ক্রীড়া ডেস্ক
বার্সেলোনার জার্সিতে ২০২৪-২৫ মৌসুমটা দারুণ কাটিয়েছেন রবার্ট লেভানডফস্কি। অসাধারণ এক মৌসুম শেষে জাতীয় দল পোল্যান্ডের ক্যাম্পে তাঁর যোগদানের কথা ছিল। কিন্তু পোল্যান্ডের ম্যাচ যখন দরজায় কড়া নাড়ছে, তখনো তিনি ক্যাম্পে যোগ দেননি।
পোল্যান্ড ক্যাম্পে লেভানডফস্কির না যোগ দেওয়ার ঘটনা আসলে ভিন্ন। পোল্যান্ড জাতীয় দলের কোচ মাইকেল প্রোবিয়েৎসের বিরুদ্ধে লেভা বিদ্রোহ করে বসেছেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লেভা লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতি ও জাতীয় দলের কোচের প্রতি আস্থা হারিয়েছি আমি। ব্যাপারটি বিবেচনা করে আমার সিদ্ধান্ত, যত দিন তিনি দায়িত্ব থাকবেন, তত দিন পোল্যান্ডের জার্সিতে খেলছি না আমি।’
লেভার এই ঘোষণার আগে পিওতর জিয়েলিনস্কিকে নতুন অধিনায়ক করার সিদ্ধান্ত নেন পোল্যান্ড কোচ প্রোবিয়েৎস। পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে সেটা জানিয়েছে। কোচের অধিনায়ক বদলের সিদ্ধান্ত লেভা মানতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। এছাড়া পোল্যান্ডের জার্সিতে প্রীতি ম্যাচগুলোয় লেভার খেলতে অনাগ্রহের কারণে কোচও নাকি অসন্তুষ্ট ছিলেন।
বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা—ক্লাব ফুটবলে এই তিন দলের হয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছেন লেভা। যার মধ্যে বায়ার্নের হয়ে তাঁর গোল ৩৪৪। ক্লাব ফুটবলে গোলের বন্যা বইয়ে দেওয়া লেভা আন্তর্জাতিক ফুটবলে ১৫৮ ম্যাচে করেছেন ৮৫ গোল। আন্তর্জাতিক ফুটবলে সংযুক্ত আরব আমিরাতের আলি মাবখুতের সঙ্গে যৌথভাবে সপ্তম সর্বোচ্চ গোলস্কোরার লেভা। পোল্যান্ডের হয়েও লেভা সর্বোচ্চ গোলদাতা। আন্তর্জাতিক ফুটবলে আবার খেলা নিয়ে ৩৬ বছর বয়সী পোল্যান্ডের ফুটবলার বলেন, ‘একদিন আবারও বিশ্বের সেরা সমর্থকদের সামনে খেলতে পারব বলে আশা করছি।’
২০২৩ সালের সেপ্টেম্বরে পোল্যান্ডের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন ফার্নান্দো সান্তোস। মাইকেল প্রোবিয়েৎসকে কোচের দায়িত্ব দেয় পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁর অধীনে এখন পর্যন্ত ২০ ম্যাচ খেলে পোল্যান্ড জিতেছে ১০ ম্যাচ। ৬ ম্যাচ হেরেছে ও বাকি ৪ ম্যাচ ড্র করেছে পোলিশরা।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে এখন পোল্যান্ড। লিথুয়ানিয়া ও মাল্টার বিপক্ষে জিতে পূর্ণ ৬ পয়েন্ট এখন পোলিশদের। হেলসিংকি অলিম্পিক স্টেডিয়ামে আগামীকাল বাছাইপর্বে ফিনল্যান্ডের বিপক্ষে খেলবে পোল্যান্ড। আর মলদোভার বিপক্ষে পরশু প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে পোল্যান্ড।
বার্সেলোনার জার্সিতে ২০২৪-২৫ মৌসুমটা দারুণ কাটিয়েছেন রবার্ট লেভানডফস্কি। অসাধারণ এক মৌসুম শেষে জাতীয় দল পোল্যান্ডের ক্যাম্পে তাঁর যোগদানের কথা ছিল। কিন্তু পোল্যান্ডের ম্যাচ যখন দরজায় কড়া নাড়ছে, তখনো তিনি ক্যাম্পে যোগ দেননি।
পোল্যান্ড ক্যাম্পে লেভানডফস্কির না যোগ দেওয়ার ঘটনা আসলে ভিন্ন। পোল্যান্ড জাতীয় দলের কোচ মাইকেল প্রোবিয়েৎসের বিরুদ্ধে লেভা বিদ্রোহ করে বসেছেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লেভা লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতি ও জাতীয় দলের কোচের প্রতি আস্থা হারিয়েছি আমি। ব্যাপারটি বিবেচনা করে আমার সিদ্ধান্ত, যত দিন তিনি দায়িত্ব থাকবেন, তত দিন পোল্যান্ডের জার্সিতে খেলছি না আমি।’
লেভার এই ঘোষণার আগে পিওতর জিয়েলিনস্কিকে নতুন অধিনায়ক করার সিদ্ধান্ত নেন পোল্যান্ড কোচ প্রোবিয়েৎস। পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে সেটা জানিয়েছে। কোচের অধিনায়ক বদলের সিদ্ধান্ত লেভা মানতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। এছাড়া পোল্যান্ডের জার্সিতে প্রীতি ম্যাচগুলোয় লেভার খেলতে অনাগ্রহের কারণে কোচও নাকি অসন্তুষ্ট ছিলেন।
বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা—ক্লাব ফুটবলে এই তিন দলের হয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছেন লেভা। যার মধ্যে বায়ার্নের হয়ে তাঁর গোল ৩৪৪। ক্লাব ফুটবলে গোলের বন্যা বইয়ে দেওয়া লেভা আন্তর্জাতিক ফুটবলে ১৫৮ ম্যাচে করেছেন ৮৫ গোল। আন্তর্জাতিক ফুটবলে সংযুক্ত আরব আমিরাতের আলি মাবখুতের সঙ্গে যৌথভাবে সপ্তম সর্বোচ্চ গোলস্কোরার লেভা। পোল্যান্ডের হয়েও লেভা সর্বোচ্চ গোলদাতা। আন্তর্জাতিক ফুটবলে আবার খেলা নিয়ে ৩৬ বছর বয়সী পোল্যান্ডের ফুটবলার বলেন, ‘একদিন আবারও বিশ্বের সেরা সমর্থকদের সামনে খেলতে পারব বলে আশা করছি।’
২০২৩ সালের সেপ্টেম্বরে পোল্যান্ডের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন ফার্নান্দো সান্তোস। মাইকেল প্রোবিয়েৎসকে কোচের দায়িত্ব দেয় পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁর অধীনে এখন পর্যন্ত ২০ ম্যাচ খেলে পোল্যান্ড জিতেছে ১০ ম্যাচ। ৬ ম্যাচ হেরেছে ও বাকি ৪ ম্যাচ ড্র করেছে পোলিশরা।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে এখন পোল্যান্ড। লিথুয়ানিয়া ও মাল্টার বিপক্ষে জিতে পূর্ণ ৬ পয়েন্ট এখন পোলিশদের। হেলসিংকি অলিম্পিক স্টেডিয়ামে আগামীকাল বাছাইপর্বে ফিনল্যান্ডের বিপক্ষে খেলবে পোল্যান্ড। আর মলদোভার বিপক্ষে পরশু প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে পোল্যান্ড।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে