ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ পাঁচ মৌসুম ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে সেয়ানে-সেয়ানে টক্কর চলছে। আগের চার মৌসুমেও চ্যাম্পিয়ন হয়েছে এই দুই ক্লাবের কেউ।
এবারও শিরোপা উঠতে যাচ্ছে পেপ গার্দিওলা অথবা ইয়ুর্গেন ক্লপের দলের হাতে। পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিয়ে দল দুটির ‘ইঁদুর-বিড়াল’ খেলা জমে ক্ষীর! এক রাতে লিভারপুল সবাইকে টপকে যায় তো পরের রাতেই চূড়ায় পদার্পণ করে ম্যানসিটি।
তবে গত রাতে স্বস্তির নিশ্বাস ফেলেছে রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন জলাঞ্জলি দিয়ে আসা ম্যানসিটি। পরশু ঘরের মাঠে টটেনহাম হটস্পারের সঙ্গে ১-১ গোলে ড্র করে দুই পয়েন্ট খুইয়েছে লিভারপুল। আর নিজেদের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি।
তিন ম্যাচ বাকি থাকতে অলরেডদের চেয়ে ৩ পয়েন্ট আর ৪ গোলে এগিয়ে গিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে সিটিজেনরা। ‘বার্নাব্যু ট্র্যাজেডির’ পর তাই মুখে কথা ফুটেছে গার্দিওলার। তাঁর দাবি, ইংল্যান্ডে নাকি সাংবাদিক থেকে শুরু করে সব পেশার মানুষ লিভারপুলের হাতে শিরোপা দেখতে বেশি উন্মুখ।
কাল নিউক্যাসলের বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি শোনার পরই বেইন স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় গার্দিওলা বলেছেন, ‘এক সপ্তাহ আগেও কেউ ভাবেনি আমরা লিগ জিততে পারি। এই দেশে সবাই লিভারপুলকে সমর্থন করে। সংবাদমাধ্যম থেকে শুরু করে সবাই।’
ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে কদিন আগে গার্দিওলার সিটিকে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে দিয়েছে রিয়াল। তবে লিভারপুল ঠিকই ভিয়ারিয়ালকে হারিয়ে পৌঁছে গেছে ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে।
এ নিয়ে প্রশ্ন করা হলে গার্দিওলা লিভারপুলকে খোঁচা দিয়ে বসেছেন, ‘ইউরোপীয় প্রতিযোগিতায় ওদের (লিভারপুলের) অভাবনীয় ইতিহাস আছে। তবে প্রিমিয়ার লিগে নয়। শেষ ৩০ বছরে তারা মাত্র একবার লিগ শিরোপা জিতেছে। আমাদের আরও ৯ পয়েন্ট প্রয়োজন ছিল। এখন হয়তো ৬ হলেও চলবে।’
ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ পাঁচ মৌসুম ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে সেয়ানে-সেয়ানে টক্কর চলছে। আগের চার মৌসুমেও চ্যাম্পিয়ন হয়েছে এই দুই ক্লাবের কেউ।
এবারও শিরোপা উঠতে যাচ্ছে পেপ গার্দিওলা অথবা ইয়ুর্গেন ক্লপের দলের হাতে। পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিয়ে দল দুটির ‘ইঁদুর-বিড়াল’ খেলা জমে ক্ষীর! এক রাতে লিভারপুল সবাইকে টপকে যায় তো পরের রাতেই চূড়ায় পদার্পণ করে ম্যানসিটি।
তবে গত রাতে স্বস্তির নিশ্বাস ফেলেছে রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন জলাঞ্জলি দিয়ে আসা ম্যানসিটি। পরশু ঘরের মাঠে টটেনহাম হটস্পারের সঙ্গে ১-১ গোলে ড্র করে দুই পয়েন্ট খুইয়েছে লিভারপুল। আর নিজেদের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি।
তিন ম্যাচ বাকি থাকতে অলরেডদের চেয়ে ৩ পয়েন্ট আর ৪ গোলে এগিয়ে গিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে সিটিজেনরা। ‘বার্নাব্যু ট্র্যাজেডির’ পর তাই মুখে কথা ফুটেছে গার্দিওলার। তাঁর দাবি, ইংল্যান্ডে নাকি সাংবাদিক থেকে শুরু করে সব পেশার মানুষ লিভারপুলের হাতে শিরোপা দেখতে বেশি উন্মুখ।
কাল নিউক্যাসলের বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি শোনার পরই বেইন স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় গার্দিওলা বলেছেন, ‘এক সপ্তাহ আগেও কেউ ভাবেনি আমরা লিগ জিততে পারি। এই দেশে সবাই লিভারপুলকে সমর্থন করে। সংবাদমাধ্যম থেকে শুরু করে সবাই।’
ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে কদিন আগে গার্দিওলার সিটিকে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে দিয়েছে রিয়াল। তবে লিভারপুল ঠিকই ভিয়ারিয়ালকে হারিয়ে পৌঁছে গেছে ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে।
এ নিয়ে প্রশ্ন করা হলে গার্দিওলা লিভারপুলকে খোঁচা দিয়ে বসেছেন, ‘ইউরোপীয় প্রতিযোগিতায় ওদের (লিভারপুলের) অভাবনীয় ইতিহাস আছে। তবে প্রিমিয়ার লিগে নয়। শেষ ৩০ বছরে তারা মাত্র একবার লিগ শিরোপা জিতেছে। আমাদের আরও ৯ পয়েন্ট প্রয়োজন ছিল। এখন হয়তো ৬ হলেও চলবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫