Ajker Patrika

রাশিয়ার পক্ষে ভোট দিল উয়েফা

আপডেট : ১১ জুন ২০২১, ১২: ৩৩
রাশিয়ার পক্ষে ভোট দিল উয়েফা

ঢাকা: কদিন আগে ইউরো ২০২০ সামনে রেখে মানচিত্রসহ নতুন জার্সি উদ্বোধন করেছিল ইউক্রেন। সেই জার্সিতে ক্রিমিয়ার মানচিত্র দেখে ক্ষোভে ফেটে পড়ে রাশিয়া। ইউক্রেনের ইউরো জার্সিতে পরিবর্তন আনতে বলে উয়েফা যেন রাশিয়ার পক্ষেই কথা বলল!

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করেছিল রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক। প্রতিবেশীর জার্সিতে ক্রিমিয়ার মানচিত্র তাই মেনে নিতে পারেনি রাশিয়া। ইউক্রেনের জার্সিতে লেখা ছিল, ‘ইউক্রেনের জয়’, ‘বীরদের জয়’। উয়েফা ইউক্রেনের জার্সি থেকে ‘বীরদের জয়’ স্লোগানটি তুলে দিতে বলেছে। উয়েফার দাবি, এটা রাজনৈতিকভাবে সাংঘর্ষিক।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা উয়েফার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ইউক্রেনকে উদ্দেশ্য করে টেলিগ্রামে জাখারোভা লিখেছেন, ‘খেলাধুলা যুদ্ধক্ষেত্র নয়। এটা প্রতিযোগিতার মঞ্চ। খেলুড়ে জাতি হিসেবে সবারই ইতিহাস, ঐতিহ্য থাকতে পারে। রাজনৈতিক স্লোগানের সঙ্গে তা গুলিয়ে ফেলার কোনো মানে নেই।’

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৩ জুন আমস্টারডামে শুরু হবে ইউক্রেনের ইউরো মিশন। ১২ জুন ঘরের মাঠে বেলজিয়ামের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাশিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত