আর্জেন্টিনায় বড়দিনের ছুটি কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন লিওনেল মেসি। কদিন পরই অবশ্য ফল নেগেটিভ আসে।
তবে পুরোপুরি সেরে উঠতে ও ফিটনেস ফিরে পেতে মেসিকে পর্যাপ্ত সময় দিতে বলেছিল তাঁর ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকাকে জাতীয় দলে না রাখতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) অনুরোধও করেছিল ক্লাব কর্তৃপক্ষ।
আর্জেন্টিনা অনেক আগেই কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে যাওয়ায় মেসিকে জাতীয় দলে রাখা-না রাখা নিয়ে পিএসজির সঙ্গে বিতর্কে জড়ায়নি এএফএ। ক্লাবের অনুরোধে সাড়া দিয়ে অধিনায়ককে বাইরে রেখেই জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুটি ম্যাচ খেলে আর্জেন্টিনা।
শতভাগ ফিট মেসি অবশেষে ফিরেছেন আর্জেন্টিনা দলে। গত বছরের নভেম্বরে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন তিনি। ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা মাঠে ঢুকে বাঁধ সাধলে ৭ মিনিটেই পণ্ড হয়ে যায় সেই ম্যাচ।
এ মাসের শেষ সপ্তাহে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দুটি ম্যাচের জন্য মেসিসহ ৪৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
মেসি ফিরছেন—ব্যাপারটি আগেই নিশ্চিত করেছিলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। নতুন মুখদের নিয়ে তাই আলোচনা হচ্ছে বেশি।
এবারের দলের অন্যতম চমক গারাঞ্চো। ১৭ বছর বয়সী কিশোরের জন্ম স্পেনে, যুব ফুটবলেও স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। তবে মা আর্জেন্টাইন হওয়ায় সুযোগ পেয়েছেন আলবিসেলেস্তেদের দলে। আরেক কিশোর লুকা রোমেরোকেও রাখা হয়েছে প্রাথমিক দলে।
ইন্টার মিলানের যুব দল থেকে ডাক পেয়েছেন ভালেন্তিন ও ফ্রাঙ্কো কারবোনি। ইতালিয়ান সিরি ‘আ’ থেকে ডাক পেয়েছেন আরও একজন—জুভেন্টাসের মাতিয়াস সুলে। এ মৌসুমে স্প্যানিশ লা লিগায় দারুণ ছন্দে থাকা লুকাস বোয়েও আছেন এই তালিকায়।
আর্জেন্টিনায় বড়দিনের ছুটি কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন লিওনেল মেসি। কদিন পরই অবশ্য ফল নেগেটিভ আসে।
তবে পুরোপুরি সেরে উঠতে ও ফিটনেস ফিরে পেতে মেসিকে পর্যাপ্ত সময় দিতে বলেছিল তাঁর ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকাকে জাতীয় দলে না রাখতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) অনুরোধও করেছিল ক্লাব কর্তৃপক্ষ।
আর্জেন্টিনা অনেক আগেই কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে যাওয়ায় মেসিকে জাতীয় দলে রাখা-না রাখা নিয়ে পিএসজির সঙ্গে বিতর্কে জড়ায়নি এএফএ। ক্লাবের অনুরোধে সাড়া দিয়ে অধিনায়ককে বাইরে রেখেই জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুটি ম্যাচ খেলে আর্জেন্টিনা।
শতভাগ ফিট মেসি অবশেষে ফিরেছেন আর্জেন্টিনা দলে। গত বছরের নভেম্বরে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন তিনি। ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা মাঠে ঢুকে বাঁধ সাধলে ৭ মিনিটেই পণ্ড হয়ে যায় সেই ম্যাচ।
এ মাসের শেষ সপ্তাহে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দুটি ম্যাচের জন্য মেসিসহ ৪৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
মেসি ফিরছেন—ব্যাপারটি আগেই নিশ্চিত করেছিলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। নতুন মুখদের নিয়ে তাই আলোচনা হচ্ছে বেশি।
এবারের দলের অন্যতম চমক গারাঞ্চো। ১৭ বছর বয়সী কিশোরের জন্ম স্পেনে, যুব ফুটবলেও স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। তবে মা আর্জেন্টাইন হওয়ায় সুযোগ পেয়েছেন আলবিসেলেস্তেদের দলে। আরেক কিশোর লুকা রোমেরোকেও রাখা হয়েছে প্রাথমিক দলে।
ইন্টার মিলানের যুব দল থেকে ডাক পেয়েছেন ভালেন্তিন ও ফ্রাঙ্কো কারবোনি। ইতালিয়ান সিরি ‘আ’ থেকে ডাক পেয়েছেন আরও একজন—জুভেন্টাসের মাতিয়াস সুলে। এ মৌসুমে স্প্যানিশ লা লিগায় দারুণ ছন্দে থাকা লুকাস বোয়েও আছেন এই তালিকায়।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫