মেয়েদের ফুটবল নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। এর সবচেয়ে বড় প্রমাণ মিলেছে গতরাতে নারীদের ইউরোর ফাইনাল ম্যাচে। যেখানে দর্শক উপস্থিতি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ওয়েম্বলিতে ইংল্যান্ড ও জার্মানির ফাইনাল দেখতে এসেছিলেন ৮৭ হাজার ১৯২ জন দর্শক। যা পুরুষ কিংবা নারী যেকোনো ইউরোর ফাইনালে সর্বোচ্চ।
সবগুলো ম্যাচ মিলে এবারের নারীদের ইউরোতে দর্শক উপস্থিতি ছিল ৫ লাখ ৭৪ হাজার ৮৭৫ জন। যা আগের ইউরোর প্রায় দ্বিগুণ। সবশেষে ২০১৭ সালে মেয়েদের ইউরোতে সবগুলো ম্যাচ মিলে দর্শক উপস্থিতি ছিল ২ লাখ ৪০ হাজার ৫৫ জন।
গত রাতের আগে নারীদের ইউরোতে সর্বোচ্চ দর্শক উপস্থিতি দেখা গেছে এবারের টুর্নামেন্টেই। এই মাসের শুরুর দিকে ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রিয়ার উদ্বোধনী ম্যাচ দেখতে এসেছিলেন ৬৮ হাজার ৮৭১ জন দর্শক। আর ছেলেদের ইউরোতে সর্বোচ্চ দর্শক উপস্থিতি দেখা গেছে ১৯৬৪ সালের ইউরোতে। সেবার স্বাগতিক স্পেন ও সোভিয়েত ইউনিয়নের ম্যাচ দেখতে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছিলেন ৭৯ হাজার ১১৫ জন দর্শক। গত রাতের ম্যাচের আগে ছেলে ও মেয়েদের ইউরো মিলিয়ে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড ছিল এটি।
গত বছর ছেলেদের ইউরোর ফাইনালে আগের সব রেকর্ড ভাঙার সম্ভাবনা ছিল। কিন্তু বৈশ্বিক করোনা মহামারির কারণে দর্শক ধারণক্ষমতা আগে থেকেই বেধে দেওয়া ছিল। ইতালি - ইংল্যান্ডের ফাইনালে তাই ৬৭ হাজারের বেশি দর্শকের মাঠে বসে ম্যাচ দেখার সুযোগ ছিল না।
মেয়েদের ফুটবল নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। এর সবচেয়ে বড় প্রমাণ মিলেছে গতরাতে নারীদের ইউরোর ফাইনাল ম্যাচে। যেখানে দর্শক উপস্থিতি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ওয়েম্বলিতে ইংল্যান্ড ও জার্মানির ফাইনাল দেখতে এসেছিলেন ৮৭ হাজার ১৯২ জন দর্শক। যা পুরুষ কিংবা নারী যেকোনো ইউরোর ফাইনালে সর্বোচ্চ।
সবগুলো ম্যাচ মিলে এবারের নারীদের ইউরোতে দর্শক উপস্থিতি ছিল ৫ লাখ ৭৪ হাজার ৮৭৫ জন। যা আগের ইউরোর প্রায় দ্বিগুণ। সবশেষে ২০১৭ সালে মেয়েদের ইউরোতে সবগুলো ম্যাচ মিলে দর্শক উপস্থিতি ছিল ২ লাখ ৪০ হাজার ৫৫ জন।
গত রাতের আগে নারীদের ইউরোতে সর্বোচ্চ দর্শক উপস্থিতি দেখা গেছে এবারের টুর্নামেন্টেই। এই মাসের শুরুর দিকে ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রিয়ার উদ্বোধনী ম্যাচ দেখতে এসেছিলেন ৬৮ হাজার ৮৭১ জন দর্শক। আর ছেলেদের ইউরোতে সর্বোচ্চ দর্শক উপস্থিতি দেখা গেছে ১৯৬৪ সালের ইউরোতে। সেবার স্বাগতিক স্পেন ও সোভিয়েত ইউনিয়নের ম্যাচ দেখতে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছিলেন ৭৯ হাজার ১১৫ জন দর্শক। গত রাতের ম্যাচের আগে ছেলে ও মেয়েদের ইউরো মিলিয়ে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড ছিল এটি।
গত বছর ছেলেদের ইউরোর ফাইনালে আগের সব রেকর্ড ভাঙার সম্ভাবনা ছিল। কিন্তু বৈশ্বিক করোনা মহামারির কারণে দর্শক ধারণক্ষমতা আগে থেকেই বেধে দেওয়া ছিল। ইতালি - ইংল্যান্ডের ফাইনালে তাই ৬৭ হাজারের বেশি দর্শকের মাঠে বসে ম্যাচ দেখার সুযোগ ছিল না।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫