিরোপা হারের হতাশাটা শুরু। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে মারিও গোটশের শেষ মুহূর্তের গোলে জার্মানরা মেসিদের শিরোপার স্বপ্ন ধূলিসাৎ করে দেয়। এরপর ২০১৫, ২০১৬ কোপা। দুবারই প্রতিপক্ষ চিলি। দুবারই টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয়েছিল মেসিদের।
আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে মেসি
সাল | টুর্নামেন্ট | প্রতিপক্ষ | ফলাফল |
২০০৭ | কোপা | ব্রাজিল | রানার্সআপ |
২০১৪ | বিশ্বকাপ | জার্মানি | রানার্সআপ |
২০১৫ | কোপা | চিলি | রানার্সআপ |
২০১৬ | কোপা | চিলি | রানার্সআপ |
ব্রাজিলের জার্সিতে নেইমারের অভিষেক হয় ২০১০ সালে। এখন পর্যন্ত নেইমার দুটি বিশ্বকাপ আর তিনটি কোপা খেলেছেন। তাঁর খেলা ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয় ব্রাজিলকে। ২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে ৭-১ গোলে হেরে সেমিতেই বিদায় ব্রাজিলের। ওই ম্যাচে অবশ্য নেইমার খেলতে পারেননি। তাঁর অভিষেকের পর ব্রাজিল ২০১৯ কোপা জিতলেও চোটে পড়ে টুর্নামেন্ট খেলতে পারেননি নেইমার। মেসির মতো বিশ্বকাপ, কোপা জিততে না পারলেও নেইমারের শোকেসে একটি আন্তর্জাতিক শিরোপা আছে। ৩০ জুন, ২০১৩ রিও ডি জেনিরোতে স্পেনকে ৩-০ গোলে উড়িয়ে কনফেডারেশনস কাপের শিরোপা শোকেসে তুলেছিল ব্রাজিল। ফাইনালে নেইমার একটি গোলও করেছিলেন।
রোববার রিও ডি জেনিরোতে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল। বারবার শিরোপার কাছাকাছি এসে স্বপ্নভঙ্গের শিকার মেসির সুযোগ প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জেতার। আর নেইমারের সামনে সুযোগ থাকছে ক্যারিয়ারে আরও একটি শিরোপা যোগ করার।
আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে নেইমার
সাল | টুর্নামেন্ট | প্রতিপক্ষ | ফলাফল |
২০১৩ | কনফেডারেশন্স কাপ | স্পেন | চ্যাম্পিয়ন |
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫