ক্রীড়া ডেস্ক
হাভিয়ের কাবরেরা বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে আছেন তিন বছরেরও বেশি সময় ধরে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কয়েক দফায় তাঁর চুক্তি বাড়িয়েছে। এবার সামাজিক মাধ্যমে তাঁর একটি রেকর্ড দেখাতে গিয়ে বিদ্রুপের শিকার হয়েছে বাফুফে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে কাবরেরোর একটি ছবি পোস্ট করেছে। ‘হাভিয়ের কাবরেরোর ৩০ আন্তর্জাতিক ম্যাচ’ লেখা সেই ছবিতে। ফটোকার্ডে বাফুফের লোগো বসানো হয়েছে। ক্যাপশনে লেখা,‘বাংলাদেশ ছেলেদের ফুটবল দলের কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচের নতুন রেকর্ড গড়েছেন হাভিয়ের কাবরেরা।’ এই পোস্টের পর তিন ঘণ্টার ব্যবধানে প্রতিক্রিয়া হয়েছে ১৫ হাজারের বেশি। এর মধ্যে ১২ হাজারই হাহা প্রতিক্রিয়া। বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন অনেকে। বেশির ভাগই কাবরেরাকে দেশের ফুটবলের স্বার্থে বিদায় করতে বলেছেন। কেউ কেউ রসিকতাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। কেউ একজন লিখেছেন, ‘পেপ গার্দিওলার থেকে ভালো।’
শিলংয়ে পরশু এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় পর্বের ম্যাচে বাংলাদেশ-ভারত ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ড্র হলেও এই ম্যাচে ভারতকে অনেক বেশি চাপে রাখতে পেরেছে বাংলাদেশ। হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে অভিষেকে দুর্দান্ত খেলেছেন। সুনীল ছেত্রীর মতো কিংবদন্তি ফুটবলারকে বোতলবন্দী করে রেখেছিলেন। বাংলাদেশ ড্র করলেও তাই অনেক প্রশংসা করিয়েছে।
ভারত ম্যাচের পর আড়াই মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে কাবরেরার দল। ম্যাচটি হবে বাংলাদেশের মাঠে। ঘরের মাঠে প্রায় চার মাস পর বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। ৯ অক্টোবর হবে বাংলাদেশ-হংকং ম্যাচ। এই দুই দল ফের মুখোমুখি হবে ১৪ অক্টোবর। এবার খেলা হবে হংকংয়ে। আর ১৮ নভেম্বর বাংলাদেশ আতিথেয়তা দেবে ভারতকে।
হাভিয়ের কাবরেরা বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে আছেন তিন বছরেরও বেশি সময় ধরে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কয়েক দফায় তাঁর চুক্তি বাড়িয়েছে। এবার সামাজিক মাধ্যমে তাঁর একটি রেকর্ড দেখাতে গিয়ে বিদ্রুপের শিকার হয়েছে বাফুফে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে কাবরেরোর একটি ছবি পোস্ট করেছে। ‘হাভিয়ের কাবরেরোর ৩০ আন্তর্জাতিক ম্যাচ’ লেখা সেই ছবিতে। ফটোকার্ডে বাফুফের লোগো বসানো হয়েছে। ক্যাপশনে লেখা,‘বাংলাদেশ ছেলেদের ফুটবল দলের কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচের নতুন রেকর্ড গড়েছেন হাভিয়ের কাবরেরা।’ এই পোস্টের পর তিন ঘণ্টার ব্যবধানে প্রতিক্রিয়া হয়েছে ১৫ হাজারের বেশি। এর মধ্যে ১২ হাজারই হাহা প্রতিক্রিয়া। বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন অনেকে। বেশির ভাগই কাবরেরাকে দেশের ফুটবলের স্বার্থে বিদায় করতে বলেছেন। কেউ কেউ রসিকতাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। কেউ একজন লিখেছেন, ‘পেপ গার্দিওলার থেকে ভালো।’
শিলংয়ে পরশু এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় পর্বের ম্যাচে বাংলাদেশ-ভারত ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ড্র হলেও এই ম্যাচে ভারতকে অনেক বেশি চাপে রাখতে পেরেছে বাংলাদেশ। হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে অভিষেকে দুর্দান্ত খেলেছেন। সুনীল ছেত্রীর মতো কিংবদন্তি ফুটবলারকে বোতলবন্দী করে রেখেছিলেন। বাংলাদেশ ড্র করলেও তাই অনেক প্রশংসা করিয়েছে।
ভারত ম্যাচের পর আড়াই মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে কাবরেরার দল। ম্যাচটি হবে বাংলাদেশের মাঠে। ঘরের মাঠে প্রায় চার মাস পর বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। ৯ অক্টোবর হবে বাংলাদেশ-হংকং ম্যাচ। এই দুই দল ফের মুখোমুখি হবে ১৪ অক্টোবর। এবার খেলা হবে হংকংয়ে। আর ১৮ নভেম্বর বাংলাদেশ আতিথেয়তা দেবে ভারতকে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫