রিয়াল মাদ্রিদে গত বছর এসে সাড়া ফেলে দেন জুড বেলিংহাম। প্রথম মৌসুমেই স্প্যানিশ ক্লাবটিতে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো দুটি মেজর শিরোপা। সেই বেলিংহাম এবার চোটে পড়ে ছিটকে গেলেন অনির্দিষ্টকালের জন্য। রিয়াল মাদ্রিদকে নিয়ে সামাজিক মাধ্যমে দিলেন আবেগঘন পোস্ট।
বেলিংহামকে নিয়ে রিয়াল মাদ্রিদ গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আপডেট দিয়েছে। সেখানে জানানো হয়েছে, রিয়ালের মেডিক্যাল টিম বেলিংহামের ডান পাশের প্ল্যান্টারিস মাংসপেশিতে চোটের ব্যাপারটি শনাক্ত করেছে। স্প্যানিশ ক্লাবটি জানানোর কয়েক ঘণ্টা পর নিজের এক্স হ্যান্ডলে মিডফিল্ডার লিখেছেন, ‘খেলা মিস করার মতো আর কিছুকে আমি ঘৃণা করি না। তবে এখানেও ইতিবাচক ব্যাপার দেখতে পাচ্ছি। সম্ভবত আমার শরীর বলছে যে ব্যস্ত এক বছর কাটানোর পর বিশ্রামের দরকার। খুবই হতাশ লাগছে। তবে সতীর্থদের ভক্তের মতো সমর্থন দিয়ে যাব যতক্ষণ না সেরা ফর্মে ফিরছি। যেভাবে সমর্থন দিচ্ছেন এবং আমার জন্য চিন্তা করছেন, আপনাদের সেই বার্তাগুলোর জন্য ধন্যবাদ। অনেক ভালোবাসা ও হালা মাদ্রিদ।’
ঠিক কত দিনের জন্য বেলিংহাম ছিটকে গেলেন, সে বিষয়ে কিছুই জানায়নি রিয়াল। এএফপি জানিয়েছে, লা লিগায় রিয়াল ভায়োদোলিদ (আগামীকাল), লাস পালমাস (২৯ আগস্ট) ও রিয়াল বেতিসের (১ সেপ্টেম্বর) বিপক্ষে খেলতে পারবেন না তিনি। এমনকি সেপ্টেম্বরে ইংল্যান্ডের হয়ে নেশনস লিগেও দুই ম্যাচে পাওয়া যাবে না বেলিংহামকে। ডাবলিনে ৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ড এবং লন্ডনে ১০ সেপ্টেম্বর ফিনল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।
২০২৪-২৫ মৌসুমে রিয়ালের জার্সিতে বেলিংহাম খেলেছেন ২ ম্যাচ। কোনো গোল না করলেও একটি গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৪ সালটা অবশ্য ব্যস্ত সময়ই কাটছে বেলিংহামের। রিয়ালের পাশাপাশি খেলতে হয়েছে ইউরোও। সদ্য সমাপ্ত ইউরোতে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়েছে ইংল্যান্ড। সেই টুর্নামেন্টে করেছেন ২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১ গোলে।
রিয়াল মাদ্রিদে গত বছর এসে সাড়া ফেলে দেন জুড বেলিংহাম। প্রথম মৌসুমেই স্প্যানিশ ক্লাবটিতে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো দুটি মেজর শিরোপা। সেই বেলিংহাম এবার চোটে পড়ে ছিটকে গেলেন অনির্দিষ্টকালের জন্য। রিয়াল মাদ্রিদকে নিয়ে সামাজিক মাধ্যমে দিলেন আবেগঘন পোস্ট।
বেলিংহামকে নিয়ে রিয়াল মাদ্রিদ গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আপডেট দিয়েছে। সেখানে জানানো হয়েছে, রিয়ালের মেডিক্যাল টিম বেলিংহামের ডান পাশের প্ল্যান্টারিস মাংসপেশিতে চোটের ব্যাপারটি শনাক্ত করেছে। স্প্যানিশ ক্লাবটি জানানোর কয়েক ঘণ্টা পর নিজের এক্স হ্যান্ডলে মিডফিল্ডার লিখেছেন, ‘খেলা মিস করার মতো আর কিছুকে আমি ঘৃণা করি না। তবে এখানেও ইতিবাচক ব্যাপার দেখতে পাচ্ছি। সম্ভবত আমার শরীর বলছে যে ব্যস্ত এক বছর কাটানোর পর বিশ্রামের দরকার। খুবই হতাশ লাগছে। তবে সতীর্থদের ভক্তের মতো সমর্থন দিয়ে যাব যতক্ষণ না সেরা ফর্মে ফিরছি। যেভাবে সমর্থন দিচ্ছেন এবং আমার জন্য চিন্তা করছেন, আপনাদের সেই বার্তাগুলোর জন্য ধন্যবাদ। অনেক ভালোবাসা ও হালা মাদ্রিদ।’
ঠিক কত দিনের জন্য বেলিংহাম ছিটকে গেলেন, সে বিষয়ে কিছুই জানায়নি রিয়াল। এএফপি জানিয়েছে, লা লিগায় রিয়াল ভায়োদোলিদ (আগামীকাল), লাস পালমাস (২৯ আগস্ট) ও রিয়াল বেতিসের (১ সেপ্টেম্বর) বিপক্ষে খেলতে পারবেন না তিনি। এমনকি সেপ্টেম্বরে ইংল্যান্ডের হয়ে নেশনস লিগেও দুই ম্যাচে পাওয়া যাবে না বেলিংহামকে। ডাবলিনে ৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ড এবং লন্ডনে ১০ সেপ্টেম্বর ফিনল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।
২০২৪-২৫ মৌসুমে রিয়ালের জার্সিতে বেলিংহাম খেলেছেন ২ ম্যাচ। কোনো গোল না করলেও একটি গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৪ সালটা অবশ্য ব্যস্ত সময়ই কাটছে বেলিংহামের। রিয়ালের পাশাপাশি খেলতে হয়েছে ইউরোও। সদ্য সমাপ্ত ইউরোতে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়েছে ইংল্যান্ড। সেই টুর্নামেন্টে করেছেন ২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১ গোলে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৩ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৩ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে