নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ত্রিদেশীয় প্রীতি টুর্নামেন্ট খেলতে আজ জর্ডান যাবে বাংলাদেশ নারী দল। ৩১ মে ইন্দোনেশিয়া ও ৩ জুন স্বাগতিক জর্ডানের মুখোমুখি হবে তারা। দুটো ম্যাচই হবে কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে। এর আগে আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দেওয়া হয় চূড়ান্ত দল। যেখানে উপেক্ষিতই থাকলেন সাবিনা খাতুন। শুধু তা-ই নয়, অনুমিতভাবে বাদ দেওয়া হয়েছে ভুটানে থাকা চার ফুটবলার-সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, মাতসুশিমা সুমাইয়া ও মাসুরা পারভীন।
গত বছর সাফ চ্যাম্পিয়নশিপের সময়ই কোচ-ফুটবলারদের দ্বন্দ্বের কথা শোনা যেতে থাকে। ৩০ জানুয়ারি কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কটের ডাক দেন সাবিনাসহ ১৮ ফুটবলার। ১৬ ফেব্রুয়ারি বিদ্রোহের অবসান ঘটান তারা। তখন সেই দ্বন্দ্বের নিরসন ঘটবে বলেই মনে হচ্ছিল। তা কিছুটা হলেও কমেছে, তবে সাবিনার জন্য খোলেনি জাতীয় দলের দরজা।
বাটলারের চোখে ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড শেষের পথেই হাঁটছেন। তিনি বলেন, ‘সত্যি বলতে, বাস্তবতার বিচারে আমি মনে করি সাবিনার সময় ফুরিয়ে আসছে। তাই বলে এটা বলছি না জাতীয় দলে সে আর সুযোগ পাবে না। যদি সে পরামর্শক হিসেবে নিজের অভিজ্ঞতা মেয়েদের সঙ্গে ভাগাভাগি করে নিত ও বদলি খেলোয়াড় হিসেবে খেলতে চাইত, তখন একটা সুযোগ ছিল। যদিও তার সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি। তবে তৃতীয় পক্ষের মাধ্যমে শুনেছি সে এভাবে খেলতে আগ্রহী নয়।’
সম্প্রতি ভুটানের লিগে খেলতে ব্যস্ত সাবিনা। পারো এফসির হয়ে প্রথম ম্যাচেই করেছেন ৮ গোল। তবে বাটলারের যুক্তি, ‘দুঃখিত, ২৮-০ গোলের ম্যাচ দিয়ে কোনো খেলোয়াড়কে বিচার করা যায় না। ভুটানের লিগকে লিগ বলেই মনে করি না আমি। কিরণও (বাফুফে নারী উইংয়ের প্রধান) সেখানে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে পারেন। আমি বিভিন্ন দেশের জাতীয় দলে কাজ করেছি এবং সবসময় দেখেছি শৃঙ্খলাপরায়ণ খেলোয়াড়েরাই দীর্ঘ সময় ধরে খেলতে পারে।’
দীর্ঘদিন ধরেই রক্ষণে আস্থার প্রতীক মাসুরা। তাঁকে বাদ দেওয়ার পেছনেও শৃঙ্খলার কথা তুলে আনেন বাটলার, ‘সে ফিট নয়। প্রথম ম্যাচে (ভুটানে) কেবল অর্ধেক সময় খেলতে পেরেছে। জাতীয় দলের জন্য খেলোয়াড়ের শৃঙ্খলা, আচরণ এবং অন্যদের প্রতি ভালো উদাহরণ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। দল গঠনের পেছনে আমি এগুলোকে গুরত্ব দিই।’
সাবিনা ও মাসুরা দলে না থাকার কারণ জানতে জানতে চায়নি বাফুফেও। নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘দল ঠিক করা কোচের এখতিয়ার। আমরা কখনো কোচের স্বাধীনতায় হস্তক্ষেপ করি না। এর ব্যাখ্যা কোচই ভালো দিতে পারবেন। তিনি স্বাধীন।’
সাবিনা-মাসুরা না থাকলেও দলে ফেরানো হয়েছে ভুটানের লিগে খেলা ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র ও মনিকা চাকমাকে। বাটলার বলেন, ‘তাদের বিদ্রোহী নয়, বরং শুধু ফুটবলারই বলতে চাই আমি। মিডফিল্ডার হিসেবে আমি মারিয়াকে খুব হাইলি রেট করি। ঋতুপর্ণাকে বলার কিছু নেই, খুবই প্রতিভাবান খেলোয়াড়, একই সঙ্গে মনিকাও। শামসুন্নাহার লেফট ব্যাক হিসেবে দলে ভারসাম্য এনে দেয়। আর রুপনা এই মুহূর্তে সম্ভবত সেরা গোলরক্ষক।’
ত্রিদেশীয় প্রীতি টুর্নামেন্ট খেলতে আজ জর্ডান যাবে বাংলাদেশ নারী দল। ৩১ মে ইন্দোনেশিয়া ও ৩ জুন স্বাগতিক জর্ডানের মুখোমুখি হবে তারা। দুটো ম্যাচই হবে কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে। এর আগে আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দেওয়া হয় চূড়ান্ত দল। যেখানে উপেক্ষিতই থাকলেন সাবিনা খাতুন। শুধু তা-ই নয়, অনুমিতভাবে বাদ দেওয়া হয়েছে ভুটানে থাকা চার ফুটবলার-সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, মাতসুশিমা সুমাইয়া ও মাসুরা পারভীন।
গত বছর সাফ চ্যাম্পিয়নশিপের সময়ই কোচ-ফুটবলারদের দ্বন্দ্বের কথা শোনা যেতে থাকে। ৩০ জানুয়ারি কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কটের ডাক দেন সাবিনাসহ ১৮ ফুটবলার। ১৬ ফেব্রুয়ারি বিদ্রোহের অবসান ঘটান তারা। তখন সেই দ্বন্দ্বের নিরসন ঘটবে বলেই মনে হচ্ছিল। তা কিছুটা হলেও কমেছে, তবে সাবিনার জন্য খোলেনি জাতীয় দলের দরজা।
বাটলারের চোখে ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড শেষের পথেই হাঁটছেন। তিনি বলেন, ‘সত্যি বলতে, বাস্তবতার বিচারে আমি মনে করি সাবিনার সময় ফুরিয়ে আসছে। তাই বলে এটা বলছি না জাতীয় দলে সে আর সুযোগ পাবে না। যদি সে পরামর্শক হিসেবে নিজের অভিজ্ঞতা মেয়েদের সঙ্গে ভাগাভাগি করে নিত ও বদলি খেলোয়াড় হিসেবে খেলতে চাইত, তখন একটা সুযোগ ছিল। যদিও তার সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি। তবে তৃতীয় পক্ষের মাধ্যমে শুনেছি সে এভাবে খেলতে আগ্রহী নয়।’
সম্প্রতি ভুটানের লিগে খেলতে ব্যস্ত সাবিনা। পারো এফসির হয়ে প্রথম ম্যাচেই করেছেন ৮ গোল। তবে বাটলারের যুক্তি, ‘দুঃখিত, ২৮-০ গোলের ম্যাচ দিয়ে কোনো খেলোয়াড়কে বিচার করা যায় না। ভুটানের লিগকে লিগ বলেই মনে করি না আমি। কিরণও (বাফুফে নারী উইংয়ের প্রধান) সেখানে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে পারেন। আমি বিভিন্ন দেশের জাতীয় দলে কাজ করেছি এবং সবসময় দেখেছি শৃঙ্খলাপরায়ণ খেলোয়াড়েরাই দীর্ঘ সময় ধরে খেলতে পারে।’
দীর্ঘদিন ধরেই রক্ষণে আস্থার প্রতীক মাসুরা। তাঁকে বাদ দেওয়ার পেছনেও শৃঙ্খলার কথা তুলে আনেন বাটলার, ‘সে ফিট নয়। প্রথম ম্যাচে (ভুটানে) কেবল অর্ধেক সময় খেলতে পেরেছে। জাতীয় দলের জন্য খেলোয়াড়ের শৃঙ্খলা, আচরণ এবং অন্যদের প্রতি ভালো উদাহরণ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। দল গঠনের পেছনে আমি এগুলোকে গুরত্ব দিই।’
সাবিনা ও মাসুরা দলে না থাকার কারণ জানতে জানতে চায়নি বাফুফেও। নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘দল ঠিক করা কোচের এখতিয়ার। আমরা কখনো কোচের স্বাধীনতায় হস্তক্ষেপ করি না। এর ব্যাখ্যা কোচই ভালো দিতে পারবেন। তিনি স্বাধীন।’
সাবিনা-মাসুরা না থাকলেও দলে ফেরানো হয়েছে ভুটানের লিগে খেলা ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র ও মনিকা চাকমাকে। বাটলার বলেন, ‘তাদের বিদ্রোহী নয়, বরং শুধু ফুটবলারই বলতে চাই আমি। মিডফিল্ডার হিসেবে আমি মারিয়াকে খুব হাইলি রেট করি। ঋতুপর্ণাকে বলার কিছু নেই, খুবই প্রতিভাবান খেলোয়াড়, একই সঙ্গে মনিকাও। শামসুন্নাহার লেফট ব্যাক হিসেবে দলে ভারসাম্য এনে দেয়। আর রুপনা এই মুহূর্তে সম্ভবত সেরা গোলরক্ষক।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫