ক্রীড়া ডেস্ক
ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিয়মিত মৃত্যুর খবর শোনা যাচ্ছে। ফিলিস্তিনে বাড়িঘর, হাসপাতাল, শরণার্থী ক্যাম্প—কোনো কিছুই আর নিরাপদ নয় ইসরায়েলের হামলায়। মৃত্যুর মিছিলে এবার নাম লেখালেন এক ফুটবলার।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে মুহান্নাদ আল–লেলে নামে এক ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গাজার আল–মাঘাজি শরণার্থীশিবিরে নিজের বাসায় ইসরায়েলি বোমা হামলায় আহত হয়ে মারা যান মুহান্নাদ। ফিলিস্তিনি ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সোমবার একটি ড্রোন মুহান্নাদের বাসার তৃতীয় তলায় আঘাত হেনেছে। এই আঘাতে তাঁর (মুহান্নাদ) মাথায় মারাত্মকভাবে রক্তক্ষরণ হয়েছিল। তিনি মারা গেছেন মঙ্গলবার সকালে।’
মুহান্নাদ ফিলিস্তিনি ক্লাব খাদামাত আল–মাঘাজির হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ২০১৬–১৭ মৌসুমে ফিলিস্তিন প্রিমিয়ার লিগে দলটির অধিনায়কও ছিলেন। মাঘাজি ছেড়ে এরপর শাবাব জাবালিয়াতে যোগ দেন মুহান্নাদ। এই ক্লাবের হয়ে তিনি দুই মৌসুম খেলেছেন। এদিকে ইসরায়েলি হামলায় একের পর এক ক্রীড়া স্থাপনা ধ্বংস হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি ফেডারেশন। এক বিবৃতিতে ফেডারেশন লিখেছে, ‘ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ক্রীড়া স্থাপনার সংখ্যা এখন ২৬৫ নম্বরে পৌঁছেছে। এর মধ্যে ১৮৪ পুরোপুরি ধ্বংস। বাকি ৮১টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের ক্রীড়াক্ষেত্র কী পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে ব্যাপারে তথ্য দিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পিএফএ লিখেছে, ‘ফিলিস্তিনের খেলাধুলার ওপর ইসরায়েলি বর্বরতা চলছেই। খাদামাত আল-মাঘাজি ক্লামের খেলোয়াড় মুহান্নাদ আল লেলের মৃত্যু এর সবশেষ সংযোজন। ২০২৩-এর ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে ক্রীড়া সংশ্লিষ্ট ৫৮৫ ব্যক্তি মারা গেছেন, যার মধ্যে ২৬৫ জনই ফুটবলার।’
ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিয়মিত মৃত্যুর খবর শোনা যাচ্ছে। ফিলিস্তিনে বাড়িঘর, হাসপাতাল, শরণার্থী ক্যাম্প—কোনো কিছুই আর নিরাপদ নয় ইসরায়েলের হামলায়। মৃত্যুর মিছিলে এবার নাম লেখালেন এক ফুটবলার।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে মুহান্নাদ আল–লেলে নামে এক ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গাজার আল–মাঘাজি শরণার্থীশিবিরে নিজের বাসায় ইসরায়েলি বোমা হামলায় আহত হয়ে মারা যান মুহান্নাদ। ফিলিস্তিনি ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সোমবার একটি ড্রোন মুহান্নাদের বাসার তৃতীয় তলায় আঘাত হেনেছে। এই আঘাতে তাঁর (মুহান্নাদ) মাথায় মারাত্মকভাবে রক্তক্ষরণ হয়েছিল। তিনি মারা গেছেন মঙ্গলবার সকালে।’
মুহান্নাদ ফিলিস্তিনি ক্লাব খাদামাত আল–মাঘাজির হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ২০১৬–১৭ মৌসুমে ফিলিস্তিন প্রিমিয়ার লিগে দলটির অধিনায়কও ছিলেন। মাঘাজি ছেড়ে এরপর শাবাব জাবালিয়াতে যোগ দেন মুহান্নাদ। এই ক্লাবের হয়ে তিনি দুই মৌসুম খেলেছেন। এদিকে ইসরায়েলি হামলায় একের পর এক ক্রীড়া স্থাপনা ধ্বংস হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি ফেডারেশন। এক বিবৃতিতে ফেডারেশন লিখেছে, ‘ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ক্রীড়া স্থাপনার সংখ্যা এখন ২৬৫ নম্বরে পৌঁছেছে। এর মধ্যে ১৮৪ পুরোপুরি ধ্বংস। বাকি ৮১টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের ক্রীড়াক্ষেত্র কী পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে ব্যাপারে তথ্য দিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পিএফএ লিখেছে, ‘ফিলিস্তিনের খেলাধুলার ওপর ইসরায়েলি বর্বরতা চলছেই। খাদামাত আল-মাঘাজি ক্লামের খেলোয়াড় মুহান্নাদ আল লেলের মৃত্যু এর সবশেষ সংযোজন। ২০২৩-এর ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে ক্রীড়া সংশ্লিষ্ট ৫৮৫ ব্যক্তি মারা গেছেন, যার মধ্যে ২৬৫ জনই ফুটবলার।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫