কাতারে চলছে এখন ফুটবল বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে মত্ত পুরো বিশ্ব। এরই মধ্যে কাতারে লিফট দুর্ঘটনায় মারা গেলেন এক প্রবাসী শ্রমিক।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, অ্যালেক্স নামের প্রবাসী শ্রমিক সি-লাইন বিচ রিসোর্টে কাজ করতেন। লিফটে কাজ করার সময় হাঁটাচলা করতে গিয়ে স্লিপ কাটেন তিনি। এরপর কংক্রিটের সঙ্গে তার মাথা থেঁতলে যায়। তৎক্ষণাৎ লুটিয়ে পড়েন তিনি। মেডিক্যাল হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছালেও দুর্ঘটনাকবলিত শ্রমিককে উদ্ধার করতে পারেনি।
এই দুর্ঘটনার কথা নিশ্চিত করে এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘এমন দুর্ঘটনায় ফিফা গভীরভাবে শোকাহত। নিহতের পরিবারের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে, সব সময়ই আছে। যখনই ফিফা দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছে, তখনই স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানার পরে ফিফা এরপর মন্তব্য করবে।’
কাতারি সরকার এখন এই দুর্ঘটনার বিষয়টি ক্ষতিয়ে দেখছে। এক বিবৃতিতে কাতারের এক অফিশিয়াল বলেন, ‘যদি তদন্তে দেখা যায়, সেফটি প্রটোকল মেনে চলা হয়নি, তাহলে কোম্পানিকে আইনের আওতায় আনা হবে এবং জরিমানা করা হবে।’
২০ নভেম্বর থেকে শুরু হওয়া ২২তম ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব, দ্বিতীয় রাউন্ড শেষ। আগামীকাল থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। ১৮ ডিসেম্বর লুসাইলে ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
কাতারে চলছে এখন ফুটবল বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে মত্ত পুরো বিশ্ব। এরই মধ্যে কাতারে লিফট দুর্ঘটনায় মারা গেলেন এক প্রবাসী শ্রমিক।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, অ্যালেক্স নামের প্রবাসী শ্রমিক সি-লাইন বিচ রিসোর্টে কাজ করতেন। লিফটে কাজ করার সময় হাঁটাচলা করতে গিয়ে স্লিপ কাটেন তিনি। এরপর কংক্রিটের সঙ্গে তার মাথা থেঁতলে যায়। তৎক্ষণাৎ লুটিয়ে পড়েন তিনি। মেডিক্যাল হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছালেও দুর্ঘটনাকবলিত শ্রমিককে উদ্ধার করতে পারেনি।
এই দুর্ঘটনার কথা নিশ্চিত করে এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘এমন দুর্ঘটনায় ফিফা গভীরভাবে শোকাহত। নিহতের পরিবারের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে, সব সময়ই আছে। যখনই ফিফা দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছে, তখনই স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানার পরে ফিফা এরপর মন্তব্য করবে।’
কাতারি সরকার এখন এই দুর্ঘটনার বিষয়টি ক্ষতিয়ে দেখছে। এক বিবৃতিতে কাতারের এক অফিশিয়াল বলেন, ‘যদি তদন্তে দেখা যায়, সেফটি প্রটোকল মেনে চলা হয়নি, তাহলে কোম্পানিকে আইনের আওতায় আনা হবে এবং জরিমানা করা হবে।’
২০ নভেম্বর থেকে শুরু হওয়া ২২তম ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব, দ্বিতীয় রাউন্ড শেষ। আগামীকাল থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। ১৮ ডিসেম্বর লুসাইলে ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫