লিওনেল মেসির ক্লাব ছাড়ার ঘোষণার মাধ্যমে ‘পিএসজি প্রকল্পের’ ভাঙন শুরু হয়েছে। আর্জেন্টাইন অধিনায়কের চলে যাওয়ায় পিএসজি খুব একটা সমস্যায় না পড়লেও কিলিয়ান এমবাপ্পের ঘোষণায় তাদের মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়েছে। ফরাসি তারকাকে ধরে রাখার জন্য তাই দেশের প্রেসিডেন্টের শরণাপন্ন হয়েছে ক্লাব।
গতকাল এমবাপ্পেকে ধরে রাখার জন্য সব রকমের চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও। গত মৌসুমও ফরাসি তারকার নতুন চুক্তিতে হস্তক্ষেপ করেছিলেন তিনি। এবারও মন্তব্য করায় তাই প্রশ্ন উঠেছে এমবাপ্পের ক্যারিয়ার কি প্রেসিডেন্টের উপরই নির্ভর করছে? আজ জিব্রাল্টারের বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ফ্রান্সের অধিনায়ককে।
মাখোঁর উপর তাঁর ক্যারিয়ার নির্ভর করছে না বলে জানিয়েছেন এমবাপ্পে। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্টের প্রভাব কি আমার উপরে রয়েছে? ২০২৩ সালের এ সময় দাঁড়িয়ে বলতে পারি কোনো প্রভাব নেই। তিনি চান আমি পিএসজিতে খেলি। আমার ইচ্ছাও তাই। সুতরাং আমরা দুজনই একই জায়গায় দাঁড়িয়ে।’
পিএসজিকে চিঠি দেওয়ার বিষয়ে এমবাপ্পে বলেছেন, ‘আমার উদ্দেশ্য হচ্ছে এখানে থাকা এবং এই মুহূর্তে এটাই একমাত্র বিকল্প। এতটা ভাবিনি একটি চিঠি কাউকে হত্যা করতে পারে। মনেও করিনি যে এটি কাউকে বিরক্ত করবে। শুধু একটি চিঠি পাঠিয়েছি। সত্যি বলছি, চিঠির প্রতিক্রিয়া নিয়ে চিন্তা করি না।’
লিওনেল মেসির ক্লাব ছাড়ার ঘোষণার মাধ্যমে ‘পিএসজি প্রকল্পের’ ভাঙন শুরু হয়েছে। আর্জেন্টাইন অধিনায়কের চলে যাওয়ায় পিএসজি খুব একটা সমস্যায় না পড়লেও কিলিয়ান এমবাপ্পের ঘোষণায় তাদের মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়েছে। ফরাসি তারকাকে ধরে রাখার জন্য তাই দেশের প্রেসিডেন্টের শরণাপন্ন হয়েছে ক্লাব।
গতকাল এমবাপ্পেকে ধরে রাখার জন্য সব রকমের চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও। গত মৌসুমও ফরাসি তারকার নতুন চুক্তিতে হস্তক্ষেপ করেছিলেন তিনি। এবারও মন্তব্য করায় তাই প্রশ্ন উঠেছে এমবাপ্পের ক্যারিয়ার কি প্রেসিডেন্টের উপরই নির্ভর করছে? আজ জিব্রাল্টারের বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ফ্রান্সের অধিনায়ককে।
মাখোঁর উপর তাঁর ক্যারিয়ার নির্ভর করছে না বলে জানিয়েছেন এমবাপ্পে। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্টের প্রভাব কি আমার উপরে রয়েছে? ২০২৩ সালের এ সময় দাঁড়িয়ে বলতে পারি কোনো প্রভাব নেই। তিনি চান আমি পিএসজিতে খেলি। আমার ইচ্ছাও তাই। সুতরাং আমরা দুজনই একই জায়গায় দাঁড়িয়ে।’
পিএসজিকে চিঠি দেওয়ার বিষয়ে এমবাপ্পে বলেছেন, ‘আমার উদ্দেশ্য হচ্ছে এখানে থাকা এবং এই মুহূর্তে এটাই একমাত্র বিকল্প। এতটা ভাবিনি একটি চিঠি কাউকে হত্যা করতে পারে। মনেও করিনি যে এটি কাউকে বিরক্ত করবে। শুধু একটি চিঠি পাঠিয়েছি। সত্যি বলছি, চিঠির প্রতিক্রিয়া নিয়ে চিন্তা করি না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে