লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো—কে সেরা? এমন প্রশ্নে বিভক্ত হয়ে পড়ে গোটা বিশ্ব। এক অংশের ফুটবলপ্রেমীদের কাছে যদি মেসি সেরা হন, আরেক অংশের কাছে রোনালদো।
শুধু ফুটবল অনুরাগী সাধারণ দর্শকই নয়, মেসি-রোনালদোতে বিভক্ত ফুটবল অঙ্গনের বর্তমান ও সাবেক তারকারাও। তেমনই এক বিতর্কে দুজনের মধ্যে কে সেরা, তা নিয়ে নিজের রায় শুনিয়েছেন লিভারপুল কিংবদন্তি ডেভিড জেমস। সাবেক এই ইংলিশ গোলরক্ষক মেসির চেয়ে রোনালদোকেই এগিয়ে রাখছেন।
১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত লিভারপুলের বারপোস্ট সামলানো জেমস বলেছেন, ‘আমি রোনালদোর সাফল্যের প্রশংসাকারী। আপনি যদি ওর ক্যারিয়ারের দিকে তাকান, তবে সেটাই সর্বকালের সেরা ক্যারিয়ার। আমি মনে করি না, এখানে কোনো তর্কের অবকাশ আছে। সে (রোনালদো) সর্বকালের সেরা খেলোয়াড়। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। রেকর্ডই তার শ্রেষ্ঠত্বের প্রমাণ।’
জেমস লিভারপুল ছাড়ার চার বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে রোনালদোর অভিষেক হয়েছে। পর্তুগিজ ফরোয়ার্ড যখন ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান, জেমস তখন খেলতেন ওয়েস্ট হামের হয়ে। পরে ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে আসায় রোনালদোর সঙ্গে জেমসের প্রতিদ্বন্দ্বিতা যেমন বেড়েছে, কাছ থেকে দেখারও সুযোগ হয়েছে অনেক। সে তুলনায় মেসির বিপক্ষে জেমসের খেলা হয়নি বললেই চলে।
রোনালদোকে এগিয়ে রাখার কারণ হিসেবে যেকোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়াকেও বিবেচনায় এনেছেন ৫১ বছর বয়সী জেমস, ‘মেসি দীর্ঘদিন একই ক্লাবে (বার্সেলোনা) খেলেছে। কিন্তু রোনালদোকে দেখুন। সে আলাদা লিগে আলাদা পরিবেশের চ্যালেঞ্জ নিয়েছে। ক্লাব পরিবর্তনের সাহস দেখিয়েছে এবং মানিয়েও নিয়েছে। এই মৌসুমে হয়তো সে খুব একটা ভালো করছে না; তবে সামগ্রিক ক্যারিয়ার বিবেচনায় সে বারবার আলাদা উপায় বের করেছে। কিন্তু মেসির খেলায় কোনো পরিবর্তনের ছাপ নেই। পিএসজিতে এত দিন হয়ে গেল; তবু স্বাচ্ছন্দ্য বোধ করছে না।’
বর্তমানে ভারতের সনি স্পোর্টস নেটওয়ার্ক ও ব্রিটেনের বিটি স্পোর্টে ফুটবল পণ্ডিত হিসেবে কাজ করছেন জেমস।
লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো—কে সেরা? এমন প্রশ্নে বিভক্ত হয়ে পড়ে গোটা বিশ্ব। এক অংশের ফুটবলপ্রেমীদের কাছে যদি মেসি সেরা হন, আরেক অংশের কাছে রোনালদো।
শুধু ফুটবল অনুরাগী সাধারণ দর্শকই নয়, মেসি-রোনালদোতে বিভক্ত ফুটবল অঙ্গনের বর্তমান ও সাবেক তারকারাও। তেমনই এক বিতর্কে দুজনের মধ্যে কে সেরা, তা নিয়ে নিজের রায় শুনিয়েছেন লিভারপুল কিংবদন্তি ডেভিড জেমস। সাবেক এই ইংলিশ গোলরক্ষক মেসির চেয়ে রোনালদোকেই এগিয়ে রাখছেন।
১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত লিভারপুলের বারপোস্ট সামলানো জেমস বলেছেন, ‘আমি রোনালদোর সাফল্যের প্রশংসাকারী। আপনি যদি ওর ক্যারিয়ারের দিকে তাকান, তবে সেটাই সর্বকালের সেরা ক্যারিয়ার। আমি মনে করি না, এখানে কোনো তর্কের অবকাশ আছে। সে (রোনালদো) সর্বকালের সেরা খেলোয়াড়। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। রেকর্ডই তার শ্রেষ্ঠত্বের প্রমাণ।’
জেমস লিভারপুল ছাড়ার চার বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে রোনালদোর অভিষেক হয়েছে। পর্তুগিজ ফরোয়ার্ড যখন ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান, জেমস তখন খেলতেন ওয়েস্ট হামের হয়ে। পরে ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে আসায় রোনালদোর সঙ্গে জেমসের প্রতিদ্বন্দ্বিতা যেমন বেড়েছে, কাছ থেকে দেখারও সুযোগ হয়েছে অনেক। সে তুলনায় মেসির বিপক্ষে জেমসের খেলা হয়নি বললেই চলে।
রোনালদোকে এগিয়ে রাখার কারণ হিসেবে যেকোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়াকেও বিবেচনায় এনেছেন ৫১ বছর বয়সী জেমস, ‘মেসি দীর্ঘদিন একই ক্লাবে (বার্সেলোনা) খেলেছে। কিন্তু রোনালদোকে দেখুন। সে আলাদা লিগে আলাদা পরিবেশের চ্যালেঞ্জ নিয়েছে। ক্লাব পরিবর্তনের সাহস দেখিয়েছে এবং মানিয়েও নিয়েছে। এই মৌসুমে হয়তো সে খুব একটা ভালো করছে না; তবে সামগ্রিক ক্যারিয়ার বিবেচনায় সে বারবার আলাদা উপায় বের করেছে। কিন্তু মেসির খেলায় কোনো পরিবর্তনের ছাপ নেই। পিএসজিতে এত দিন হয়ে গেল; তবু স্বাচ্ছন্দ্য বোধ করছে না।’
বর্তমানে ভারতের সনি স্পোর্টস নেটওয়ার্ক ও ব্রিটেনের বিটি স্পোর্টে ফুটবল পণ্ডিত হিসেবে কাজ করছেন জেমস।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫